ETV Bharat / state

আজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান, ভোটের ময়দানে প্রভাব ফেলবে ? - SSC RECRUITMENT SCAM VERDICT

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 10:01 PM IST

Updated : Apr 22, 2024, 7:20 AM IST

SSC RECRUITMENT SCAM VERDIC: সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান করবে কলকাতা হাইকোর্ট ৷ এই রায় কি ভোটের ময়দানে মানুষের উপর প্রভাব ফেলবে ?

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 21 এপ্রিল: সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট ৷ লোকসভা ভোটচলাকালীন এই রায় অস্বস্তি বাড়াতে পারে শাসকদলের ৷ তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও নেতা এই মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি ৷ অভিযোগ প্রমাণিত হলে ভোটের ময়দানে নিঃসন্দেহে তা থেকে ফায়দা তোলার চেষ্টা করবে গেরুয়া শিবির ৷ উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ করে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালে রাজ্যে সরকারি স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি কাণ্ডের তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থা ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তিনি ছাড়াও জেলবন্দি শাসকদলের নানা হেভিওয়েট ব্যক্তিত্ব ৷ নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে নিয়োগের পাশাপাশি স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016 (এসএলএসটি)-এর মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর নিয়োগেও দুর্নীতি হয়েছিল বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় অনেক অযোগ্য শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ৷ রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে ওই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ গত 9 নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে গঠিত হয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। সেখানে এসএসসি মামলার শুনানি শুরু হয় গত ডিসেম্বর মাস থেকে । ছয় মাসের মধ্যে মামলার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত । মামলাকারী, তদন্তকারী সংস্থা সিবিআই, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ-সহ সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছিলেন, রায়দানের পর সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা থাকবে ।

মামলাকারীদের পক্ষ থেকে আদালতে তথ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল তৈরির একাধিক নথি জমা দেওয়া হয় । নিয়োগ প্রক্রিয়ায় গোটা সিস্টেমটাই দুর্নীতিতে ভরা বলে দাবি করেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি আরও অভিযোগ করে বলেন, সুপার নিউমুরারি পোস্ট (অতিরিক্ত) পদ তৈরি করে বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের স্বার্থ রক্ষা করতে চেয়েছে রাজ্য ৷ প্রায় সাড়ে তিন মাস ধরে সেই বিশেষ বেঞ্চে মামলাগুলির শুনানি হয় ৷ তা শেষ হয়েছে গত 20 মার্চ ৷ তারপর রায়দান স্থগিত রেখেছিল আদালত ৷ শুক্রবার ঘোষণা করা হয় যে, সোমবার এই মামলার রায়দান করবে আদালত ৷ সোমবার সকাল 10.30টায় 24 হাজারেরও বেশি নিয়োগ নিয়ে প্রায় 350টি মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ শাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ ৷

নিয়োগ প্রক্রিয়ার সঠিক মূল্যায়ন করা বা পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে আদালত । নইলে এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাকে মান্যতা দিয়ে মামলার পরবর্তীকালে যে আবেদনগুলি জমা পড়েছে তা বাতিল করা হতে পারে ৷ আবার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে নিয়োগের নির্দেশও দেওয়া হতে পারে । স্কুল সার্ভিস কমিশনের তরফেও সেই প্রস্তাব আদালতে দেওয়া হয়েছিল ।

দীর্ঘ শুনানির পর সোমবার হতে চলেছে রায়দান ৷ তাও এমন একটা সময়ে যখন দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়েছে ৷ গত শুক্রবারই ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ রাজ্যের উত্তরের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হয়ে গিয়েছে ৷ এখনও বাকি 6 দফা ৷ আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ৷ ফলে এই সময়টায় এসএসসি দুর্নীতির রায় ঘোষণা হওয়ায় তা বেশ তাৎপর্যপূর্ণ সব দলের জন্য ৷ এই রায়দানকে হাতিয়ার করেই ভোটের আসরে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানানোর জন্য মুখিয়ে রয়েছে বিরোধীরা ৷ শাসকদলও নিঃসন্দেহে এই পরিস্থিতি মোকাবিলা করার পথ ভেবে রেখেছে ৷ ভোট রাজনীতিতে এই রায় মানুষের উপর আদেও প্রভাব ফেলে কি না, তা বোঝা যাবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. 'ইডি কোনও তদন্তই করেনি, সত্যিটা খুঁজে বার করা হোক', আদালতে দাবি মানিকের
  2. স্কুল সার্ভিস মামলার রায়দান আগামী সোমবার, বিজ্ঞপ্তি হাইকোর্টের
  3. এসএসসি দুর্নীতিতে 17 হাজার পাতার চার্জশিট পেশ ইডির, নাম শান্তিপ্রসাদ-প্রসন্নর

