ETV Bharat / state

দিল্লিতে বসে রাত পুনর্দখলে সামিল সুখেন্দুশেখর রায়, মোমবাতি হাতে জানালেন প্রতিবাদ - Sukhendu Sekhar Roy

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 11:08 PM IST

RG Kar Doctor Rape and Murder: কলকাতা থেকে দূরে গিয়েও আন্দোলনে সামিল হলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ দিল্লির বাংলোর সামনে মোমবাতি হাতে রাত পুনর্দখলে সামিল হলেন তিনি ৷

RG Kar Doctor Rape and Murder
মোমবাতি হাতে জানালোন প্রতিবাদে সুখেন্দুশেখর (নিজস্ব চিত্র)

কলকাতা, 4 সেপ্টেম্বর: 14 অগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন মহিলাদের ডাকে রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তারপর থেকে কম বিতর্ক হয়নি। তবে মহিলাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলন থেকে সরে যাননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এমনকী এদিনও দুপুরেই তিনি রাজ্যের সাধারণ মানুষকে নিজেদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে সরব হওয়ার আবেদন করেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি লিখেছিলেন, "রাত পুনর্দখল করুন একই সঙ্গে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে মানুষের সম্মান নিয়ে বাঁচার যে মৌলিক অধিকার দেওয়া আছে তা-ও পুনর্দখল করুন।" এরপর বুধবার ফের রাত পুনর্দখল অভিযানেও যোগ দিলেন সুখেন্দুশেখর রায়। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। দিল্লিতে বসেই এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে রাত পুনর্দখলে শামিল হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এদিন ইটিভি ভারতের হাতে দিল্লিতে তৃণমূল সাংসদের এই কর্মসূচিতে যোগদানের ছবিও এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দিল্লির বাংলোর বাইরে মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হয়েছেন সুখেন্দু ৷

প্রসঙ্গত, আরজি করের ঘটনা ঘটার পরেই মেয়ের বাবা এবং নাতনির দাদু হিসাবে মেয়েদের এই রাত দখল কর্মসূচিকে সমর্থন করে জানিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। একইভাবে এদিন তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের এই সর্বাত্মক আন্দোলনকে তিনি সমর্থন করছেন। এটা সাধারণ মানুষের অধিকারের লড়াই। এই অধিকারের লড়াইয়ে তিনি আগেও মানুষের পাশে ছিলেন আগামী দিনেও থাকবেন।

কলকাতা, 4 সেপ্টেম্বর: 14 অগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন মহিলাদের ডাকে রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তারপর থেকে কম বিতর্ক হয়নি। তবে মহিলাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলন থেকে সরে যাননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এমনকী এদিনও দুপুরেই তিনি রাজ্যের সাধারণ মানুষকে নিজেদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে সরব হওয়ার আবেদন করেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি লিখেছিলেন, "রাত পুনর্দখল করুন একই সঙ্গে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে মানুষের সম্মান নিয়ে বাঁচার যে মৌলিক অধিকার দেওয়া আছে তা-ও পুনর্দখল করুন।" এরপর বুধবার ফের রাত পুনর্দখল অভিযানেও যোগ দিলেন সুখেন্দুশেখর রায়। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। দিল্লিতে বসেই এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে রাত পুনর্দখলে শামিল হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এদিন ইটিভি ভারতের হাতে দিল্লিতে তৃণমূল সাংসদের এই কর্মসূচিতে যোগদানের ছবিও এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দিল্লির বাংলোর বাইরে মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হয়েছেন সুখেন্দু ৷

প্রসঙ্গত, আরজি করের ঘটনা ঘটার পরেই মেয়ের বাবা এবং নাতনির দাদু হিসাবে মেয়েদের এই রাত দখল কর্মসূচিকে সমর্থন করে জানিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। একইভাবে এদিন তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের এই সর্বাত্মক আন্দোলনকে তিনি সমর্থন করছেন। এটা সাধারণ মানুষের অধিকারের লড়াই। এই অধিকারের লড়াইয়ে তিনি আগেও মানুষের পাশে ছিলেন আগামী দিনেও থাকবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.