জলপাইগুড়ি, 18 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে রুজু হল স্বতঃপ্রণোদিত মামলা ৷ মামলা দায়ের করল জিআরপি । নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি থানায় রেলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে সোমবার রাতে ৷ শিলিগুড়ি জিআরপি-র পুলিশ সুপার এস মরুগান বলেন,"নিউ জলপাইগুড়ি জিআরপি থানায় আগরতলা থেকে শিয়ালদাগামী ডাউন 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর মামলা রুজু করা হয়েছে ।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এবং 3 পিপিডি অ্যাক্ট ও ভারতীয় রেলের দুটি ধারায় মামলা রুজু করা হয়েছে । জিআরপি-র তরফেও আলাদাভাবে ট্রেন দুর্ঘটনার তদন্ত চালানো হচ্ছে ।
সোমবার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছেন এসে ধাক্কা মেরে একটি মালগাড়ি ৷ ঘটনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ভ্যান ও জেনারেল বগিতে ঢুকে যায় মালগাড়িটি। মঙ্গলবার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জন। ইতিমধ্যেই মৃতের তালিকা সামনে এনেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেল দফতর সূত্রে খবর, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত 9 জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক নাবালিকার মৃত্যু হয়েছে ৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রায় 12 ঘণ্টা পর সোমবার রাতে আপ লাইনে ট্রেনের ট্রায়াল রান শুরু হয় ৷ 24 ঘণ্টার মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক করেছে রেল কর্তৃপক্ষ ৷ দুর্ঘটনা কবলিত লাইন সংস্কার করে আপ ও ডাউন লাইনে ইতিমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে ৷