বোলপুর, 1 এপ্রিল: মেসেজে 'নাইট স্টে' করতে বলা অধ্যাপকের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা ৷ জানা গিয়েছে, আরবি বিভাগের অভিযুক্ত অতিথি অধ্যাপককে তাঁর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে ৷ এরপর ঘরে তালা ঝুলিয়ে দিয়ে, তাঁকে অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা ৷ প্রসঙ্গত, অভিযোগ উঠেছে পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার বদলে ছাত্রীদের কুপ্রস্তাব দিতেন ওই অধ্যাপক ৷ তাঁর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন 3 ছাত্রী ৷
বিশ্বভারতীর ভাষা ভবনের অন্তর্গত আরবি বিভাগের অতিথি অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ৷ দীর্ঘদিন ধরে ছাত্রীদের মেসেজে রাতে তাঁর কাছে যাওয়ার প্রস্তাব দিচ্ছিলেন ওই অধ্যাপক ৷ অভিযোগ পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়া, কখনও বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের 'নাইট-স্টে' করতে বলে মেসেজ করেছেন ওই অতিথি অধ্যাপক ৷
এই বিষয়টিতে গত 28 মার্চ বিশ্বভারতীর ইন্টারনাল কমপ্লেন কমিটিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন 3 ছাত্রী ৷ পরে শান্তিনিকেতন থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা ৷ কিন্তু, অভিযোগকারী পড়ুয়াদের অভিযোগ, এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ ও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি ৷ তারই প্রতিবাদে আজ অভিযুক্ত অতিথি অধ্যাপককে তাঁর ঘর থেকে বের করে দেওয়া হয় ও ঘরে তালা ঝুলিয়ে দেয় একাংশ পড়ুয়া ৷ পরে আরবি বিভাগের সামনে অধ্যাপকের বহিষ্কারের দাবিতে চলতে থাকে বিক্ষোভ ৷ এই ঘটনায় বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অভিযোগকারী ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে ৷
অভিযোগকারী ছাত্রীরা বলেন, "এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন থানার পুলিশ ওই অধ্যাপকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি ৷ তাই আমাদের বন্ধুরা তালা ঝুলিয়ে দিয়েছে ৷ ওই অধ্যাপককে না-সরালে, আমরা ক্লাস করব না ৷ রাতের পর রাত আমাদের মানসিক নির্যাতন করে মেসেজ করতেন ৷ আমরা ওনার কাছে ক্লাস করব না ৷"
আরও পড়ুন: