ETV Bharat / state

'দিদি আমাদের বহিরাগত বললেন কোন যুক্তিতে?' সন্দেশখালির মহিলাদের ক্ষোভের মুখে দুই মন্ত্রী - TMC leader

TMC leader left area in face of women anger in Sandeshkhali: সন্দেশখালিতে এলাকাবাসীর অভিযোগের কথা শুনতে বসেছিলেন সুজিত-পার্থরা ৷ আর তাঁদের সামনেই শেখ শাহজাহান থেকে এলাকার বিধায়ক সুকুমার হাঁসদা, সকলের নামেই একাধিক অভিযোগ করলেন এলাকার মহিলারা ৷ খোদ মুখ্যমন্ত্রীকে নিয়ে রাগের কথাও শোনা গেল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 8:31 PM IST

Updated : Feb 24, 2024, 9:38 PM IST

সন্দেখালিতে মহিলাদের সঙ্গে কথা দুই মন্ত্রীর

সন্দেশখালি, 24 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে মহিলাদের অভিযোগের সামনে কার্যত নাজেহাল অবস্থা হল রাজ্যের দুই মন্ত্রীর। শনিবার সন্দেশখালির মহিলাদের অভাব-অভিযোগ শুনতে এসেছিলেন রাজ্যে দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক ৷ আর সেখানেই দুই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। উগড়ে দিলেন ক্ষোভ ৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বহিরাগত কেন বলেছেন সেই প্রশ্নও তুলেছেন মহিলারা। এসব দেখে-শুনে শেষে এলাকা ছাড়তে একপ্রকার বাধ্য হলেন রাজ্যের দুই মন্ত্রী ৷

এদিন সন্দেশখালিতে মহিলাদের ক্ষোভের কথা শুনতে বসেছিলেন সুজিত-পার্থরা ৷ আর তাঁদের হাতের নাগালে পেয়ে শেখ শাহজাহান থেকে এলাকার বিধায়ক সুকুমার হাঁসদা- সকলের নামেই অভিযোগ করলেন মহিলারা ৷ এমনকী শাহজাহানের পাশে দাঁড়ানো নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা গেল সন্দেশখালির মহিলাদের ৷ মহিলাদের অভিযোগ অশোক নগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তাঁদের গায়ের রঙ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদেরকে বহিরাগত বলেছিলেন ৷" এই প্রশ্নের উত্তরে আমতা আমতা করে মন্ত্রীদের বলতে শোনা গেল, "একটা অত্য়াচার হয়েছে। অস্বীকার করার কোনও জায়গা নেই ৷"

এদিন এলাকার মহিলারা বলেন, "দিদি (মুখ্যমন্ত্রী) বললেন কী করে আমরা বহিরাগত ? কর্মসংস্থান নেই এখানে ৷ কাজ করতে গিয়ে বাইরে থেকে কেউ কেউ শিখে এসেছেন হিন্দি ৷ আর কেউ একজন হিন্দি বললেই তিন্ বহিরাগত হয়ে যাবেন! আপনি মহিলা মুখ্যমন্ত্রী ৷ দিদি আমাদের পাশে দাঁড়াননি ৷ দিদি বারবার বলছেন, শাহজাহান দোষী না ৷" শুধু তাই নয়, মহিলাদের আরও দাবি, "সুকুমার মাহাত তো ফর্সা ! তাহলে তিনি কী করে এসসি-এসটি হলেন ? বিধায়কও তো আসেননি কোনওদিন এখানে ৷ তিনি শুধু শাহজাহানের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন ৷ কোনওদিন আমাদের অভাব-অভিযোগ শোনার দরকার মনে করেননি ?"

এরই মধ্যে মহিলাদের কথা শুনে প্রতিক্রিয়া দেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, "আপনাদের কেউ শিখিয়ে পাঠিয়েছে ৷" এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মহিলারা ৷ দুই মন্ত্রীকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ তাঁদের চিৎকারে চুপ করে বসে থাকেন পার্থ-সুজিতরা ৷ পরে সুজিত বসু বলেন, "অনেককেই আমরা সরিয়ে দিয়েছি ৷ দলের পাশাপাশি পদ থেকেও সরিয়ে দিয়েছি ৷ যাদের জমি গিয়েছিল তাদের মধ্যে 100 জনের জমি ফেরত দিয়েছি ৷ সবার জমি ফিরিয়ে দেওয়া হবে ৷ 254টা ঘটনার মধ্যে 100টা মিটে গিয়েছে ৷"

একই সঙ্গে মহিলাদের শান্ত করতে সুজিত বসু আরও বলেন, "একটা অত্য়াচার হয়েছে। অস্বীকার করার কোনও জায়গা নেই ৷ চার-পাঁচ জন সন্দেশখালির বদনাম করছে ৷ আপনাদের কথা বলার অধিকার আছে ৷ আপনাদের একটা কথাও অস্বীকার করছি না ৷" অন্যদিকে, শেখ শাহজাহান প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, "কলকাতা হাইকোর্ট যতক্ষণ না বলবে ততক্ষণ শাহজাহানের কিছু করতে পারবে না রাজ্য পুলিশ ৷ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করেছে ইডি ৷ ইডি ধরতে না পারলে অন্যরা কী করবে ? হাইকোর্টের উপরে কেউ যেতে পারবে না ৷ আপনাদের কথা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব ৷"

