ETV Bharat / state

স্বাধীনতার পর প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বালুরঘাটের কোনও সাংসদ - Sukanta Majumdar

Sukanta Becomes Cabinet Minister in New Modi Government: নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য হলেন সুকান্ত মজুমদার ৷ বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে পরপর দু’বার বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছেন ৷ স্বাধীনতার পর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা থেকে প্রথম কোনও সাংসদ কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য হলেন ৷

ETV BHARAT
কেন্দ্রীয় মন্ত্রী হলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 9:52 PM IST

বালুরঘাট, 9 জুন: স্বাধীনতার পর এবারই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভার কোনও সাংসদ ৷ বর্তমান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ৷ রবিবার বেলা 12টার পর এই খবর প্রচার হতেই খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি'র অন্দরে ও স্থানীয় বাসিন্দাদের ৷ আর হবে নাই বা কেন ! বালুরঘাটের নির্বাচিত কোনও প্রতিনিধি প্রথমবার কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন যে ! তবে, মন্ত্রী সুকান্ত মজুমদারের পরিবার কী বলছে ? ইটিভি ভারত কথা বলেছিল সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী এবং তাঁর মা নিবেদিতা মজুমদারের সঙ্গে ৷

মন্ত্রী সুকান্ত মজুমদারের উপর পূর্ণ আস্থা পরিবারের ৷ (ইটিভি ভারত)

কোয়েল চৌধুরী মজুমদার জানান, সুকান্ত মজুমদার নিজেই বেলা 12টা নাগাদ ফোন করে মন্ত্রিত্ব পাওয়ার খবর দেন ৷ তবে, ইচ্ছে ছিল স্বামীর শপথের অনুষ্ঠানে উপস্থিত থাকার ৷ কিন্তু, শেষ মুহূর্তে সব চূড়ান্ত হওয়ায় তা আর হল না ৷ কোয়েলের বিশ্বাস এতদিন যেভাবে রাজ্য সভাপতি হিসেবে কঠোর পরিশ্রম করেছেন, এবার মন্ত্রী হিসেবে আরও পরিশ্রম করবেন সুকান্ত ৷ বিশেষত, দক্ষিণ দিনাজপুরের মতো পিছিয়ে পড়া জেলার উন্নয়নের কাজে মন্ত্রী সুকান্তর দায়িত্ব আরও অনেক বাড়ল বলে জানান তিনি ৷ পরিশ্রম করতে পিছুপা না-হওয়া সুকান্ত মজুমদার এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এই বিশ্বাস রয়েছে স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারের ৷

নিবেদিতা মজুমদার জানান, ছোটবেলা থেকেই মনোসংযোগ প্রশ্নে সবার থেকে আলাদা সুকান্ত ৷ যে কাজ হাতে নেন তা ধৈর্য ধরে শেষ করেন ৷ আর পরিশ্রমের ক্ষেত্রে ছেলেকে একশোতে একশো দিচ্ছেন নিবেদিতা মজুমদার ৷ ছেলের সঙ্গে শনিবার রাতে শেষবার কথা হয়েছিল ৷ টিভি দেখে এবং বৌমার থেকে জানতে পেরেছেন ছেলের মন্ত্রিত্ব পাওয়ার খবর ৷ মা হিসেবে খুবই খুশি তিনি ৷ প্রধানমন্ত্রী নিজে তাঁকে ডেকে কথা বলেছেন বলে জানান নিবেদিতা মজুমদার ৷

নিবেদিতা মজুমদার জানালেন, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই সারা বাংলা ঘুরে বেরিয়েছেন ৷ মাঝে মধ্যেই যেতে হয়েছে দিল্লিতে ৷ এবার সেখানে দায়িত্বটা আরও বেশি ৷ তবে, ভোট ঘোষণা হওয়ার আগে থেকে একদণ্ড বিশ্রাম নেননি সুকান্ত মজুমদার ৷ জানালেন, ভোটের ফলপ্রকাশের পরেও জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে ৷ তাঁর বিশ্বাস, এবার মন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার আরও বেশি পরিশ্রমী হয়ে উঠবেন ৷

বালুরঘাট, 9 জুন: স্বাধীনতার পর এবারই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভার কোনও সাংসদ ৷ বর্তমান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ৷ রবিবার বেলা 12টার পর এই খবর প্রচার হতেই খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি'র অন্দরে ও স্থানীয় বাসিন্দাদের ৷ আর হবে নাই বা কেন ! বালুরঘাটের নির্বাচিত কোনও প্রতিনিধি প্রথমবার কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন যে ! তবে, মন্ত্রী সুকান্ত মজুমদারের পরিবার কী বলছে ? ইটিভি ভারত কথা বলেছিল সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী এবং তাঁর মা নিবেদিতা মজুমদারের সঙ্গে ৷

মন্ত্রী সুকান্ত মজুমদারের উপর পূর্ণ আস্থা পরিবারের ৷ (ইটিভি ভারত)

কোয়েল চৌধুরী মজুমদার জানান, সুকান্ত মজুমদার নিজেই বেলা 12টা নাগাদ ফোন করে মন্ত্রিত্ব পাওয়ার খবর দেন ৷ তবে, ইচ্ছে ছিল স্বামীর শপথের অনুষ্ঠানে উপস্থিত থাকার ৷ কিন্তু, শেষ মুহূর্তে সব চূড়ান্ত হওয়ায় তা আর হল না ৷ কোয়েলের বিশ্বাস এতদিন যেভাবে রাজ্য সভাপতি হিসেবে কঠোর পরিশ্রম করেছেন, এবার মন্ত্রী হিসেবে আরও পরিশ্রম করবেন সুকান্ত ৷ বিশেষত, দক্ষিণ দিনাজপুরের মতো পিছিয়ে পড়া জেলার উন্নয়নের কাজে মন্ত্রী সুকান্তর দায়িত্ব আরও অনেক বাড়ল বলে জানান তিনি ৷ পরিশ্রম করতে পিছুপা না-হওয়া সুকান্ত মজুমদার এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এই বিশ্বাস রয়েছে স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারের ৷

নিবেদিতা মজুমদার জানান, ছোটবেলা থেকেই মনোসংযোগ প্রশ্নে সবার থেকে আলাদা সুকান্ত ৷ যে কাজ হাতে নেন তা ধৈর্য ধরে শেষ করেন ৷ আর পরিশ্রমের ক্ষেত্রে ছেলেকে একশোতে একশো দিচ্ছেন নিবেদিতা মজুমদার ৷ ছেলের সঙ্গে শনিবার রাতে শেষবার কথা হয়েছিল ৷ টিভি দেখে এবং বৌমার থেকে জানতে পেরেছেন ছেলের মন্ত্রিত্ব পাওয়ার খবর ৷ মা হিসেবে খুবই খুশি তিনি ৷ প্রধানমন্ত্রী নিজে তাঁকে ডেকে কথা বলেছেন বলে জানান নিবেদিতা মজুমদার ৷

নিবেদিতা মজুমদার জানালেন, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই সারা বাংলা ঘুরে বেরিয়েছেন ৷ মাঝে মধ্যেই যেতে হয়েছে দিল্লিতে ৷ এবার সেখানে দায়িত্বটা আরও বেশি ৷ তবে, ভোট ঘোষণা হওয়ার আগে থেকে একদণ্ড বিশ্রাম নেননি সুকান্ত মজুমদার ৷ জানালেন, ভোটের ফলপ্রকাশের পরেও জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে ৷ তাঁর বিশ্বাস, এবার মন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার আরও বেশি পরিশ্রমী হয়ে উঠবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.