কলকাতা, 30 অগস্ট: নবান্ন অভিযানের রাতে গ্রেফতার হয়েছিলেন 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়ী ৷ সেই ঘটনায় আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন তিনি ৷ যেখানে তাঁর আইনজীবী সায়ন লাহিড়ীর দ্রুত জামিনের আবেদন জানিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁর গ্রেফতারি প্রসঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি ৷ তাঁর গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করা হয়েছে ৷
আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই জামিন মামলার শুনানি হবে ৷ আবেদনে সায়ন লাহিড়ীর আইনজীবী উল্লেখ করেছেন, নবান্ন অভিযানের পর একটি বেসরকারি টিভি চ্যানেলের শো থেকে বেরনোর পরই তাঁকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা বেআইনি ৷ এমনকি ওই ছাত্রনেতা কোনও দুষ্কৃতী নন ৷ তাঁকে গ্রেফতারের সময়, কোনও বেআইনি বা নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়নি ৷ তা সত্ত্বেও পুলিশ অতিসক্রিয় হয়ে সায়ন লাহিড়ীকে গ্রেফতার করেছে বলে মামলায় অভিযোগ করা হয় ৷
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নবান্ন অভিযানের ডাক দেয় ৷ সেই অভিযানে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা ৷ এমনকি পুলিশের উপর আক্রমণের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ যে ঘটনায় অসংখ্য আন্দোলনকারীকে গ্রেফতার করেছে হাওড়া ও কলকাতা পুলিশ ৷ নবান্ন অভিযানের পরেও, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় 27 অগস্টের নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে ৷
অন্যদিকে, বাংলার একাংশ বুদ্ধিজীবী আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ৷ আগামী 3 সেপ্টেম্বর বুদ্ধজীবীদের মিছিলে অনুমোদন দিচ্ছে না কলকাতা পুলিশ ৷ এই অভিযোগে মিছিলের অনুমতি চেয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয় ৷ রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিলের আয়োজন করেছেন তাঁরা ৷ 3 সেপ্টেম্বর বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই মিছিলের অনুমতি চাওয়া হয়েছে ৷ এই মামলার শুনানিও আজ দুপুরে হবে ৷