আরও পড়ুন

জমি আদায়ে রাস্তায় বসলে সঙ্গে থাকবেন, সন্দেশখালির বাড়ি বাড়ি ঘুরে জানতে চাইছেন মীনাক্ষী-ধ্রুবজ্যোতিরা

ক্যাম্প বসাচ্ছি, অভিযোগ জানান; নিজের হাতে আইন তুলে নিলে অসুবিধা আছে: সন্দেশখালিতে ডিজি

সন্দেখালিতে মহিলাদের সঙ্গে কথা দুই মন্ত্রীর

সন্দেশখালি, 24 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে মহিলাদের অভিযোগের সামনে কার্যত নাজেহাল অবস্থা হল রাজ্যের দুই মন্ত্রীর। শনিবার সন্দেশখালির মহিলাদের অভাব-অভিযোগ শুনতে এসেছিলেন রাজ্যে দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক ৷ আর সেখানেই দুই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। উগড়ে দিলেন ক্ষোভ ৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বহিরাগত কেন বলেছেন সেই প্রশ্নও তুলেছেন মহিলারা। এসব দেখে-শুনে শেষে এলাকা ছাড়তে একপ্রকার বাধ্য হলেন রাজ্যের দুই মন্ত্রী ৷

এদিন সন্দেশখালিতে মহিলাদের ক্ষোভের কথা শুনতে বসেছিলেন সুজিত-পার্থরা ৷ আর তাঁদের হাতের নাগালে পেয়ে শেখ শাহজাহান থেকে এলাকার বিধায়ক সুকুমার হাঁসদা- সকলের নামেই অভিযোগ করলেন মহিলারা ৷ এমনকী শাহজাহানের পাশে দাঁড়ানো নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা গেল সন্দেশখালির মহিলাদের ৷ মহিলাদের অভিযোগ অশোক নগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তাঁদের গায়ের রঙ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদেরকে বহিরাগত বলেছিলেন ৷" এই প্রশ্নের উত্তরে আমতা আমতা করে মন্ত্রীদের বলতে শোনা গেল, "একটা অত্য়াচার হয়েছে। অস্বীকার করার কোনও জায়গা নেই ৷"

এদিন এলাকার মহিলারা বলেন, "দিদি (মুখ্যমন্ত্রী) বললেন কী করে আমরা বহিরাগত ? কর্মসংস্থান নেই এখানে ৷ কাজ করতে গিয়ে বাইরে থেকে কেউ কেউ শিখে এসেছেন হিন্দি ৷ আর কেউ একজন হিন্দি বললেই তিন্ বহিরাগত হয়ে যাবেন! আপনি মহিলা মুখ্যমন্ত্রী ৷ দিদি আমাদের পাশে দাঁড়াননি ৷ দিদি বারবার বলছেন, শাহজাহান দোষী না ৷" শুধু তাই নয়, মহিলাদের আরও দাবি, "সুকুমার মাহাত তো ফর্সা ! তাহলে তিনি কী করে এসসি-এসটি হলেন ? বিধায়কও তো আসেননি কোনওদিন এখানে ৷ তিনি শুধু শাহজাহানের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন ৷ কোনওদিন আমাদের অভাব-অভিযোগ শোনার দরকার মনে করেননি ?"

এরই মধ্যে মহিলাদের কথা শুনে প্রতিক্রিয়া দেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, "আপনাদের কেউ শিখিয়ে পাঠিয়েছে ৷" এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মহিলারা ৷ দুই মন্ত্রীকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ তাঁদের চিৎকারে চুপ করে বসে থাকেন পার্থ-সুজিতরা ৷ পরে সুজিত বসু বলেন, "অনেককেই আমরা সরিয়ে দিয়েছি ৷ দলের পাশাপাশি পদ থেকেও সরিয়ে দিয়েছি ৷ যাদের জমি গিয়েছিল তাদের মধ্যে 100 জনের জমি ফেরত দিয়েছি ৷ সবার জমি ফিরিয়ে দেওয়া হবে ৷ 254টা ঘটনার মধ্যে 100টা মিটে গিয়েছে ৷"

একই সঙ্গে মহিলাদের শান্ত করতে সুজিত বসু আরও বলেন, "একটা অত্য়াচার হয়েছে। অস্বীকার করার কোনও জায়গা নেই ৷ চার-পাঁচ জন সন্দেশখালির বদনাম করছে ৷ আপনাদের কথা বলার অধিকার আছে ৷ আপনাদের একটা কথাও অস্বীকার করছি না ৷" অন্যদিকে, শেখ শাহজাহান প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, "কলকাতা হাইকোর্ট যতক্ষণ না বলবে ততক্ষণ শাহজাহানের কিছু করতে পারবে না রাজ্য পুলিশ ৷ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করেছে ইডি ৷ ইডি ধরতে না পারলে অন্যরা কী করবে ? হাইকোর্টের উপরে কেউ যেতে পারবে না ৷ আপনাদের কথা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব ৷"

আরও পড়ুন

জমি আদায়ে রাস্তায় বসলে সঙ্গে থাকবেন, সন্দেশখালির বাড়ি বাড়ি ঘুরে জানতে চাইছেন মীনাক্ষী-ধ্রুবজ্যোতিরা

ক্যাম্প বসাচ্ছি, অভিযোগ জানান; নিজের হাতে আইন তুলে নিলে অসুবিধা আছে: সন্দেশখালিতে ডিজি

Last Updated : Feb 24, 2024, 9:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.