ETV Bharat / state

নিয়োগ দূর্নীতি কাণ্ড, ইডি-র হাতে গ্রেফতার শান্তিপ্রসাদ সিনহা - SSC Scam - SSC SCAM

SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই ৷ এবার ইডি-র হাতে গ্রেফতার হলেন এসএসসি-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 10:11 PM IST

কলকাতা, 3 এপ্রিল: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হলেন এসএসসি-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷ আদালতের নির্দেশে আপাতত সোমবার পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকবেন তিনি ৷ নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 10 অগস্ট শান্তিপ্রসাদকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্ত চলাকালীন তাঁকে 9 সেপ্টেম্বর আবার হেফাজতে নেয় সিবিআই । তারপর থেকে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ । তবে সিবিআই-এর তদন্তের অগ্রগতি সেভাবে না হওয়ায় 2022 সালের 22 সেপ্টেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত । এবার তাঁকে গ্রেফতার করল ইডি।

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতায় ইডি-র বিশেষ আদালতে হাজির করানো হয় শান্তিপ্রসাদ সিনহাকে ৷ আদালতে শুনানি চলাকালীন তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে ইডি । যদিও ইডির আবেদনের বিরোধিতা করেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত ৷ আদালতে তিনি জানান, একই অভিযোগে সিবিআই ইতিমধ্যেই তাঁর মক্কেলকে গ্রেফতার করেছে । চার্জশিটও জমা দিয়েছিল সিবিআই। ফলে আবার সেই ঘটনায় কেন শান্তিপ্রসাদকে গ্রেফতার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা?

পালটা ইডির তরফে জানানো হয়, কোটি কোটি টাকার ডিলিংয়ে নাম এসেছে শান্তিপ্রসাদ সিনহার । ব্যক্তিগতভাবে এই মুনাফায় তিনি লাভবান হয়েছিলেন কি না, তা জানার জন্যই তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন । দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালতের নির্দেশ, আগামী সোমবার পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন শান্তিপ্রসাদ সিনহা। গত বেশ কয়েক বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতারও হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকে। এবার এই নতুন গ্রেফতারি কোন কোন তথ্য সামনে নিয়ে আসে সেটাই দেখার।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন সময় চাইছে এসএসসি, বেজায় চটলেন বিচারপতি
  2. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, পরে রায়দান; জানাল ডিভিশন বেঞ্চ

কলকাতা, 3 এপ্রিল: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হলেন এসএসসি-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷ আদালতের নির্দেশে আপাতত সোমবার পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকবেন তিনি ৷ নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 10 অগস্ট শান্তিপ্রসাদকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্ত চলাকালীন তাঁকে 9 সেপ্টেম্বর আবার হেফাজতে নেয় সিবিআই । তারপর থেকে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ । তবে সিবিআই-এর তদন্তের অগ্রগতি সেভাবে না হওয়ায় 2022 সালের 22 সেপ্টেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত । এবার তাঁকে গ্রেফতার করল ইডি।

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতায় ইডি-র বিশেষ আদালতে হাজির করানো হয় শান্তিপ্রসাদ সিনহাকে ৷ আদালতে শুনানি চলাকালীন তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে ইডি । যদিও ইডির আবেদনের বিরোধিতা করেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত ৷ আদালতে তিনি জানান, একই অভিযোগে সিবিআই ইতিমধ্যেই তাঁর মক্কেলকে গ্রেফতার করেছে । চার্জশিটও জমা দিয়েছিল সিবিআই। ফলে আবার সেই ঘটনায় কেন শান্তিপ্রসাদকে গ্রেফতার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা?

পালটা ইডির তরফে জানানো হয়, কোটি কোটি টাকার ডিলিংয়ে নাম এসেছে শান্তিপ্রসাদ সিনহার । ব্যক্তিগতভাবে এই মুনাফায় তিনি লাভবান হয়েছিলেন কি না, তা জানার জন্যই তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন । দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালতের নির্দেশ, আগামী সোমবার পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন শান্তিপ্রসাদ সিনহা। গত বেশ কয়েক বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতারও হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকে। এবার এই নতুন গ্রেফতারি কোন কোন তথ্য সামনে নিয়ে আসে সেটাই দেখার।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন সময় চাইছে এসএসসি, বেজায় চটলেন বিচারপতি
  2. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, পরে রায়দান; জানাল ডিভিশন বেঞ্চ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.