ETV Bharat / state

রাজ্যে খারাপ ফলের মাঝেই মন্ত্রী সুকান্ত, বঙ্গ বিজেপির হাল ধরবে কে ? - Bengal BJP State President

West Bengal BJP: রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এখন প্রতিমন্ত্রী ৷ মন্ত্রিত্ব সামলে তিনিই কি বঙ্গ বিজেপির দায়িত্বে থাকবেন ? নাকি তাঁর বদলে অন্য কেউ বঙ্গ বিজেপির সভাপতি হবেন ? সেই দৌড়ে কারা রয়েছেন ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 6:08 PM IST

West Bengal BJP
বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা (ইটিভি ভারত)

কলকাতা, 10 জুন: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং বালুরঘাটের সুকান্ত মজুমদার ৷ এদিকে সুকান্ত রাজ্য বিজেপির সভাপতি ৷ এই পরিস্থিতিতে পদ্মশিবিরের এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী সুকান্ত আর সভাপতি থাকতে পারবেন না ৷ তাহলে বঙ্গ বিজেপির দায়িত্ব কার হাতে ?

এ নিয়ে জোর গেরুয়া শিবিরে শুরু হয়েছে জোর জল্পনা ৷ সুকান্ত পদ ছাড়লে তিন বছরের মধ্যে ফের রদবদল হবে বঙ্গ বিজেপির সভাপতির পদে ৷ যদিও সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, এখনও তিনিই বাংলায় বিজেপির সভাপতির পদে রয়েছেন ৷

এর মধ্যে অবশ্য বাংলায় বিজেপির রাজ্য সভাপতি হিসেবে একাধিক নাম সামনে আসছে । লোকসভা নির্বাচনের ঠিক আগে শোনা গিয়েছিল, হয়তো রাজ্য সভাপতি করা হতে পারে শুভেন্দু অধিকারীকে । তিনি বিধানসভার বিরোধী দলনেতা ৷ ভোট মিটে যাওয়ার পর ফের তাঁর নাম শোনা যাচ্ছে । অন্যদিকে, বিজেপির একাংশের ইচ্ছে দিলীপ ঘোষকেই রাজ্য সভাপতি পদে ফেরানো হোক ৷ 2019 সালে তিনি বাংলায় সভাপতি থাকাকালীন বিজেপি বাংলায় 18টি লোকসভা আসনে জয়ী হয়েছিল ৷ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আগেই জানিয়ে দিয়েছেন যে, এই বিষয়ে দল তাঁকে কিছু জানায়নি ৷

দিলীপ ছাড়া সভাপতি পদের জন্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতোর নামও শোনা যাচ্ছে ৷ বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির নেতা-নেত্রীদের এই পদে না বসিয়ে এমনটাও হতে পারে আরএসএস ঘরানার কোনও নতুন মুখকে রাজ্য সভাপতি করা হল ৷

অন্যদিকে, রাজ্য সভাপতি হিসেবে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও বিবেচনা করা হচ্ছে ৷ সেই খবর পাওয়া যাচ্ছে দলীয় সূত্রে । যদিও জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে ইতিমধ্যেই দলের একাংশ চিঠি দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির অন্যতম, তিনি বিজেপির সাধারণ সম্পাদক হয়েও নিয়মিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখেন ৷ দলের বহু অভ্যন্তরীণ তথ্য তৃণমূলকে দিয়ে থাকেন ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে বলা হয়েছে, তিনি এবং রাজ্যে নেতৃত্বের একাধিক মাথা রাজ্য বিজেপির এই ধরাশায়ী অবস্থার জন্য সরাসরি দায়ী ৷

কলকাতা, 10 জুন: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং বালুরঘাটের সুকান্ত মজুমদার ৷ এদিকে সুকান্ত রাজ্য বিজেপির সভাপতি ৷ এই পরিস্থিতিতে পদ্মশিবিরের এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী সুকান্ত আর সভাপতি থাকতে পারবেন না ৷ তাহলে বঙ্গ বিজেপির দায়িত্ব কার হাতে ?

এ নিয়ে জোর গেরুয়া শিবিরে শুরু হয়েছে জোর জল্পনা ৷ সুকান্ত পদ ছাড়লে তিন বছরের মধ্যে ফের রদবদল হবে বঙ্গ বিজেপির সভাপতির পদে ৷ যদিও সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, এখনও তিনিই বাংলায় বিজেপির সভাপতির পদে রয়েছেন ৷

এর মধ্যে অবশ্য বাংলায় বিজেপির রাজ্য সভাপতি হিসেবে একাধিক নাম সামনে আসছে । লোকসভা নির্বাচনের ঠিক আগে শোনা গিয়েছিল, হয়তো রাজ্য সভাপতি করা হতে পারে শুভেন্দু অধিকারীকে । তিনি বিধানসভার বিরোধী দলনেতা ৷ ভোট মিটে যাওয়ার পর ফের তাঁর নাম শোনা যাচ্ছে । অন্যদিকে, বিজেপির একাংশের ইচ্ছে দিলীপ ঘোষকেই রাজ্য সভাপতি পদে ফেরানো হোক ৷ 2019 সালে তিনি বাংলায় সভাপতি থাকাকালীন বিজেপি বাংলায় 18টি লোকসভা আসনে জয়ী হয়েছিল ৷ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আগেই জানিয়ে দিয়েছেন যে, এই বিষয়ে দল তাঁকে কিছু জানায়নি ৷

দিলীপ ছাড়া সভাপতি পদের জন্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতোর নামও শোনা যাচ্ছে ৷ বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির নেতা-নেত্রীদের এই পদে না বসিয়ে এমনটাও হতে পারে আরএসএস ঘরানার কোনও নতুন মুখকে রাজ্য সভাপতি করা হল ৷

অন্যদিকে, রাজ্য সভাপতি হিসেবে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও বিবেচনা করা হচ্ছে ৷ সেই খবর পাওয়া যাচ্ছে দলীয় সূত্রে । যদিও জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে ইতিমধ্যেই দলের একাংশ চিঠি দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির অন্যতম, তিনি বিজেপির সাধারণ সম্পাদক হয়েও নিয়মিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখেন ৷ দলের বহু অভ্যন্তরীণ তথ্য তৃণমূলকে দিয়ে থাকেন ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে বলা হয়েছে, তিনি এবং রাজ্যে নেতৃত্বের একাধিক মাথা রাজ্য বিজেপির এই ধরাশায়ী অবস্থার জন্য সরাসরি দায়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.