ETV Bharat / state

হিন্দুরা হিংসা ছড়ায় না, রামনবমীর মিছিলে মমতাকে আক্রমণ সুকান্তর - Ram Navami - RAM NAVAMI

Sukanta Majumdar: রামনবমীর মিছিল থেকে মুখ্যমন্ত্রীর দাবিকে উড়িয়ে দিলেন সুকান্ত মজুমদার ৷ পালটা তাঁর দাবি, হিন্দুরা কখনই হিংসা ছড়ায় না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা বুঝতে হবে।

Ram Navami
Ram Navami
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 8:40 PM IST

Updated : Apr 17, 2024, 9:32 PM IST

বালুরঘাটে রামনবমীর মিছিলে সুকান্ত মজুমদার

বালুরঘাট, 17 এপ্রিল: আজ রামনবমীকে বিজেপি হিংসা ছড়াতে পারে ৷ এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রামনবমীর মিছিল থেকে মমতার সেই দাবির পালটা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার । তিনি বুধবার বলেন, "মুখ্যমন্ত্রী ওঁরা বলতে বোধহয় হিন্দুদের বুঝিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীকে কিন্তু বুঝতে হবে হিন্দুরা কখনই সাম্প্রদায়িক হিংসায় মদত দেয় না । আমাদের কাছে এরকম কোনও খবর নেই যে হিন্দুদের মিছিল থেকে কখনও কোনও অন্যধর্মের প্রতিষ্ঠানের উপর আঘাত করা হয়েছে ।"

প্রায় 500 বছর পর অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরের শুরু থেকেই রামলালার আবেগ ও উচ্ছ্বাসে ভাসছিল দেশ । রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী আজ ৷ তার উপর বুধবারই বালুরঘাটে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাযথ মর্যাদার সঙ্গে রামনবমী উদযাপন করবার কথা বলে গিয়েছেন । প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে মান্যতা দিয়ে বুধবার বালুরঘাটে মহাসমারহে রামনবমী পালন করলেন সুকান্ত মজুমদার ।

বালুরঘাটের বিজেপি মহলে আজ রামনবমীকে ঘিরে আলাদা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গিয়েছে । এদিন সকালে সুকান্তের নেতৃত্বে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে একত্রিত হয়ে মিছিল শুরু করে । রামনবমীর সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি মানুষের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছোড়েন সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতা-নেত্রীরা । আগামী 26 এপ্রিল বালুরঘাটে দ্বিতীয় দফায় ভোট ৷ সেইদিকে লক্ষ্য রেখে রামনবমীর আবেগকে কাজে লাগাতে চেষ্টার কোন ফাঁক রাখতে নারাজ সুকান্ত-সহ বিজেপি দল ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

এদিন সুকান্ত জানান, হিন্দু ধর্মের মানুষরা তো আজ রামনবমী পালন করছেই, এমনকী অন্য ধর্মের মানুষরাও আজ রামনবমীতে সামিল হয়েছে । তিনি বলেন," রাম সবার । সবাই রামনবমী শ্রদ্ধার সঙ্গে পালন করে ।" এবার প্রথম অযোধ্যায় রামনবমীতে রামলালার দর্শন পাওয়া যাবে, যা সবার কাছে একটু আলাদা আবেগের হাওয়া বইছে । যদিও তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা-নেত্রী কিছু মানুষের মধ্যে ভোট ব্যাংক বজায় রাখতে রামকে নিয়ে ভয় দেখায় । কিন্তু রাম সবার কাছে শ্রদ্ধার ও পূজিত ।

আরও পড়ুন:

  1. রাম সবার ! শিলিগুড়িতে একই মিছিলে হেঁটে সৌজন্যের নজির তৃণমূল-বিজেপির
  2. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
  3. আইনশৃঙ্খলা রক্ষা করতে না পেরে রামনবমীর শোভাযাত্রায় বাধা দিচ্ছে মমতার সরকার, অভিযোগ দিলীপ ঘোষের

বালুরঘাটে রামনবমীর মিছিলে সুকান্ত মজুমদার

বালুরঘাট, 17 এপ্রিল: আজ রামনবমীকে বিজেপি হিংসা ছড়াতে পারে ৷ এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রামনবমীর মিছিল থেকে মমতার সেই দাবির পালটা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার । তিনি বুধবার বলেন, "মুখ্যমন্ত্রী ওঁরা বলতে বোধহয় হিন্দুদের বুঝিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীকে কিন্তু বুঝতে হবে হিন্দুরা কখনই সাম্প্রদায়িক হিংসায় মদত দেয় না । আমাদের কাছে এরকম কোনও খবর নেই যে হিন্দুদের মিছিল থেকে কখনও কোনও অন্যধর্মের প্রতিষ্ঠানের উপর আঘাত করা হয়েছে ।"

প্রায় 500 বছর পর অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরের শুরু থেকেই রামলালার আবেগ ও উচ্ছ্বাসে ভাসছিল দেশ । রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী আজ ৷ তার উপর বুধবারই বালুরঘাটে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাযথ মর্যাদার সঙ্গে রামনবমী উদযাপন করবার কথা বলে গিয়েছেন । প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে মান্যতা দিয়ে বুধবার বালুরঘাটে মহাসমারহে রামনবমী পালন করলেন সুকান্ত মজুমদার ।

বালুরঘাটের বিজেপি মহলে আজ রামনবমীকে ঘিরে আলাদা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গিয়েছে । এদিন সকালে সুকান্তের নেতৃত্বে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে একত্রিত হয়ে মিছিল শুরু করে । রামনবমীর সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি মানুষের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছোড়েন সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতা-নেত্রীরা । আগামী 26 এপ্রিল বালুরঘাটে দ্বিতীয় দফায় ভোট ৷ সেইদিকে লক্ষ্য রেখে রামনবমীর আবেগকে কাজে লাগাতে চেষ্টার কোন ফাঁক রাখতে নারাজ সুকান্ত-সহ বিজেপি দল ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

এদিন সুকান্ত জানান, হিন্দু ধর্মের মানুষরা তো আজ রামনবমী পালন করছেই, এমনকী অন্য ধর্মের মানুষরাও আজ রামনবমীতে সামিল হয়েছে । তিনি বলেন," রাম সবার । সবাই রামনবমী শ্রদ্ধার সঙ্গে পালন করে ।" এবার প্রথম অযোধ্যায় রামনবমীতে রামলালার দর্শন পাওয়া যাবে, যা সবার কাছে একটু আলাদা আবেগের হাওয়া বইছে । যদিও তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা-নেত্রী কিছু মানুষের মধ্যে ভোট ব্যাংক বজায় রাখতে রামকে নিয়ে ভয় দেখায় । কিন্তু রাম সবার কাছে শ্রদ্ধার ও পূজিত ।

আরও পড়ুন:

  1. রাম সবার ! শিলিগুড়িতে একই মিছিলে হেঁটে সৌজন্যের নজির তৃণমূল-বিজেপির
  2. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
  3. আইনশৃঙ্খলা রক্ষা করতে না পেরে রামনবমীর শোভাযাত্রায় বাধা দিচ্ছে মমতার সরকার, অভিযোগ দিলীপ ঘোষের
Last Updated : Apr 17, 2024, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.