কলকাতা, 29 ফেব্রুয়ারি: অবশেষে পুলিশের জালে 'সন্দেশখালির বাঘ' শেখ শাহজাহান ৷ শাহজাহান গ্রেফতার হতেই আসরে নেমেছেন বিরোধী শিবির বিজেপি ৷ বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, বিজেপির ক্রমাগত আন্দোলনের জেরে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ ৷
এদিন তিনি বলেন, "বিজেপির ক্রমাগত আন্দোলনের কারণে এই সরকার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এতদিন শাহজাহানের বিষয়ে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সন্দেশখালি গ্রামে এমন কিছু হয়েছে বলেও তারা মেনে নিচ্ছেলেন না। আমি আগেই বলেছিলাম শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সরকারকে বাধ্য করব। আজ বিজেপি ও সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জেরে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়।"
বুধবার রাতেই তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ ৷ তিনি লেখেন, "সন্দেশখালির শয়তান শেখ শাহজাহানকে এতদিন মমতা সরকারের পুলিশ নিরাপদে রেখেছিল ৷ মমতা সরকারের পুলিশের সঙ্গে রফা হওয়ার পরেই তাঁকে বেড়মজুর-2 গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ শুধু তাই নয়, পুলিশ হেফাজতেও তাঁকে একাধিক সুযোগ-সুবিধার মধ্যে রাখা হবে ৷ ঠিক যেমন 5 স্টার হোটেলে দেওয়া হয় ৷ তাঁকে মোবাইল ব্যবহার করার সুযোগও দেওয়া হবে ৷ যেখানে তিনি ভার্চুয়ালি তাঁর দলের সদস্যদের নেতৃত্ব দিতে পারবে ৷" শুভেন্দু আরও বলেন, "এমনকী, উডবার্ন হাসপাতালে শাহজাহানের জন্য একটা বেড তৈরি রাখা হয়েছে ৷ যদি শাহজাহান সেখানে কিছুদিন সময় কাটাতে চায়, তার জন্য ৷"
বুধবার রাতে শুভেন্দু অধিকারীর এই পোস্টে শাহজাহানের গ্রেফতারি নিয়ে একটা অনুমান ধরা পড়ে ৷ তারপরেই বৃহস্পতিবার সকালে 55 দিনের টালবাহানার পর অবশেষে পুলিশ গ্রেফতার করল সন্দেশখালির সন্ত্রাসকে ৷ এদিন সকালে মিনাখাঁ থেকে গ্রেফতার হন তৃণমূল নেতা শাহজাহান শেখ। তাঁকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মিনাখাঁ থানায় সাংবাদিক বৈঠক করে জানান রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।
আরও পড়ুন
1. 'আমাদের আইনি বাধা ছিল, ইডির ছিল না', শাহজাহানের গ্রেফতারির পর মন্তব্য পুলিশের
2. হাইকোর্টের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান
3. আদালতের 'বাধা' সরতেই পুলিশের জালে শাহজাহান, অভিষেককেই কৃতিত্ব কুণালের