ETV Bharat / state

এগোল গরমের ছুটি, পরে প্রয়োজনে বাড়তি ক্লাস; বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের - Summer Vacation - SUMMER VACATION

Summer Vacation: গরমের ছুটি এগিয়ে আসছে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল শিক্ষা দফতর ৷ তবে সিলেবাস শেষ করতে পরে প্রয়োজনে বাড়তি ক্লাস দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 12:21 PM IST

Updated : Apr 18, 2024, 12:35 PM IST

কলকাতা, 18 এপ্রিল: তীব্র দাবদাহের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হলেও, প্রয়োজনে পরে বাড়তি ক্লাস করানো হবে ৷ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিল শিক্ষা দফতর ৷ ছুটির সংখ্যা বাড়লে সিলেবাস শেষ হবে কি না, এই নিয়ে নানা মহলে যে আশঙ্কা তৈরি রয়েছে ৷ ফলে অতিরিক্ত ক্লাস করানোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মহল ৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকালই জানিয়ে দিয়েছিলেন ৷ বৃহস্পতিবার জারি হল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, তীব্র দাবদাহে এগিয়ে আনা হল গরমের ছুটি ৷ শিক্ষা দফতর জানিয়েছে, আগামী সোমবার অর্থাৎ 22 এপ্রিল থেকেই পাহাড়ের স্কুলগুলি বাদে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি পড়ে যাচ্ছে । স্কুল খুলবে 2 জুন । ফলে এ বার 41 দিন গরমের ছুটি পেতে চলেছে রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়ারা ।

যদিও আপাতত খোলা থাকছে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকার স্কুলগুলি । পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত সেখানে যেমন ক্লাস চলছে, তেমনভাবেই ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা দফতর । শুধুমাত্র পড়ুয়ারা নয়, এই সময় দরকারে ছুটি নিতে পারবেন স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরাও । কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশকে মান্যতা দিয়ে তাঁদের ছুটি নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর ।

তবে এ দিন বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, দরকারে সিলেবাস শেষ করার জন্য স্কুল শুরু হওয়ার পর অতিরিক্ত ক্লাস দিয়ে ঘাটতি মিটিয়ে দেওয়া হবে । শিক্ষা দফতরের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে রাজ্যের শিক্ষা মহল । তবে আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা ৷

এ ব্যাপারে টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা ড. স্বাগতা বসাক বলেন, "একটা হিট ওয়েভ শুরু হয়েছে ৷ ফলে এই পরিস্থিতিতে ছুটি দেওয়াটা কাম্য । কিন্তু এক মাসের উপর যদি গরমের ছুটি থাকে, তাহলে পরবর্তীতে আমাদের উঁচু ক্লাসের জন্য সিলেবাস শেষ করাটা কঠিন হয়ে পড়ে । তাই আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন যদি স্কুলটা খুলে কিছু ক্লাস নেওয়া যায় তাহলে ভালো হয় ।"

একই কথা শোনা গেল পার্ক ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষকের মুখেও । প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "এখন স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা ঠিকই আছে । তবে আবহাওয়ার পরিবর্তন দেখলে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য যদি ফের স্কুল খোলার কথা বিবেচনা করা হয় তাহলে ভালো ।"

আরও পড়ুন:

  1. অসহ্য গরম, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহে
  2. নির্বাচনের দোসর গরম, ছুটি বাড়ল সরকারি স্কুলে
  3. সিলেবাস শেষ হবে তো ? গরমের ছুটি বাড়ায় উদ্বিগ্ন শিক্ষামহল

কলকাতা, 18 এপ্রিল: তীব্র দাবদাহের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হলেও, প্রয়োজনে পরে বাড়তি ক্লাস করানো হবে ৷ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিল শিক্ষা দফতর ৷ ছুটির সংখ্যা বাড়লে সিলেবাস শেষ হবে কি না, এই নিয়ে নানা মহলে যে আশঙ্কা তৈরি রয়েছে ৷ ফলে অতিরিক্ত ক্লাস করানোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মহল ৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকালই জানিয়ে দিয়েছিলেন ৷ বৃহস্পতিবার জারি হল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, তীব্র দাবদাহে এগিয়ে আনা হল গরমের ছুটি ৷ শিক্ষা দফতর জানিয়েছে, আগামী সোমবার অর্থাৎ 22 এপ্রিল থেকেই পাহাড়ের স্কুলগুলি বাদে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি পড়ে যাচ্ছে । স্কুল খুলবে 2 জুন । ফলে এ বার 41 দিন গরমের ছুটি পেতে চলেছে রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়ারা ।

যদিও আপাতত খোলা থাকছে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকার স্কুলগুলি । পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত সেখানে যেমন ক্লাস চলছে, তেমনভাবেই ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা দফতর । শুধুমাত্র পড়ুয়ারা নয়, এই সময় দরকারে ছুটি নিতে পারবেন স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরাও । কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশকে মান্যতা দিয়ে তাঁদের ছুটি নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর ।

তবে এ দিন বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, দরকারে সিলেবাস শেষ করার জন্য স্কুল শুরু হওয়ার পর অতিরিক্ত ক্লাস দিয়ে ঘাটতি মিটিয়ে দেওয়া হবে । শিক্ষা দফতরের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে রাজ্যের শিক্ষা মহল । তবে আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা ৷

এ ব্যাপারে টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা ড. স্বাগতা বসাক বলেন, "একটা হিট ওয়েভ শুরু হয়েছে ৷ ফলে এই পরিস্থিতিতে ছুটি দেওয়াটা কাম্য । কিন্তু এক মাসের উপর যদি গরমের ছুটি থাকে, তাহলে পরবর্তীতে আমাদের উঁচু ক্লাসের জন্য সিলেবাস শেষ করাটা কঠিন হয়ে পড়ে । তাই আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন যদি স্কুলটা খুলে কিছু ক্লাস নেওয়া যায় তাহলে ভালো হয় ।"

একই কথা শোনা গেল পার্ক ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষকের মুখেও । প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "এখন স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা ঠিকই আছে । তবে আবহাওয়ার পরিবর্তন দেখলে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য যদি ফের স্কুল খোলার কথা বিবেচনা করা হয় তাহলে ভালো ।"

আরও পড়ুন:

  1. অসহ্য গরম, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহে
  2. নির্বাচনের দোসর গরম, ছুটি বাড়ল সরকারি স্কুলে
  3. সিলেবাস শেষ হবে তো ? গরমের ছুটি বাড়ায় উদ্বিগ্ন শিক্ষামহল
Last Updated : Apr 18, 2024, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.