ETV Bharat / state

নবান্ন অভিযানে আটকদের মুক্তির দাবি, সুকান্তের নেতৃত্বে লালবাজারে ধুন্ধুমার বিজেপি'র - Sukanta Majumdar Dharna at Lalbazar - SUKANTA MAJUMDAR DHARNA AT LALBAZAR

Sukanta Majumdar Dharna at Lalbazar: বিজেপির লালবাজার ঘেরাও ৷ নবান্ন অভিযান থেকে ধৃত আন্দোলনকারীদের দ্রুত মুক্তির দাবিতে বিকেল থেকে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar Dharna at Lalbazar
বিজেপির লালবাজারে অভিযানে ধুন্ধুমার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 6:07 PM IST

Updated : Aug 27, 2024, 8:37 PM IST

কলকাতা, 27 অগস্ট: দ্রুত মুক্তি দিতে হবে নবান্ন অভিযানে ধৃত আন্দোলনকারীদের ৷ এই দাবিতে এবার লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর ধুন্ধুমার বাঁধল এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ৷

সুকান্তের নেতৃত্বে লালবাজারে ধুন্ধুমার বিজেপি'র (নিজস্ব ভিডিয়ো)

আজ মুরলীধর সেন স্ট্রিটের পার্টি অফিস থেকে মিছিল করে লালবাজারে যান সুকান্ত মজুমদার এবং উত্তর কলকাতা জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ তবে, তাঁদের লালবাজারের 50 মিটার দূরে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ ৷ সেখানে পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায় ৷ প্রায় কয়েকশো বিজেপি কর্মী সেখানে জমায়েত করেন ৷ পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ-সহ সেখানে কলকাতা পুলিশের বাহিনী নামানো হয়েছে ৷

লালবাজারের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপির নেতা কর্মীরা ৷ সেখানে বিজেপির মহিলা মোর্চার সদস্যদেরও দেখা যায় ৷ লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির প্রথম সারির নেত্রীরা লালবাজার অভিযানে সামিল হন ৷ ব্যারিকেড ভেঙে এগনোর সময় পুলিশের সঙ্গে হাতাহাতি হয় তাঁদের ৷ এমনকি বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ লাঠির আঘাতে আহত হয়েছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ এরপরেই কাঁদানে গ্যাসের সেল ও জল কামান ছোড়ে পুলিশ ৷ এই সময় সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন বলে খবর ৷ তাঁকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় ৷

তবে, বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি চলতে থাকে ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নবান্ন অভিযানের ডাক দেয় ৷ এদিন বেলা সাড়ে 12টার পর থেকেই হাওড়া ও কলকাতা-সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে নবান্ন অভিযানে অংশ নেওয়া আন্দোলনকারীদের হাতাহাতি শুরু হয়ে যায় ৷

কলকাতার দিকে হেস্টিংস থেকে দ্বিতীয় হুগলি সেতু এবং কলেজ স্ট্রিট থেকে হাওড়া ব্রিজের দিকে দু’টি মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় ৷ দু’টি মিছিল পুলিশের তরফে ব্যারিকেড করে আটকানো হয় ৷ বিশেষত, হেস্টিংসের সামনে ব্যারিকেডের পর কন্টেনার দিয়ে রাস্তা আটকে দেয় কলকাতা পুলিশ ৷ আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে জলকামান ও কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ৷ একাধিক আন্দোলনকারী এর জেরে অসুস্থ হয়ে পড়েন ৷ অনেককে সেখান থেকে আটক করা হয় ৷ কলেজ স্ট্রিট থেকে বড়বাজার হয়ে যে মিছিল নবান্নের দিকে এগোচ্ছিল, সেখান থেকেও অনেককে আটক করেছে পুলিশ ৷

Sukanta Majumdar Dharna at Lalbazar
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অবস্থানে আন্দোলনকারীরা ৷ (নিজস্ব চিত্র)

এই দুই জায়গা থেকে আটক আন্দোলনকারীদের ছাড়ানোর দাবিতেই বিকেলে কলকাতায় বিজেপির সদর দফতর থেকে মিছিল বের করেন সুকান্ত ৷ অন্যদিকে, নবান্ন অভিযানে অংশ নেওয়া আন্দোলনকারীদের উপর পুলিশ অত্যাচার চালিয়েছে ৷ এই অভিযোগে, ধর্মতলা মোড়ে অবরোধ করেন আন্দোলনকারীদের একাংশ ৷ রাস্তায় বসে পড়েন তাঁরা ৷ মূলত, মহিলারা এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন ৷ যার জেরে ধর্মতলায় যানজট তৈরি হয় ৷

