কলকাতা, 21 নভেম্বর: ট্যাব দুর্নীতি নিয়ে যখন রাজ্য উত্তাল, তখন কন্যাশ্রী প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করতে ছয় দফা গাইডলাইন জারি করল নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর । স্পেশাল কমিশনারের জারি করা ওই চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের দেওয়া এই গাইডলাইন মেনে চলতেই হবে সকলকে ।
ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার (এনআইসি) এই মর্মে একটি এসওপি জারি করেছে । মূলত, তার ভিত্তিতেই বৃহস্পতিবার গাইডলাইন জারি করেছে এই দফতর ।
সেই গাইডলাইন অনুসারে-
- প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হবে ।
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যাবতীয় সরঞ্জামের ‘প্লাগ ইন’, ‘সফটওয়্যার’ আপডেট করতে হবে ।
- কোনও কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হয়, তবে সেই কম্পিউটারটি বাদ দিতে হবে ।
- ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, অ্যান্টিব়্যানসামওয়ার, ম্যালওয়ার, অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার ইন্সটল করতে হবে ।
- নিয়মিত সিস্টেম স্ক্যান করতে হবে ।
- ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ নথি বা তথ্য কোনও ওয়েবে, মেলে যেন সেভ না করা হয় ৷ তার পরামর্শ দেওয়া হয়েছে ।
সময় মতো এই গাইডলাইন মানা হয়েছে কি না, তা দ্রুত জানাতে হবে এনআইসিকে ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যেভাবে ট্যাবের টাকা পৌঁছানো নিয়ে হইচই হচ্ছে, তার প্রেক্ষিতে সরকার চাইছে না অন্য যে সমস্ত প্রকল্পে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যায়, সেখানে একই ঘটনার পুনরাবৃত্তি হোক ৷ মনে করা হচ্ছে, সেই কারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গাইডলাইন দেওয়া হল ।
পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখেই গোটা দেশে প্রশংসিত হয়েছে রাজ্য । সেই প্রকল্পে যাতে একইভাবে কোনও অস্বস্তিতে পড়তে না হয় রাজ্যকে, তাই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল ৷