কলকাতা, 14 জুলাই: আসন্ন 21 জুলাই নিয়ে এবার কড়া রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে ভবানী ভবনে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের এসপি ও এডিজি আইনশৃঙ্খলা-সহ একাধিক ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার পদের আধিকারিকরা।
ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, 21 জুলাইয়ের রাজ্যার শাসকদলের সমাবেশ পুলিশ গোটা বিষয়টি যাতে ভালোভাবে উতড়ে দেয় তার জন্য রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন ডিজি ৷ পাশাপাশি এও জানা গিয়েছে, সংশ্লিষ্ট মিটিংয়ে প্রত্যেক পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, ওই সময় যাতে কোনও অবৈধ্য কাজকর্ম কিংবা কোনও প্রকারের অনুপ্রবেশ না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে ৷ এই বিষয় রাজ্য পুলিশের এসটিএফকেও সতর্ক করেছেন ডিজি।
পাশাপাশি প্রত্যেকবার দেখা যায়, জেলা ও জেলাস্তর থেকে বাসে ঝুলে কিংবা বাসের ছাদে বসে অনেকেই আসেন। আর এর জেরে অনেকেই আহত হওয়ার ঘটনা ঘটে ৷ আবার মৃত্যুর ঘটনাও সামনে আসে। এই বিষয় ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় জানান, এই বিষয়ে রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগকে উদ্যোগ নিতে হবে। প্রত্যেকটি জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদের এই বিষয়টি ভালোভাবে দেখতে হবে যাতে কোনও দলীয় সমর্থক বাসের ছাদে উঠে প্রাণ হাতে করে না আসেন।
একই সঙ্গে, একুশে জুলাই-এর সকাল থেকেই অন্য জায়গায় ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা কোথাও যাতে কোনও রকমের যানজট না হয়, তার জন্য বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশও খুব দ্রুত একটি বৈঠক করবেন যাতে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের প্রত্যেক ডিভিশনের ডিসি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
শহরের যে সকল জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকরা এসে থাকবেন সেই সকল জায়গায় আগে থেকেই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও একুশে জুলাই এর দিন শহরকে সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।