ETV Bharat / state

ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের - Bengal CS Writes to Junior Doctors - BENGAL CS WRITES TO JUNIOR DOCTORS

Bengal CS Writes to Junior Doctors: জুনিয়র ডাক্তারদের ফের চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ আলোচনার নতুন প্রস্তাব দেওয়া হল জুনিয়র ডাক্তারদের ৷ বৃহস্পতিবার বিকেল 4টে 45 মিনিটে ডাকা হয়েছে তাঁদের ৷

Bengal CS Writes to Junior Doctors
ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 2:55 PM IST

Updated : Sep 12, 2024, 3:41 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরও একবার মুখ্যসচিব মনোজ পন্থের তরফে চিঠি দেওয়া হল জুনিয়র ডাক্তারদের । তাঁদের আরও একবার আলোচনার জন্য ডেকেছেন মুখ্যসচিব ৷ বৃহস্পতিবার বিকেল 4টে 45 মিনিটে আলোচনার জন্য ডাকা হয়েছে । চিঠিতে তিনি জানিয়েছেন, সর্বাধিক 15 জন যোগ দিতে পারবেন আলোচনায় । কোনও লাইভ সম্প্রচার হবে না । কিন্তু ভিডিয়ো রেকর্ড করা যাবে । জুনিয়র ডাক্তাররা চাইলে আলোচনার সবটাই ভিডিয়ো রেকর্ড করতে পারেন ।

গত মঙ্গলবার থেকেই রাজ্য ও জুনিয়র ডাক্তারদের মধ্য়ে বৈঠকের বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছে ৷ প্রথমে স্বাস্থ্য়সচিব ও পরে মুখ্যসচিব চিঠি দিয়ে আলোচনায় ডেকেছিলেন আন্দোলনকারীদের ৷ তবে কোনোবারই আলোচনায় সামিল হননি তাঁরা ৷ দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় আলোচনা সম্ভব হয়নি ৷

Bengal CS Writes to Junior Doctors
ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের মুখ্যসচিব মনোজ পন্থ চিঠি দেন জুনিয়র ডাক্তারদের ৷ সেই চিঠিতে আন্দোলনকারী চিকিৎসকদের একাধিক দাবিকে উপেক্ষা করা হয়েছে কার্যত ৷ আন্দোলনকারীরা 30 জনের প্রতিনিধি দল বৈঠকে যোগ দিতে চান বলে জানিয়েছিলেন ৷ কিন্তু রাজ্যের তরফে 15 জনের কথা বলা হয়েছে ৷ আন্দোলকারীরা চেয়েছিলেন বৈঠকের সরাসরি সম্প্রচার করা হোক ৷ রাজ্যের তরফে সেই দাবিও মানা হয়নি ৷ বরং জানানো হয়েছে যে প্রয়োজনে বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করা যেতে পারে ৷

পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চান ৷ কিন্তু এ দিন যে চিঠি মনোজ পন্থের তরফে পাঠানো হয়েছে, সেখানে জানানো হয়েছে জুনিয়র ডাক্তাররা যদি আসেন, তাহলে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন ৷

এর আগে বুধবার রাজ্যের তরফে জানানো হয়েছিল যে তারা খোলামনে আলোচনায় প্রস্তুত ৷ কোনও শর্ত মেনে আলোচনায় বসতে রাজি নন বলে জানিয়েছিলেন মুখ্যসচিব ৷ এ দিনের চিঠিতেই সেই বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সব দাবি মানতে নারাজ ৷ এখন দেখার রাজ্যের প্রস্তাব মেনে আন্দোলনকারীরা নবান্নে যান কি না !

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরও একবার মুখ্যসচিব মনোজ পন্থের তরফে চিঠি দেওয়া হল জুনিয়র ডাক্তারদের । তাঁদের আরও একবার আলোচনার জন্য ডেকেছেন মুখ্যসচিব ৷ বৃহস্পতিবার বিকেল 4টে 45 মিনিটে আলোচনার জন্য ডাকা হয়েছে । চিঠিতে তিনি জানিয়েছেন, সর্বাধিক 15 জন যোগ দিতে পারবেন আলোচনায় । কোনও লাইভ সম্প্রচার হবে না । কিন্তু ভিডিয়ো রেকর্ড করা যাবে । জুনিয়র ডাক্তাররা চাইলে আলোচনার সবটাই ভিডিয়ো রেকর্ড করতে পারেন ।

গত মঙ্গলবার থেকেই রাজ্য ও জুনিয়র ডাক্তারদের মধ্য়ে বৈঠকের বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছে ৷ প্রথমে স্বাস্থ্য়সচিব ও পরে মুখ্যসচিব চিঠি দিয়ে আলোচনায় ডেকেছিলেন আন্দোলনকারীদের ৷ তবে কোনোবারই আলোচনায় সামিল হননি তাঁরা ৷ দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় আলোচনা সম্ভব হয়নি ৷

Bengal CS Writes to Junior Doctors
ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের মুখ্যসচিব মনোজ পন্থ চিঠি দেন জুনিয়র ডাক্তারদের ৷ সেই চিঠিতে আন্দোলনকারী চিকিৎসকদের একাধিক দাবিকে উপেক্ষা করা হয়েছে কার্যত ৷ আন্দোলনকারীরা 30 জনের প্রতিনিধি দল বৈঠকে যোগ দিতে চান বলে জানিয়েছিলেন ৷ কিন্তু রাজ্যের তরফে 15 জনের কথা বলা হয়েছে ৷ আন্দোলকারীরা চেয়েছিলেন বৈঠকের সরাসরি সম্প্রচার করা হোক ৷ রাজ্যের তরফে সেই দাবিও মানা হয়নি ৷ বরং জানানো হয়েছে যে প্রয়োজনে বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করা যেতে পারে ৷

পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চান ৷ কিন্তু এ দিন যে চিঠি মনোজ পন্থের তরফে পাঠানো হয়েছে, সেখানে জানানো হয়েছে জুনিয়র ডাক্তাররা যদি আসেন, তাহলে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন ৷

এর আগে বুধবার রাজ্যের তরফে জানানো হয়েছিল যে তারা খোলামনে আলোচনায় প্রস্তুত ৷ কোনও শর্ত মেনে আলোচনায় বসতে রাজি নন বলে জানিয়েছিলেন মুখ্যসচিব ৷ এ দিনের চিঠিতেই সেই বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সব দাবি মানতে নারাজ ৷ এখন দেখার রাজ্যের প্রস্তাব মেনে আন্দোলনকারীরা নবান্নে যান কি না !

Last Updated : Sep 12, 2024, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.