ETV Bharat / state

মুখ্যমন্ত্রীরও তো অপেক্ষা করার একটা সীমা আছে, জুনিয়র ডাক্তারদের অবস্থান নিয়ে মত মুখ্যসচিবের - CS on Junior Doctors Demand - CS ON JUNIOR DOCTORS DEMAND

CS on Junior Doctors Demand: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার জন্য বৃহস্পতিবার ঘণ্টাদুয়েক নবান্নের সভাঘরে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লাইভ স্ট্রিমিং করা নিয়ে টানাপোড়েনে শেষপর্যন্ত বৈঠক ভেস্তে যায় ৷ সেই নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, মুখ্যমন্ত্রীরও তো অপেক্ষা করার একটা সীমা আছে ৷

CS on Junior Doctors Demand
মুখ্যমন্ত্রীরও তো অপেক্ষা করার একটা সীমা আছে, জুনিয়র ডাক্তারদের অবস্থান নিয়ে মত মুখ্যসচিবের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 9:18 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: প্রায় ঘণ্টা দুয়েকের টানাপোড়েনের পর বৃহস্পতিবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেস্তে যায় ৷ এই টানাপোড়েন যখন চলছে, সেই সময় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ পরে তাঁরা দু’জনেই সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীরও তো অপেক্ষা করার একটা সীমা আছে ৷

উল্লেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয় ৷ সেই শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন ৷ রাজ্যকেও তিনি জানান যে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তার পর্যাপ্ত বন্দোবস্ত করতে ৷

সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেছিল ৷ কিন্তু সোমবার রাতেই আন্দোলনকারীরা জানিয়ে দেয় যে তারা কাজে যোগ দেবেন না, যতক্ষণ না তাঁদের দাবি পূরণ হচ্ছে ৷ মঙ্গলবার বেলায় তাঁরা স্বাস্থ্যভবন অভিযান করেন ৷ সেদিন থেকেই তাঁরা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান করছেন ৷

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনবার নবান্নে তাঁদের বৈঠকে ডাকা হয় ৷ কিন্তু নিজেদের শর্তে অনড় থেকে তাঁরা প্রথমবার দু’বার বৈঠক এড়ালেও এদিন বিকেলে নবান্নে যান ৷ তাঁদের দাবি মতো 30 জনকে বৈঠকে উপস্থিত থাকার অনুমতি দেয় প্রশাসন ৷ কিন্তু আন্দোলনকারীরা জানান যে বৈঠকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার ছাড়া তাঁরা আলোচনায় বসবেন না ৷

এই ইস্যুতেই প্রায় দু’ঘণ্টা টানাপোড়েন চলে ৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, রাজ্য খোলা মনে আলোচনা করতে প্রস্তুত । কিন্তু যেহেতু এটা বিচারাধীন বিষয় । তাই জুনিয়র ডাক্তারদের এই দাবি তাঁদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ।

এ দিন মুখ্যসচিব বলেন, ‘‘আমাদের উভয় পক্ষের উদ্দেশ্য যখন এক । আমরা চাইছি নির্যাতিতা বিচার পাক । স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হোক । তাহলে লাইভ স্ট্রিমি- এর প্রশ্নে কেন বৈঠকে না যোগ দেওয়ার বিষয় অনড় থাকা হচ্ছে । আমরা আগেও বলেছিলাম খোলাখুলি ভাবে আলোচনা প্রস্তুত । মুখ্যমন্ত্রী সে জন্যই বিকাল পাঁচটায় সময় দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের ।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, অতীতে নবান্নে প্রশাসনিক বৈঠক লাইভ করা হয়েছে । তবে সবটা নয় । যেখানে জনগণের স্বার্থ জড়িয়ে সেই বিষয়গুলি লাইভ করা হয়েছে‌ ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: প্রায় ঘণ্টা দুয়েকের টানাপোড়েনের পর বৃহস্পতিবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেস্তে যায় ৷ এই টানাপোড়েন যখন চলছে, সেই সময় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ পরে তাঁরা দু’জনেই সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীরও তো অপেক্ষা করার একটা সীমা আছে ৷

উল্লেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয় ৷ সেই শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন ৷ রাজ্যকেও তিনি জানান যে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তার পর্যাপ্ত বন্দোবস্ত করতে ৷

সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেছিল ৷ কিন্তু সোমবার রাতেই আন্দোলনকারীরা জানিয়ে দেয় যে তারা কাজে যোগ দেবেন না, যতক্ষণ না তাঁদের দাবি পূরণ হচ্ছে ৷ মঙ্গলবার বেলায় তাঁরা স্বাস্থ্যভবন অভিযান করেন ৷ সেদিন থেকেই তাঁরা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান করছেন ৷

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনবার নবান্নে তাঁদের বৈঠকে ডাকা হয় ৷ কিন্তু নিজেদের শর্তে অনড় থেকে তাঁরা প্রথমবার দু’বার বৈঠক এড়ালেও এদিন বিকেলে নবান্নে যান ৷ তাঁদের দাবি মতো 30 জনকে বৈঠকে উপস্থিত থাকার অনুমতি দেয় প্রশাসন ৷ কিন্তু আন্দোলনকারীরা জানান যে বৈঠকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার ছাড়া তাঁরা আলোচনায় বসবেন না ৷

এই ইস্যুতেই প্রায় দু’ঘণ্টা টানাপোড়েন চলে ৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, রাজ্য খোলা মনে আলোচনা করতে প্রস্তুত । কিন্তু যেহেতু এটা বিচারাধীন বিষয় । তাই জুনিয়র ডাক্তারদের এই দাবি তাঁদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ।

এ দিন মুখ্যসচিব বলেন, ‘‘আমাদের উভয় পক্ষের উদ্দেশ্য যখন এক । আমরা চাইছি নির্যাতিতা বিচার পাক । স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হোক । তাহলে লাইভ স্ট্রিমি- এর প্রশ্নে কেন বৈঠকে না যোগ দেওয়ার বিষয় অনড় থাকা হচ্ছে । আমরা আগেও বলেছিলাম খোলাখুলি ভাবে আলোচনা প্রস্তুত । মুখ্যমন্ত্রী সে জন্যই বিকাল পাঁচটায় সময় দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের ।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, অতীতে নবান্নে প্রশাসনিক বৈঠক লাইভ করা হয়েছে । তবে সবটা নয় । যেখানে জনগণের স্বার্থ জড়িয়ে সেই বিষয়গুলি লাইভ করা হয়েছে‌ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.