দুর্গাপুর, 25 জানুয়ারি: পাখির চোখ লোকসভা নির্বাচন। আর সেই লক্ষ্যেই জাতীয় ভোটার দিবসের দিন নতুন ভোটারদের উৎসাহ বাড়াতে 'নমো নব মতদাতা সম্মেলন'-এ ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ জুড়ে পাঁচ হাজার শিবিরে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিয়েছেন কয়েক হাজার নতুন ভোটার। দুর্গাপুরের সিটি সেন্টারেও প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিয়েছে কয়েক'শো নতুন ভোটার। প্রত্যেক নতুন ভোটারদের হাতে বিকশিত ভারত কর্মসূচি লেখা নতুন বছরের ক্যালেন্ডার দেওয়ার সঙ্গে বিজেপি যুব মোর্চার সদস্যপদ গ্রহণের জন্য নিজের নিজের মোবাইল আ্যপে ফর্ম ফিলাপ করার আবেদনও করা হয়।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়া, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, গেরুয়া শিবিরের জেলা শহর সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ দত্ত-সহ জেলা বিজেপি নেতৃত্ব। এদিন সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়া বলেন, "ভারতবর্ষের সবচেয়ে বেশি যুবসমাজ বিজেপির সঙ্গেই যুক্ত। বিজেপি সরকারের 25 বছরের আগেই উন্নয়নের জোয়ার আসবে এবং বিকশিত ভারত তৈরি হবে।"
একই সঙ্গে, তিনি কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রীর 'দিদিকে বলো' কর্মসূচি বন্ধ হয়ে গেল কেন ? বন্ধ হয়ে যাওয়ার কারণ ফোন করে শিক্ষা দুর্নীতি থেকে টেট পরীক্ষার রেজাল্ট কেন বের হচ্ছে না, এইসব কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল দিদি'র। এখন কি কোথাও দেখা যাচ্ছে 'দিদিকে বলো'র বোর্ড ?" প্রশ্নও তুলেছেন আলুওয়ালিয়া।
এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রীর 'নমো অ্যাপ'-এর মাধ্যমে সমস্যার কথা প্রধানমন্ত্রীকে সরাসরি জানাতে পারেন সাধারণ মানুষ। সরকারের নিয়ে চর্চাও করতে পারে মানুষ ৷" তিনি দাবি করেন, "দুর্গাপুরের সিটি সেন্টারে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বহু যুবক-যুবতি স্বেচ্ছায়, সানন্দে উপস্থিতি লক্ষ করা গিয়েছে ।"
আরও পড়ুন:
পুলিশের চাকরির পরীক্ষা, প্রশাসনের অনুরোধে কাটছাঁট রাহুলের কর্মসূচি
সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরীর সওয়ালে শর্তসাপেক্ষে আগাম জামিন নিশীথ প্রামাণিকের
মেডিক্যালে ভরতিতে ভুয়ো শংসাপত্র, সিবিআইয়ের এফআইআর খারিজ আদালতের