কলকাতা, 6 জুন: দিল্লিতে বিজেপি সংসদীয় দলের বৈঠক বসছে শুক্রবার ৷ আর সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন রাজ্যের 12 জন জয়ী বিজেপি প্রার্থী ৷ সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে যেতে পারেন দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও ৷ রাজ্যের 12 জন বিজয়ী বিজেপি সাংসদদের ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার রাতেই দিল্লির উদ্যেশে রওনা হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সদ্য প্রকাশিত হয়েছে 2024 সালের লোকসভা ভোটের ফল। দেশ তথা রাজ্যে তেমন ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। তবে 'অব কি বার 400 পার' না হলেও দেশ জুড়ে গেরুয়া শিবিরের এখন তাঁদের নেতা নরেন্দ্র মোদি যে তৃতীয় বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন তাতেই সন্তুষ্ট আপামর গেরুয়া ব্রিগেড। আর 9 জুন রবিবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির তৃতীয়বার শপথ গ্রহণের আগেই আগামিকাল শুক্রবার দেশের সমস্ত জয়ী বিজেপি সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গ থেকেও যাচ্ছেন 12 জন বিজয়ী সাংসদ। আজ রাত 9টা 17 মিনিটের বিমানে দিল্লি পৌঁছে যাবেন সাংসদরা। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন কি না, তা এখনও চূড়ান্তভাবে কিছু জানা সম্ভব হয়নি ৷
দলীয় সূত্রে খবর, বিজয়ী সাংসদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের সামগ্রিক ফলাফল এবং আগামীর পথ নির্দেশ নিয়েও আলোচনা হতে পারে দিল্লিতে। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যসভা ও লোকসভার নবনির্বাচিত সাংসদরা। জানা গিয়েছে, আগামিকালের বৈঠকে রাজ্যের বিধানসভার নেতাদেরও ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে যোগী আদিত্যনাথও কাল দিল্লির বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর।