ETV Bharat / state

দূষণ রুখতে দিল্লির মতো বাংলাতেও জোড়-বিজোড় নম্বর অনুযায়ী গাড়ি চলবে? ভাবনায় পর্ষদ - KOLKATA AIR POLLUTION

গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ বছরের যে কোনও সময় বায়ু দূষণ নিয়ে সতর্কবার্তা পৌঁছবে পর্ষদের কাছে ৷

KOLKATA AIR POLLUTION
বায়ু দূষণ রুখতে দিল্লির গ্র্যাপ সিস্টেমে ভরসা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 8:52 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: দিল্লির দূষণ পরিস্থিতি দেখে প্রতিবছরই শিউড়ে উঠতে হয় গোটা দেশকে ৷ এবার রাজ্যের বেশ কিছু শহরের বায়ুদূষণ রীতিমতো অশনি সঙ্কেত দিচ্ছে ৷ এই অবস্থায় বায়ুদূষণ ঠেকাতে দিল্লির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ কলকাতা-সহ রাজ্যের একাধিক শহরে বাস্তবায়িত হতে চলেছে দিল্লি মডেল বা গ্র্যাপ সিস্টেম ৷ যার মাধ্যমে বাতাসের গুণগত মান পড়তে শুরু হলেই সতর্কবার্তা পৌঁছবে পর্ষদের কাছে ৷

শীত হোক বা বছরের যে কোনও সময়ে বাতাসের গুণগত মান অনুযায়ী বিভিন্ন পর্যায় একাধিক পদক্ষেপ নেবে কলকাতা পুরনিগম ও রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ এই পদ্ধতির নাম গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ ৷ সম্প্রতি এই সিস্টেম চালু হয়েছে কলকাতায় ৷ এর মাধ্যমে প্রতিদিন মাপা হবে বাতাসের মান ৷ বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করলেই দূষণ পর্ষদ ও পুরনিগমের কাছে পৌঁছাবে সতর্কবার্তা ৷ সেই মতো পরিস্থিতি বুঝে তারা ব্যবস্থা গ্রহণ করবে ৷

বাতাসের মান ঠিক রাখতে কী কী করতে হবে সেই পরামর্শও দেবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ তাদের পরামর্শ অনুযায়ী, পদক্ষেপ নেবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ ৷ রাজ্যে কলকাতা ছাড়াও দুর্গাপুর, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ির মতো শহরগুলিতে বায়ু দূষণ রীতিমত চিন্তার বিষয় ৷ এবার সেই দূষণ ঠেকাতেও গ্র‍্যাপ সিস্টেম ব্যবহার করা হবে ৷

কী এই দিল্লির গ্র্যাপ সিস্টেম ?

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, চারটি ভাগে বাতাসের গুণগত মান ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে ৷ গ্রেড ওয়ানে, বায়ু দূষণের সূচক (201-300) খারাপ হিসেবে চিহ্নিত করা হবে ৷ গ্রেড টু, (301-400) খুব খারাপ হিসেবে ধরা হবে ৷ গ্রেড থ্রি, (401-450) বিপজ্জনক হিসেবে ধরা হবে ৷ আর গ্রেড ফোর, বায়ু দূষণ সূচকে (451-র বেশি) ভয়ঙ্কর বা জরুরি পরিস্থিতি হিসেবে নির্ধারিত হবে ৷

গ্রেড ওয়ানে পদক্ষেপ হিসেবে গাছপাল থেকে শুরু করে রাস্তাঘাটে জল দেওয়া হবে ৷ বাতাসেও ওয়াটার স্প্রে করা হবে। নির্মাণ কাজে নিষেধাজ্ঞা আরোপ করবে পর্ষদ ৷ গ্রেড টু-তে, ডিজেল থেকে শুরু করে জ্বালানির ব্যবহার কমানো হবে ৷ রাস্তায় গাড়ির সংখ্যা কমবে ৷ গ্রেড থ্রি-র ক্ষেত্রে নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে ৷ পাথর ভাঙা, রাস্তা তৈরির কাঁচা মাল তৈরির প্ল্যান্ট ও ইটভাটা বন্ধ রাখার মতো পদক্ষেপ নেবে প্রশাসন ৷ গ্রেড ফোরের ক্ষেত্রে জোড়-বিজোড় হিসেবে রাস্তায় নামবে গাড়ি ৷ বন্ধ থাকবে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ৷ দিল্লির এই দূষণ নিয়ন্ত্রণ দাওয়াই লাগু হবে রাজ্যের বিভিন্ন শহুরে এলাকায় ৷ ইতিমধ্যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের শহরগুলিতে দূষণ নিয়ন্ত্রণে এই পদ্ধতি চালু হয়েছে ৷

রাজ্য দূষণ পর্ষদের এক আধিকারিকের কথায়, বাতাসের মান অনুযায়ী, দিনের বিভিন্ন সময় নির্দিষ্টভাবে বার্তা যাবে পুরনিগম, পুলিশ ও স্কুলের মতো একাধিক জায়গায় ৷ গোটাটা একটা বিশেষ সফটওয়্যার মাধ্যমে হবে ৷ কলকাতা পুরনিগম সূত্রে জানা গেছে, শহরের উত্তর থেকে দক্ষিণ, একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক রিমোট সেনসিং মেশিন বসবে ৷ তার মাধ্যমে গাড়ি, কারখানা, ও ডাল-পাতা জ্বালানোর ধোঁয়ার উৎস জানতে পারবে পুলিশ, কলকাতা পুরনিগম ও পর্ষদ ৷ সেই মতো দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷

কলকাতা, 9 ডিসেম্বর: দিল্লির দূষণ পরিস্থিতি দেখে প্রতিবছরই শিউড়ে উঠতে হয় গোটা দেশকে ৷ এবার রাজ্যের বেশ কিছু শহরের বায়ুদূষণ রীতিমতো অশনি সঙ্কেত দিচ্ছে ৷ এই অবস্থায় বায়ুদূষণ ঠেকাতে দিল্লির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ কলকাতা-সহ রাজ্যের একাধিক শহরে বাস্তবায়িত হতে চলেছে দিল্লি মডেল বা গ্র্যাপ সিস্টেম ৷ যার মাধ্যমে বাতাসের গুণগত মান পড়তে শুরু হলেই সতর্কবার্তা পৌঁছবে পর্ষদের কাছে ৷

শীত হোক বা বছরের যে কোনও সময়ে বাতাসের গুণগত মান অনুযায়ী বিভিন্ন পর্যায় একাধিক পদক্ষেপ নেবে কলকাতা পুরনিগম ও রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ এই পদ্ধতির নাম গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ ৷ সম্প্রতি এই সিস্টেম চালু হয়েছে কলকাতায় ৷ এর মাধ্যমে প্রতিদিন মাপা হবে বাতাসের মান ৷ বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করলেই দূষণ পর্ষদ ও পুরনিগমের কাছে পৌঁছাবে সতর্কবার্তা ৷ সেই মতো পরিস্থিতি বুঝে তারা ব্যবস্থা গ্রহণ করবে ৷

বাতাসের মান ঠিক রাখতে কী কী করতে হবে সেই পরামর্শও দেবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ তাদের পরামর্শ অনুযায়ী, পদক্ষেপ নেবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ ৷ রাজ্যে কলকাতা ছাড়াও দুর্গাপুর, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ির মতো শহরগুলিতে বায়ু দূষণ রীতিমত চিন্তার বিষয় ৷ এবার সেই দূষণ ঠেকাতেও গ্র‍্যাপ সিস্টেম ব্যবহার করা হবে ৷

কী এই দিল্লির গ্র্যাপ সিস্টেম ?

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, চারটি ভাগে বাতাসের গুণগত মান ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে ৷ গ্রেড ওয়ানে, বায়ু দূষণের সূচক (201-300) খারাপ হিসেবে চিহ্নিত করা হবে ৷ গ্রেড টু, (301-400) খুব খারাপ হিসেবে ধরা হবে ৷ গ্রেড থ্রি, (401-450) বিপজ্জনক হিসেবে ধরা হবে ৷ আর গ্রেড ফোর, বায়ু দূষণ সূচকে (451-র বেশি) ভয়ঙ্কর বা জরুরি পরিস্থিতি হিসেবে নির্ধারিত হবে ৷

গ্রেড ওয়ানে পদক্ষেপ হিসেবে গাছপাল থেকে শুরু করে রাস্তাঘাটে জল দেওয়া হবে ৷ বাতাসেও ওয়াটার স্প্রে করা হবে। নির্মাণ কাজে নিষেধাজ্ঞা আরোপ করবে পর্ষদ ৷ গ্রেড টু-তে, ডিজেল থেকে শুরু করে জ্বালানির ব্যবহার কমানো হবে ৷ রাস্তায় গাড়ির সংখ্যা কমবে ৷ গ্রেড থ্রি-র ক্ষেত্রে নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে ৷ পাথর ভাঙা, রাস্তা তৈরির কাঁচা মাল তৈরির প্ল্যান্ট ও ইটভাটা বন্ধ রাখার মতো পদক্ষেপ নেবে প্রশাসন ৷ গ্রেড ফোরের ক্ষেত্রে জোড়-বিজোড় হিসেবে রাস্তায় নামবে গাড়ি ৷ বন্ধ থাকবে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ৷ দিল্লির এই দূষণ নিয়ন্ত্রণ দাওয়াই লাগু হবে রাজ্যের বিভিন্ন শহুরে এলাকায় ৷ ইতিমধ্যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের শহরগুলিতে দূষণ নিয়ন্ত্রণে এই পদ্ধতি চালু হয়েছে ৷

রাজ্য দূষণ পর্ষদের এক আধিকারিকের কথায়, বাতাসের মান অনুযায়ী, দিনের বিভিন্ন সময় নির্দিষ্টভাবে বার্তা যাবে পুরনিগম, পুলিশ ও স্কুলের মতো একাধিক জায়গায় ৷ গোটাটা একটা বিশেষ সফটওয়্যার মাধ্যমে হবে ৷ কলকাতা পুরনিগম সূত্রে জানা গেছে, শহরের উত্তর থেকে দক্ষিণ, একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক রিমোট সেনসিং মেশিন বসবে ৷ তার মাধ্যমে গাড়ি, কারখানা, ও ডাল-পাতা জ্বালানোর ধোঁয়ার উৎস জানতে পারবে পুলিশ, কলকাতা পুরনিগম ও পর্ষদ ৷ সেই মতো দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.