কলকাতা, 27 অগস্ট: দ্রুত মুক্তি দিতে হবে নবান্ন অভিযানে ধৃত আন্দোলনকারীদের ৷ এই দাবিতে এবার লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর ধুন্ধুমার বাঁধল এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ৷

সুকান্তের নেতৃত্বে লালবাজারে ধুন্ধুমার বিজেপি'র (নিজস্ব ভিডিয়ো)

আজ মুরলীধর সেন স্ট্রিটের পার্টি অফিস থেকে মিছিল করে লালবাজারে যান সুকান্ত মজুমদার এবং উত্তর কলকাতা জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ তবে, তাঁদের লালবাজারের 50 মিটার দূরে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ ৷ সেখানে পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায় ৷ প্রায় কয়েকশো বিজেপি কর্মী সেখানে জমায়েত করেন ৷ পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ-সহ সেখানে কলকাতা পুলিশের বাহিনী নামানো হয়েছে ৷

লালবাজারের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপির নেতা কর্মীরা ৷ সেখানে বিজেপির মহিলা মোর্চার সদস্যদেরও দেখা যায় ৷ লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির প্রথম সারির নেত্রীরা লালবাজার অভিযানে সামিল হন ৷ ব্যারিকেড ভেঙে এগনোর সময় পুলিশের সঙ্গে হাতাহাতি হয় তাঁদের ৷ এমনকি বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ লাঠির আঘাতে আহত হয়েছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ এরপরেই কাঁদানে গ্যাসের সেল ও জল কামান ছোড়ে পুলিশ ৷ এই সময় সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন বলে খবর ৷ তাঁকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় ৷

তবে, বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি চলতে থাকে ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নবান্ন অভিযানের ডাক দেয় ৷ এদিন বেলা সাড়ে 12টার পর থেকেই হাওড়া ও কলকাতা-সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে নবান্ন অভিযানে অংশ নেওয়া আন্দোলনকারীদের হাতাহাতি শুরু হয়ে যায় ৷

কলকাতার দিকে হেস্টিংস থেকে দ্বিতীয় হুগলি সেতু এবং কলেজ স্ট্রিট থেকে হাওড়া ব্রিজের দিকে দু’টি মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় ৷ দু’টি মিছিল পুলিশের তরফে ব্যারিকেড করে আটকানো হয় ৷ বিশেষত, হেস্টিংসের সামনে ব্যারিকেডের পর কন্টেনার দিয়ে রাস্তা আটকে দেয় কলকাতা পুলিশ ৷ আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে জলকামান ও কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ৷ একাধিক আন্দোলনকারী এর জেরে অসুস্থ হয়ে পড়েন ৷ অনেককে সেখান থেকে আটক করা হয় ৷ কলেজ স্ট্রিট থেকে বড়বাজার হয়ে যে মিছিল নবান্নের দিকে এগোচ্ছিল, সেখান থেকেও অনেককে আটক করেছে পুলিশ ৷

Sukanta Majumdar Dharna at Lalbazar
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অবস্থানে আন্দোলনকারীরা ৷ (নিজস্ব চিত্র)

এই দুই জায়গা থেকে আটক আন্দোলনকারীদের ছাড়ানোর দাবিতেই বিকেলে কলকাতায় বিজেপির সদর দফতর থেকে মিছিল বের করেন সুকান্ত ৷ অন্যদিকে, নবান্ন অভিযানে অংশ নেওয়া আন্দোলনকারীদের উপর পুলিশ অত্যাচার চালিয়েছে ৷ এই অভিযোগে, ধর্মতলা মোড়ে অবরোধ করেন আন্দোলনকারীদের একাংশ ৷ রাস্তায় বসে পড়েন তাঁরা ৷ মূলত, মহিলারা এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন ৷ যার জেরে ধর্মতলায় যানজট তৈরি হয় ৷

Last Updated : Aug 27, 2024, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.