ETV Bharat / state

আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে ফের ছাড়া হল চিতল হরিণ - বক্সার জঙ্গল

Spotted Deer: বক্সা টাইগার রিজার্ভে এল আরও চিতল হরিণ । বন কর্তা এবং পশু চিকিৎসকদের উপস্থিতিতে গভীর রাতে ছাড়া হয় হরিণগুলিকে । এই চিতল হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছে ।

Spotted Deer
চিতল হরিণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 5:48 PM IST

আলিপুরদুয়ার, 3 মার্চ: ফের বক্সার জঙ্গলে ছাড়া হল চিতল হরিণ । বাঘেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলা হচ্ছে বক্সার জঙ্গলকে । এই লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে বাঘেদের জন্য ফের আবার জঙ্গলের গভীরে ছাড়া হল চিতল হরিণ । শনিবার রাতে বন আধিকারিক এবং পশু চিকিৎসকদের উপস্থিতিতে মোট 90টি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।

একটা সময় বক্সারে বাঘ নেই বলে দাবি উঠেছিল । এরপর বিভিন্ন সময়ে বক্সা টাইগার রিজার্ভে বাঘের উপস্থিতি ছবি ও তথ্যর মধ্যে দিয়ে তুলে ধরেছে বন দফতর । এমনকী অসম থেকে বাঘ এনে ছাড়ার কথাও চলছিল এখানে । বাঘেদের থাকার জন্য দরকার খাদ্য ভাণ্ডার ৷ তাই এই খাদ্য ভাণ্ডার তৈরি করতে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কয়েকশো চিতল হরিণ ছাড়া হয়েছে এই বাঘ বনে ।

Spotted Deer
বক্সার জঙ্গলে ফের ছাড়া হল চিতল হরিণ

জানা গিয়েছে, এই চিতল হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসা হয়েছে । গত মাস থেকে এখন পর্যন্ত দফায় দফায় কয়েকশো হরিণ বক্সার জঙ্গলে ছাড়া হল । জঙ্গলের বাঘেদের থাকার অনুকূল পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও কর্মীরা বলে সূত্রে খবর ।

উল্লেখ্য, বর্ষশেষে বড় প্রাপ্তি হয়েছিল জেলাবাসীর ৷ ফের বাঘের দর্শন পাওয়া গিয়েছিল আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ৷ ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি । নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পর বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর পর দু'দিন বাঘের ছবি ধরা পড়ায় খুশি হয়েছিলেন বন দফতর ।

আরও পড়ুন:

  1. বর্ষশেষে বড় প্রাপ্তি, বক্সায় আবারও বাঘের দর্শন; বেজায় খুশি বন দফতর
  2. বক্সার জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের
  3. বেঙ্গল সাফারিতে টিউবারকিউলোসিসে আক্রান্ত একাধিক কৃষ্ণসার, পার্ক কর্তৃপক্ষের ভূমিকায় উঠছে প্রশ্ন

আলিপুরদুয়ার, 3 মার্চ: ফের বক্সার জঙ্গলে ছাড়া হল চিতল হরিণ । বাঘেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলা হচ্ছে বক্সার জঙ্গলকে । এই লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে বাঘেদের জন্য ফের আবার জঙ্গলের গভীরে ছাড়া হল চিতল হরিণ । শনিবার রাতে বন আধিকারিক এবং পশু চিকিৎসকদের উপস্থিতিতে মোট 90টি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।

একটা সময় বক্সারে বাঘ নেই বলে দাবি উঠেছিল । এরপর বিভিন্ন সময়ে বক্সা টাইগার রিজার্ভে বাঘের উপস্থিতি ছবি ও তথ্যর মধ্যে দিয়ে তুলে ধরেছে বন দফতর । এমনকী অসম থেকে বাঘ এনে ছাড়ার কথাও চলছিল এখানে । বাঘেদের থাকার জন্য দরকার খাদ্য ভাণ্ডার ৷ তাই এই খাদ্য ভাণ্ডার তৈরি করতে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কয়েকশো চিতল হরিণ ছাড়া হয়েছে এই বাঘ বনে ।

Spotted Deer
বক্সার জঙ্গলে ফের ছাড়া হল চিতল হরিণ

জানা গিয়েছে, এই চিতল হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসা হয়েছে । গত মাস থেকে এখন পর্যন্ত দফায় দফায় কয়েকশো হরিণ বক্সার জঙ্গলে ছাড়া হল । জঙ্গলের বাঘেদের থাকার অনুকূল পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও কর্মীরা বলে সূত্রে খবর ।

উল্লেখ্য, বর্ষশেষে বড় প্রাপ্তি হয়েছিল জেলাবাসীর ৷ ফের বাঘের দর্শন পাওয়া গিয়েছিল আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ৷ ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি । নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পর বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর পর দু'দিন বাঘের ছবি ধরা পড়ায় খুশি হয়েছিলেন বন দফতর ।

আরও পড়ুন:

  1. বর্ষশেষে বড় প্রাপ্তি, বক্সায় আবারও বাঘের দর্শন; বেজায় খুশি বন দফতর
  2. বক্সার জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের
  3. বেঙ্গল সাফারিতে টিউবারকিউলোসিসে আক্রান্ত একাধিক কৃষ্ণসার, পার্ক কর্তৃপক্ষের ভূমিকায় উঠছে প্রশ্ন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.