ETV Bharat / state

স্কুল থেকে ফেরার সময় ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে - Student raped returning from school

Student raped while returning from school: স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ৷ ঘটনায় একজনকে পারড়াও করেছে পুলিশ ৷ অন্যজন পলাতক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 3:30 PM IST

পাইকর, 7 মার্চ: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ ৷ দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, অভিযুক্ত দুই জনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানা এলাকায় ৷ এলাকার মানুষের সাহায্য নিয়ে পুলিশ ঘটনার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, বুধবার বিকেল তিনটে নাগাদ স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল পাইকর থানার নবম শ্রেণীর ওই নির্যাতিতা। বাড়ি সংলগ্ন রঘুরপুকুড় গ্রামে। স্কুল সংলগ্ন এলাকায় ওই ছাত্রী টোটো ধরার জন্য দাঁড়িয়েছিল। সেই সময় ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার নামে দুই যুবক তাকে মোটর বাইকে চাপিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এরপর এলাকারই একটি মাঠে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে দু'জনে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকারে এলাকার কয়েকজন মানুষ ছুটে গিয়ে এক যুবককে ধরে ফেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে। অন্যজনের বাড়ি গোয়ালমাল গ্রামে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাইকর ব্লক হাসপাতালে। বৃহস্পতিবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর মেডিকেল পরীক্ষাও করানো হয়। রাতে ছাত্রীর পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয় আটক যুবককে। পলাতক আরও এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নির্যাতিতা ওই ছাত্রী জানিয়েছে, সে অন্যান্য দিন টোটোতে চড়েই বাড়ি ফেরে। কিন্তু পরিচিত যুবকের কথায় বাইকে চড়ে বিপদে পড়তে হয়েছে তাকে। পকসো ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷ এক অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পাইকর, 7 মার্চ: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ ৷ দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, অভিযুক্ত দুই জনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানা এলাকায় ৷ এলাকার মানুষের সাহায্য নিয়ে পুলিশ ঘটনার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, বুধবার বিকেল তিনটে নাগাদ স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল পাইকর থানার নবম শ্রেণীর ওই নির্যাতিতা। বাড়ি সংলগ্ন রঘুরপুকুড় গ্রামে। স্কুল সংলগ্ন এলাকায় ওই ছাত্রী টোটো ধরার জন্য দাঁড়িয়েছিল। সেই সময় ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার নামে দুই যুবক তাকে মোটর বাইকে চাপিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এরপর এলাকারই একটি মাঠে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে দু'জনে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকারে এলাকার কয়েকজন মানুষ ছুটে গিয়ে এক যুবককে ধরে ফেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে। অন্যজনের বাড়ি গোয়ালমাল গ্রামে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাইকর ব্লক হাসপাতালে। বৃহস্পতিবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর মেডিকেল পরীক্ষাও করানো হয়। রাতে ছাত্রীর পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয় আটক যুবককে। পলাতক আরও এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নির্যাতিতা ওই ছাত্রী জানিয়েছে, সে অন্যান্য দিন টোটোতে চড়েই বাড়ি ফেরে। কিন্তু পরিচিত যুবকের কথায় বাইকে চড়ে বিপদে পড়তে হয়েছে তাকে। পকসো ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷ এক অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

হানিমুনে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি! হোটেল থেকে ঝাঁপ যুবতীর !

স্ত্রীকে খুন করে 100 ডায়াল, পুলিশের কাছে ধরা দিল অভিযুক্ত স্বামী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.