গোবরডাঙা, 29 এপ্রিল: র্যালি শেষে একে একে পথসভার মঞ্চে উঠছিলেন প্রার্থী-সহ বিজেপির নেতা কর্মীরা । হঠাৎ মঞ্চ ভেঙে ঘটল বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেলেন বনগাঁ লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও দুই বিধায়ক অশোক কীর্তনীয়া এবং সুব্রত ঠাকুর। রবিবার সন্ধ্যায় উত্তর 24 পরগণার গোবরডাঙ্গার পিকলা মোড় এলাকার ঘটনা।
রবিবার সন্ধ্যায় গোবরডাঙার বাদে খাটুরা বটতলা থেকে পিকলা মোড় পর্যন্ত বাইক র্যালি করে নির্বাচনী প্রচার ছিল বিজেপির ৷ এদিনের এই র্যালিতে ছিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, বিধায়ক অশোক কীর্তনীয়া ও সুব্রত ঠাকুর। মিছিল গোবরডাঙ্গা পরিক্রম করে পিকলা মোড়ে শেষ হয়। সেখানে পথসভার জন্য তৈরি অস্থায়ী মঞ্চে উঠছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, দুই বিধায়ক এবং বিজেপির স্থানীয় নেতৃত্বরা। সেই সময় হঠাৎ ঘটে অঘটন। মঞ্চের একটি কাঠ ভেঙে যায়। যাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়। কোনও রকমে মঞ্চ থেকে নেমে যান শান্তনু ঠাকুর। তবে স্বস্তির খবর মঞ্চ ভেঙে কেউ আহত হননি। মঞ্চ ভাঙার মূহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তবে বিজেপির গোবরডাঙা পৌর মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "র্যালি শেষে পথসভা করার জন্য একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছিল ৷ সেখানে একটি পাটাতন সরে গিয়েছিল ৷ মঞ্চ ভাঙার মতো কোনও দুর্ঘটনা ঘটেনি ।" গোবরডাঙা পৌরসভার চেয়ারম্যান শংঙ্কর দত্ত বলেন, "রাজনীতি রাজনীতির জায়গায়। কোনও দুর্ঘটনাই কাম্য নয়। মাননীয় সাংসদ সুস্থ থাকুন।" তবে তিনি জানান, আমরা বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রচার করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা নিশ্চিত বনগাঁ লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন। বাংলায় আমরা 42টি আসনে জিতব। 'ইন্ডিয়া' জোটের নেতৃত্বে সরকার গঠন হবে।
আরও পড়ুন: