ETV Bharat / state

অ্যাডমিশন পোর্টাল খুললেও ই-মেলে ওটিপি আসছে দেরিতে, সুরাহা মিলছে কীভাবে? - College Admission Portal

Centralised Admission Portal: কেন্দ্রীয় পোর্টালে কলেজে ভর্তির প্রক্রিয়ায় প্রথম দিনেই সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা ৷ ইমেলে ওটিপি আসতে অনেকটা সময় নিচ্ছে ৷ ততক্ষণে পেরিয়ে যাচ্ছে ওটিপি পূরণ করার 48 সেকেন্ডের সময়সীমা ৷ পড়ুয়ারাই শেষে বের করল ওটিপি সমস্যার সমাধান ৷

Centralised Admission Porta
অনলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়ায় সমস্যা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 5:38 PM IST

কলকাতা, 24 জুন: ভর্তি শুরুর 24 ঘণ্টা কাটতে না কাটতে সমস্যা দেখা দিল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ৷ সেটি খুলতে সময় নিচ্ছে বেশ খানিকক্ষণ ৷ আবার যেনতেন প্রকারে পোর্টাল খুললেও ভর্তির জন্য ই-মেলে নির্দিষ্ট সময়ের মধ্যে আসছে না ওটিপি ৷ চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা ৷ বি.কম পড়ার জন্য আবেদন করা কৃষ্ণেন্দু দাস বলেন, "বহুবার চেষ্টা করছি ৷ কিন্তু কিছুতেই ওটিপি আসছে না । তাই বাকি কাজটাও করতে পারছি না ।"

Centralised Admission Porta
প্রথমে পোর্টাল খুললে এই পেজটা আসবে (নিজস্ব ছবি)

জিৎ ঘোষ নামে আরেক ছাত্রের কথায়, "আমি বেশ কিছু সাইবার ক্যাফেতে গিয়েও চেষ্টা করেছি । কিন্তু কিছুতেই ই-মেলে ওটিপি আসছে না । পোর্টালের হেল্পলাইন নম্বর বন্ধ ৷ ই-মেলে জানতে চাইছি কেন ওটিপি আসছে না ৷ 4 ঘণ্টা পেরিয়ে গেলেও সেখান থেকে কোনও উত্তর আসেনি ৷ অবশেষে আমি নিজে থেকেই মেসেজে আসা ওটিপি মেলের জায়গায় বসিয়ে দিয়েছি । তাতেই দেখলাম সমস্যার সমাধান হল ৷ দু'টো ওটিপি একই ৷"

Centralised Admission Porta
রেজিস্টার করতে হবে পড়ুয়াদের (নিজস্ব ছবি)

এ বছর থেকে রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া হয়েছে সম্পূর্ণ অনলাইন ৷ তার জন্য আগেই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ রবিবার রাত 12টা থেকে খুলে গিয়েছে সেই কলেজে ভর্তির পোর্টাল । তার মাধ্যমে নিজের পছন্দের মত কোর্স বা কলেজ বেছে নিতে পারছেন পড়ুয়ারা । রাত থেকে ভর্তির জন্য আবেদনের প্রক্রিয়া চালুও করে দিয়েছে ছাত্রছাত্রীরা । কিন্তু সেই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে ৷

কলেজে ভর্তির আবেদন করার প্রক্রিয়াতে প্রথমে banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে । সেখানে Centralised Admission Portal ট্যাবটি ক্লিক করতে হবে । অথবা সরাসরি wbcap.in এ যেতে হবে । পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করার জন্য প্রথমে রেজিস্টার করতে হচ্ছে পড়ুয়াদের ৷ তার জন্য দরকার পড়ছে ফোন নম্বর ও ইমেল আইডি ৷

Centralised Admission Porta
তারপর ফর্ম পূরণ করতে লাগবে ওটিপি (নিজস্ব ছবি)

রেজিস্টার করার পর তৈরি করতে হবে স্টুডেন্ট আইডি ৷ এর জন্য একটা পেজ খুলছে ৷ যেখানে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে ছাত্রছাত্রীদের । বেশ কিছু বিভাগ রয়েছে ৷ নিজের সম্পর্কিত সমস্ত তথ্য দিতে হচ্ছে সেখানে ৷ তার মধ্যে ফোন ও ইমেল ওটিপি যাচাইয়ের জায়গা থাকছে ৷ সেখানে ফোন নম্বর ও ইমেল আইডি দিলে সংশ্লিষ্ট ডিভাইসে ওটিপি আসবে ৷ তাতেই সমস্যা হচ্ছে ৷ সঠিক ইমেল আইডি দিলেও যথাসময়ে ওটিপি আসছে না বলে দাবি পড়ুয়াদের ৷ অথচ ওটিপি যাচাইয়ের সময়সীমা মাত্র 48 সেকেন্ড ৷ পড়ুয়াদের আরও দাবি, ফোন নম্বরে সময়ে ওটিপি এলেও ইমেলের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না ৷ অনেকক্ষণ সময় লাগছে ইমেলে ওটিপি আসতে ৷ অনেকের আবার ওটিপি আসছেই না ৷ তাই নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়ারা ।

শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় পোর্টালের ভর্তি সংক্রান্ত সমস্যা নিয়ে বহু পোস্ট করতে দেখা যাচ্ছে পড়ুয়াদের । এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে এসএফআই এবং এইআইডিএসও । এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয় ভর্তির পোর্টাল করা উচিত । এই পোর্টালের ন্যূনতম পরিকাঠামো নেই । সকাল থেকেই সমস্যা হচ্ছে । ঠিক মতো ওটিপি আসছে না । যদি ব্যবস্থা না-নেয় সরকার, এই ঘটনা বারবার ঘটবে । এই পোর্টালকে কেন্দ্র করে রাজ্য সরকার আরও একবার বঙ্গের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে ।"

কলকাতা, 24 জুন: ভর্তি শুরুর 24 ঘণ্টা কাটতে না কাটতে সমস্যা দেখা দিল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ৷ সেটি খুলতে সময় নিচ্ছে বেশ খানিকক্ষণ ৷ আবার যেনতেন প্রকারে পোর্টাল খুললেও ভর্তির জন্য ই-মেলে নির্দিষ্ট সময়ের মধ্যে আসছে না ওটিপি ৷ চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা ৷ বি.কম পড়ার জন্য আবেদন করা কৃষ্ণেন্দু দাস বলেন, "বহুবার চেষ্টা করছি ৷ কিন্তু কিছুতেই ওটিপি আসছে না । তাই বাকি কাজটাও করতে পারছি না ।"

Centralised Admission Porta
প্রথমে পোর্টাল খুললে এই পেজটা আসবে (নিজস্ব ছবি)

জিৎ ঘোষ নামে আরেক ছাত্রের কথায়, "আমি বেশ কিছু সাইবার ক্যাফেতে গিয়েও চেষ্টা করেছি । কিন্তু কিছুতেই ই-মেলে ওটিপি আসছে না । পোর্টালের হেল্পলাইন নম্বর বন্ধ ৷ ই-মেলে জানতে চাইছি কেন ওটিপি আসছে না ৷ 4 ঘণ্টা পেরিয়ে গেলেও সেখান থেকে কোনও উত্তর আসেনি ৷ অবশেষে আমি নিজে থেকেই মেসেজে আসা ওটিপি মেলের জায়গায় বসিয়ে দিয়েছি । তাতেই দেখলাম সমস্যার সমাধান হল ৷ দু'টো ওটিপি একই ৷"

Centralised Admission Porta
রেজিস্টার করতে হবে পড়ুয়াদের (নিজস্ব ছবি)

এ বছর থেকে রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া হয়েছে সম্পূর্ণ অনলাইন ৷ তার জন্য আগেই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ রবিবার রাত 12টা থেকে খুলে গিয়েছে সেই কলেজে ভর্তির পোর্টাল । তার মাধ্যমে নিজের পছন্দের মত কোর্স বা কলেজ বেছে নিতে পারছেন পড়ুয়ারা । রাত থেকে ভর্তির জন্য আবেদনের প্রক্রিয়া চালুও করে দিয়েছে ছাত্রছাত্রীরা । কিন্তু সেই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে ৷

কলেজে ভর্তির আবেদন করার প্রক্রিয়াতে প্রথমে banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে । সেখানে Centralised Admission Portal ট্যাবটি ক্লিক করতে হবে । অথবা সরাসরি wbcap.in এ যেতে হবে । পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করার জন্য প্রথমে রেজিস্টার করতে হচ্ছে পড়ুয়াদের ৷ তার জন্য দরকার পড়ছে ফোন নম্বর ও ইমেল আইডি ৷

Centralised Admission Porta
তারপর ফর্ম পূরণ করতে লাগবে ওটিপি (নিজস্ব ছবি)

রেজিস্টার করার পর তৈরি করতে হবে স্টুডেন্ট আইডি ৷ এর জন্য একটা পেজ খুলছে ৷ যেখানে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে ছাত্রছাত্রীদের । বেশ কিছু বিভাগ রয়েছে ৷ নিজের সম্পর্কিত সমস্ত তথ্য দিতে হচ্ছে সেখানে ৷ তার মধ্যে ফোন ও ইমেল ওটিপি যাচাইয়ের জায়গা থাকছে ৷ সেখানে ফোন নম্বর ও ইমেল আইডি দিলে সংশ্লিষ্ট ডিভাইসে ওটিপি আসবে ৷ তাতেই সমস্যা হচ্ছে ৷ সঠিক ইমেল আইডি দিলেও যথাসময়ে ওটিপি আসছে না বলে দাবি পড়ুয়াদের ৷ অথচ ওটিপি যাচাইয়ের সময়সীমা মাত্র 48 সেকেন্ড ৷ পড়ুয়াদের আরও দাবি, ফোন নম্বরে সময়ে ওটিপি এলেও ইমেলের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না ৷ অনেকক্ষণ সময় লাগছে ইমেলে ওটিপি আসতে ৷ অনেকের আবার ওটিপি আসছেই না ৷ তাই নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়ারা ।

শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় পোর্টালের ভর্তি সংক্রান্ত সমস্যা নিয়ে বহু পোস্ট করতে দেখা যাচ্ছে পড়ুয়াদের । এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে এসএফআই এবং এইআইডিএসও । এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয় ভর্তির পোর্টাল করা উচিত । এই পোর্টালের ন্যূনতম পরিকাঠামো নেই । সকাল থেকেই সমস্যা হচ্ছে । ঠিক মতো ওটিপি আসছে না । যদি ব্যবস্থা না-নেয় সরকার, এই ঘটনা বারবার ঘটবে । এই পোর্টালকে কেন্দ্র করে রাজ্য সরকার আরও একবার বঙ্গের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.