ঘাটাল, 3 সেপ্টেম্বর: বেহাল স্কুল বিল্ডিং সংস্কারের দাবিতে রাজ্য সড়কের উপর বসে অভিভাবকদের সঙ্গে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ তাদের দাবি, অবিলম্বে নতুন ভবন করে দিতে হবে না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পরিদর্শক ।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ৷ আর এই ভগ্নপ্রায় স্কুলকে সারিয়ে তোলার দাবিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের অবরোধ করে বিক্ষোভে সামিল খুদে পড়ুয়ারা ৷ দীর্ঘক্ষণ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্কুল পরিদর্শক ও ঘাটাল থানার পুলিশ । ঘাটাল কোন্নগর এলাকায় প্রসন্নময়ী প্রাথমিক স্কুলের বেহাল দশা । বছরের পর বছর ধরে প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি । গত বছর বিল্ডিং সংস্কারের জন্য অবরোধ করেছিলেন পড়ুয়ারা । পরে প্রশাসনের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ উঠেছিল কিন্তু অভিযোগ, এক বছর কেটে গেলেও এখনও স্কুল বিল্ডিংয়ে কোনওরকম সংস্কার হয়নি । যার ফলে যে কোনও সময় স্কুলের মধ্যে ঘটতে পারে দুর্ঘটনা । অভিভাবকদের দাবি, প্রশাসনকে এসে দ্রুত স্কুল বিল্ডিং সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে তবেই উঠবে অবরোধ ।
পড়ুয়া-সহ অভিভাবকদের কথায়, "দীর্ঘদিন ধরে বেহাল এই স্কুল । প্রায় সময় ছাদের অংশ ভেঙে পড়ে । বহুবার এই নিয়ে আবেদন জানানো হয়েছে তবুও কোনও ব্যবস্থা নেয়নি সরকার পক্ষ । গত বছর এই নিয়ে আমরা রাস্তা অবরোধ করেছিলাম কিন্তু তাতেও সদুত্তর মেলেনি । তাই আজকে যতক্ষণ সরকার পক্ষ থেকে আশ্বাস পাচ্ছি ততক্ষণ আমরা বিক্ষোভ থেকে উঠব না ।"
এই বিষয়ে স্কুল পরিদর্শক সৌমেন দে বলেন,"স্কুলের একটি অংশ এই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে । এই নিয়ে আমরা উপর মহলে আবেদন করেছি বিষয়টা তারা খতিয়ে দেখছে । কিন্তু স্কুলের কাছে আবেদন করব এই ভগ্নপ্রায় পরিবেশে ক্লাস করাতে অসুবিধা হয় তাহলে আমরা অন্য স্কুলে এই বাচ্চাদের কিছুটা অংশ শিফট করে দেব ।"
স্কুলের এহেন অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন সহ শিক্ষিকা কৃষ্ণা দে প্রামাণিক ৷ তাঁর দাবি, বহুবার বলা সত্ত্বেও কাজ হচ্ছে না ৷ আমরা যেখানে জানানোর সব জায়গায় জানিয়েছি ৷ আমাদেরও তো জীবন হাতে ক্লাস করতে হচ্ছে ৷ আমরাও চাই দ্রুত স্কুল সংস্কার করা হোক ৷"