ETV Bharat / state

ভিনরাজ্যে আলু রফতানির অনুমতি দিক সরকার, আবেদন হিমঘর মালিকদের - STATE COLD STORAGE ASSOCIATION

মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন-এর তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই এই আবেদন করা হয়েছে তাদের তরফে ৷

STATE COLD STORAGE ASSOCIATION
ভিনরাজ্যে আলু রফতানির অনুমতি দিক সরকার, আবেদন হিমঘর মালিকদের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

কলকাতা, 17 ডিসেম্বর: বাংলার বাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভিনরাজ্যে আলু পাঠানো নিয়ে কড়াকড়ি শুরু করেছিল রাজ্য সরকার ৷ বাংলা থেকে বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে এই নিয়ে নাকাচেকিংও শুরু হয় ৷ কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে আসলে আলু ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠল ৷

এই অভিযোগ তোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা ডব্লিউবিসিএসএ-র পক্ষ থেকে ৷ মঙ্গলবার এই সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই এই অভিযোগ করা হয়েছে ৷

State Cold Storage Association
ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন-এর তরফে একটি সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)

এদিন সংগঠনের সহ-সভাপতি শুভজিৎ সাহা জানান, হিমঘরগুলির পক্ষ থেকে সরকারকে প্রথম থেকেই 25 টাকা কেজি দরে আলু দিচ্ছি ৷ এখন হিমঘর থেকে আলু বের হচ্ছে না ৷ 31 ডিসেম্বরের মধ্যে হিমঘরগুলি থেকে প্রায় 4 লক্ষ মেট্রিক টন আলু বের করতে হবে ৷ হাতে আর বেশি সময় নেই ৷

সেই কারণেই তিনি জানাচ্ছেন, রাজ্য সরকারের উচিত অন্য রাজ্যে আলু সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা ৷ অন্যথায় হিমঘর মালিকদের ক্ষতি হয়ে যাবে ৷ তিনি আরও জানান, এখনও পর্যন্ত 2 লক্ষ মেট্রিক টন আলুই হিমঘর থেকে বেরিয়েছে ৷

তাঁর আরও দাবি, বাজারে আলুর দাম বৃদ্ধির জন্য হিমঘরের কোনও ভূমিকা নেই ৷ হিমঘর থেকে আলু বের হওয়ার পর বেশ কয়েক হাত ঘুরে তা বাজারে আসে ৷ সেই কারণেই দাম বেড়ে যাওয়ার জন্য হিমঘরকে দায়ী করা ঠিক নয় বলে তিনি জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁর দাবি, এখনও তাঁরা সরকার নির্ধারিত দামে আলু দিতে তৈরি ৷

এখন দেখার রাজ্য সরকার হিমঘর মালিকদের সংগঠনের আর্জি মেনে নিয়ে ফের ভিনরাজ্যে আলু পাঠানোর অনুমতি দেয় কি না !

কলকাতা, 17 ডিসেম্বর: বাংলার বাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভিনরাজ্যে আলু পাঠানো নিয়ে কড়াকড়ি শুরু করেছিল রাজ্য সরকার ৷ বাংলা থেকে বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে এই নিয়ে নাকাচেকিংও শুরু হয় ৷ কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে আসলে আলু ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠল ৷

এই অভিযোগ তোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা ডব্লিউবিসিএসএ-র পক্ষ থেকে ৷ মঙ্গলবার এই সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই এই অভিযোগ করা হয়েছে ৷

State Cold Storage Association
ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন-এর তরফে একটি সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)

এদিন সংগঠনের সহ-সভাপতি শুভজিৎ সাহা জানান, হিমঘরগুলির পক্ষ থেকে সরকারকে প্রথম থেকেই 25 টাকা কেজি দরে আলু দিচ্ছি ৷ এখন হিমঘর থেকে আলু বের হচ্ছে না ৷ 31 ডিসেম্বরের মধ্যে হিমঘরগুলি থেকে প্রায় 4 লক্ষ মেট্রিক টন আলু বের করতে হবে ৷ হাতে আর বেশি সময় নেই ৷

সেই কারণেই তিনি জানাচ্ছেন, রাজ্য সরকারের উচিত অন্য রাজ্যে আলু সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা ৷ অন্যথায় হিমঘর মালিকদের ক্ষতি হয়ে যাবে ৷ তিনি আরও জানান, এখনও পর্যন্ত 2 লক্ষ মেট্রিক টন আলুই হিমঘর থেকে বেরিয়েছে ৷

তাঁর আরও দাবি, বাজারে আলুর দাম বৃদ্ধির জন্য হিমঘরের কোনও ভূমিকা নেই ৷ হিমঘর থেকে আলু বের হওয়ার পর বেশ কয়েক হাত ঘুরে তা বাজারে আসে ৷ সেই কারণেই দাম বেড়ে যাওয়ার জন্য হিমঘরকে দায়ী করা ঠিক নয় বলে তিনি জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁর দাবি, এখনও তাঁরা সরকার নির্ধারিত দামে আলু দিতে তৈরি ৷

এখন দেখার রাজ্য সরকার হিমঘর মালিকদের সংগঠনের আর্জি মেনে নিয়ে ফের ভিনরাজ্যে আলু পাঠানোর অনুমতি দেয় কি না !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.