ETV Bharat / state

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পরিষেবার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে শুভেচ্ছা রাজ্য সরকারের - Kanchanjungha Express Accident - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT

State Govt Hails North Bengal Medical College and Hospital: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর অভূতপূর্ব ভূমিকার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ধন্যবাদ জানাল রাজ্য সরকার ৷ 130 ইউনিটের মধ্যে 65 ইউনিট রক্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা দান করেন ৷

State Govt thanks North Bengal Medical College and Hospital
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 9:22 PM IST

Updated : Jun 22, 2024, 10:58 PM IST

শিলিগুড়ি, 22 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা ও অবদানের জন্য ধন্যবাদ জানাল রাজ্য সরকার। শনিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ওই শুভেচ্ছাবার্তা পাঠান। রাজ্য সরকারের তরফে ওই স্বীকৃতি পেয়ে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।

Siliguri News
রাজ্য সরকারের শুভেচ্ছা বার্তা (ইটিভি ভারত)

হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "এটা আমাদের কর্তব্য। আমরা চেয়েছিলাম প্রত্যেকটি প্রাণ বাঁচাতে। সত্যি বলতে ওই দিন হাসপাতালের প্রতিটি বিভাগের সমস্ত চিকিৎসক, নার্স থেকে সাফাই কর্মীরা যেভাবে এগিয়ে এসেছিলেন তা সত্যি অভাবনীয়। আমরা আহতদের খুব ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পেরেছি। রক্তের সংকট মেটাতে জুনিয়র চিকিৎসকরা পর্যন্ত এগিয়ে এসে রক্তদান করেছে। রাজ্যের এই স্বীকৃতি ও শুভেচ্ছা আগামীতেও আমাদের উদ্বুদ্ধ করবে।"

গত 17 জুন, সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নির্মলজোত গ্রামে রেল দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনার ফলে মৃত্যু হয় 10 জনের। আহত হয় অন্তত 40 জন। নিহত ও আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতির গভীরতা বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকেই সমস্ত পদক্ষেপ করে রাখে। এমারজেন্সি ওয়ার্ড, হেল্প ডেস্ক প্রস্তুত রাখা হয়েছিল।

ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় 130 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। যার মধ্যে 65 ইউনিট রক্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা দান করে। আহতদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল একটি পৃথক 50 বেডের ওয়ার্ড। সময় নষ্ট না-করে মেডিক্যাল বোর্ড গঠন করে গুরুতর আহতদের সেদিনই অপারেশন করা হয়। শুধু তাই নয়, নিহতদের পাশাপাশি আহতরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল হাসপাতালের তরফে। আর হাসপাতালের এই অবদানের জন্য রাজ্য সরকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

শিলিগুড়ি, 22 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা ও অবদানের জন্য ধন্যবাদ জানাল রাজ্য সরকার। শনিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ওই শুভেচ্ছাবার্তা পাঠান। রাজ্য সরকারের তরফে ওই স্বীকৃতি পেয়ে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।

Siliguri News
রাজ্য সরকারের শুভেচ্ছা বার্তা (ইটিভি ভারত)

হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "এটা আমাদের কর্তব্য। আমরা চেয়েছিলাম প্রত্যেকটি প্রাণ বাঁচাতে। সত্যি বলতে ওই দিন হাসপাতালের প্রতিটি বিভাগের সমস্ত চিকিৎসক, নার্স থেকে সাফাই কর্মীরা যেভাবে এগিয়ে এসেছিলেন তা সত্যি অভাবনীয়। আমরা আহতদের খুব ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পেরেছি। রক্তের সংকট মেটাতে জুনিয়র চিকিৎসকরা পর্যন্ত এগিয়ে এসে রক্তদান করেছে। রাজ্যের এই স্বীকৃতি ও শুভেচ্ছা আগামীতেও আমাদের উদ্বুদ্ধ করবে।"

গত 17 জুন, সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নির্মলজোত গ্রামে রেল দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনার ফলে মৃত্যু হয় 10 জনের। আহত হয় অন্তত 40 জন। নিহত ও আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতির গভীরতা বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকেই সমস্ত পদক্ষেপ করে রাখে। এমারজেন্সি ওয়ার্ড, হেল্প ডেস্ক প্রস্তুত রাখা হয়েছিল।

ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় 130 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। যার মধ্যে 65 ইউনিট রক্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা দান করে। আহতদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল একটি পৃথক 50 বেডের ওয়ার্ড। সময় নষ্ট না-করে মেডিক্যাল বোর্ড গঠন করে গুরুতর আহতদের সেদিনই অপারেশন করা হয়। শুধু তাই নয়, নিহতদের পাশাপাশি আহতরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল হাসপাতালের তরফে। আর হাসপাতালের এই অবদানের জন্য রাজ্য সরকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

Last Updated : Jun 22, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.