কলকাতা, 21 এপ্রিল: সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট ৷ লোকসভা ভোটচলাকালীন এই রায় অস্বস্তি বাড়াতে পারে শাসকদলের ৷ তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও নেতা এই মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি ৷ অভিযোগ প্রমাণিত হলে ভোটের ময়দানে নিঃসন্দেহে তা থেকে ফায়দা তোলার চেষ্টা করবে গেরুয়া শিবির ৷ উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ করে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালে রাজ্যে সরকারি স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি কাণ্ডের তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থা ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তিনি ছাড়াও জেলবন্দি শাসকদলের নানা হেভিওয়েট ব্যক্তিত্ব ৷ নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে নিয়োগের পাশাপাশি স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016 (এসএলএসটি)-এর মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর নিয়োগেও দুর্নীতি হয়েছিল বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় অনেক অযোগ্য শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ৷ রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে ওই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ গত 9 নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে গঠিত হয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। সেখানে এসএসসি মামলার শুনানি শুরু হয় গত ডিসেম্বর মাস থেকে । ছয় মাসের মধ্যে মামলার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত । মামলাকারী, তদন্তকারী সংস্থা সিবিআই, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ-সহ সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছিলেন, রায়দানের পর সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা থাকবে ।

মামলাকারীদের পক্ষ থেকে আদালতে তথ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল তৈরির একাধিক নথি জমা দেওয়া হয় । নিয়োগ প্রক্রিয়ায় গোটা সিস্টেমটাই দুর্নীতিতে ভরা বলে দাবি করেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি আরও অভিযোগ করে বলেন, সুপার নিউমুরারি পোস্ট (অতিরিক্ত) পদ তৈরি করে বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের স্বার্থ রক্ষা করতে চেয়েছে রাজ্য ৷ প্রায় সাড়ে তিন মাস ধরে সেই বিশেষ বেঞ্চে মামলাগুলির শুনানি হয় ৷ তা শেষ হয়েছে গত 20 মার্চ ৷ তারপর রায়দান স্থগিত রেখেছিল আদালত ৷ শুক্রবার ঘোষণা করা হয় যে, সোমবার এই মামলার রায়দান করবে আদালত ৷ সোমবার সকাল 10.30টায় 24 হাজারেরও বেশি নিয়োগ নিয়ে প্রায় 350টি মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ শাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ ৷

নিয়োগ প্রক্রিয়ার সঠিক মূল্যায়ন করা বা পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে আদালত । নইলে এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাকে মান্যতা দিয়ে মামলার পরবর্তীকালে যে আবেদনগুলি জমা পড়েছে তা বাতিল করা হতে পারে ৷ আবার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে নিয়োগের নির্দেশও দেওয়া হতে পারে । স্কুল সার্ভিস কমিশনের তরফেও সেই প্রস্তাব আদালতে দেওয়া হয়েছিল ।

দীর্ঘ শুনানির পর সোমবার হতে চলেছে রায়দান ৷ তাও এমন একটা সময়ে যখন দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়েছে ৷ গত শুক্রবারই ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ রাজ্যের উত্তরের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হয়ে গিয়েছে ৷ এখনও বাকি 6 দফা ৷ আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ৷ ফলে এই সময়টায় এসএসসি দুর্নীতির রায় ঘোষণা হওয়ায় তা বেশ তাৎপর্যপূর্ণ সব দলের জন্য ৷ এই রায়দানকে হাতিয়ার করেই ভোটের আসরে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানানোর জন্য মুখিয়ে রয়েছে বিরোধীরা ৷ শাসকদলও নিঃসন্দেহে এই পরিস্থিতি মোকাবিলা করার পথ ভেবে রেখেছে ৷ ভোট রাজনীতিতে এই রায় মানুষের উপর আদেও প্রভাব ফেলে কি না, তা বোঝা যাবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. 'ইডি কোনও তদন্তই করেনি, সত্যিটা খুঁজে বার করা হোক', আদালতে দাবি মানিকের
  2. স্কুল সার্ভিস মামলার রায়দান আগামী সোমবার, বিজ্ঞপ্তি হাইকোর্টের
  3. এসএসসি দুর্নীতিতে 17 হাজার পাতার চার্জশিট পেশ ইডির, নাম শান্তিপ্রসাদ-প্রসন্নর
Last Updated : Apr 22, 2024, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.