কলকাতা, 24 জানুয়ারি: মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করা হোক। বহুদূর থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসেন ৷ অত সকালে পরীক্ষা হলে তারা সময়মতো পৌঁছতে পারবে না। এই মর্মে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে ৷ বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, সব পক্ষের উপস্থিতিতেই শুনানি সম্ভব। তবে আগামীকাল শুনানি হতে পারে।
উল্লেখ্য, আগামী 2 ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৷ মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সেই পরীক্ষা বেলা 11.45 মিনিটের বদলে শুরু হবে সকাল 9.45 মিনিটে ৷ শেষ হবে বেলা 1টার সময়। প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে। এর আগে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো সকাল 11.45 মিনিটে ৷ শেষ হতো বেলা 3টে । চলতি বছরে সেই সময়ের আচমকা পরিবর্তন করা হয়েছে। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পড়ুয়ারা।
2024 সালে লোকসভা ভোট থাকায় মাধ্যমিক পরীক্ষার এগিয়ে আনা হয়েছে বলেই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ এছড়াও আরও বেশ কিছু কারণে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পড়ুয়ারা। এই মর্মে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি পডুয়াদের পক্ষ থেকে ৷ কেবল মাত্র বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করছে পডু়য়ারা ৷ প্রায় 21দিন এগিয়ে এসেছে পরীক্ষা ৷
মাধ্যমিকের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের পরীক্ষারও সময় পরিবর্তন হয়েছে ৷ এই বছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন একদশ শ্রেণির পরীক্ষা হবে না বলেও জানা গিয়েছে ৷ মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানান, হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষাও সকাল 9টা 45 মিনিটে শুর হবে ৷ শেষ হবে দুপুর 1টায় ৷ চলতি বছরে সেই সময়ের আচমকা পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: