ETV Bharat / state

অনুব্রতর মুক্তি কামনায় 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ পুড়িয়ে যজ্ঞ বোলপুরে - Cattle Smuggling Scam

Anubrata Mondal: গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল ৷ জেল থেকে তাঁর মুক্তি চেয়ে ও শুভকামনায় শনিবার যজ্ঞ হল বীরভূমের বোলপুরে ৷ আয়োজক বোলপুর ব্যবসায়ী সমিতি ৷ তবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ৷

Special Puja for Anubrata Mondal
Special Puja for Anubrata Mondal
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 12:23 PM IST

Updated : Feb 10, 2024, 3:33 PM IST

অনুব্রতর মুক্তি কামনায় 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ পুড়িয়ে যজ্ঞ বোলপুরে

বোলপুর, 10 ফেব্রুয়ারি: 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ সহযোগে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ হল শনিবার । বীরভূমের বোলপুর ব্যবসায়ী সমিতি এই বিশাল যজ্ঞের আয়োজন করলেও তৃণমূল নেতা-মন্ত্রীদের ভিড় ছিল সেখানে ৷ তিহাড়ে বন্দি অনুব্রতর মুক্তি কামনায় যজ্ঞের আয়োজন বলে জানান আয়োজকরা ৷ যজ্ঞ উপলক্ষে বোলপুর রেলময়দান দুর্গামন্দিরে ভিড় চোখে পড়ার মতো ছিল ৷

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় এক বছরের বেশি সময় ধরে তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সদ্য বীরভূম জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে কেষ্ট ছাড়া পেলে সম্মানের সঙ্গে পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি ৷ তারপরেই বীরভূমজুড়ে সক্রিয় হন অনুব্রত অনুগামীরা । জেলাজুড়ে অনুব্রতর ছবিতে ছেয়ে যায় ৷

Anubrata Mondal
বোলপুরে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ৷

এ দিন বোলপুর রেলময়দানে অনুব্রত মণ্ডলের শুভকামনায় বিশাল যজ্ঞের আয়োজন করা হয় ৷ 13 জন পুরোহিত যজ্ঞ পরিচালনা করেন ৷ 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ পুড়িয়ে যজ্ঞ হয় ৷ প্রায় আট হাজার লোকজনের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় । দিনভর দুর্গামন্দির প্রাঙ্গণে চলে তিহাড়ে বন্দি অনুব্রতর মুক্তির কামনায় যজ্ঞ ৷

Anubrata Mondal
বোলপুরে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ৷

বোলপুর ব্যবসায়ী সমিতি এই যজ্ঞের আয়োজন করলেও তৃণমূল নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে অনুব্রত অনুগামীদের দূরত্ব তৈরি হয় ৷ তাই কাজল বিরোধী তৃণমূল নেতাদের দেখা যায় যজ্ঞে অংশ নিতে৷ গরহাজির ছিলেন কাজল শেখ ।

Anubrata Mondal
বোলপুরে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ৷

যজ্ঞের আয়োজকদের মধ্যে সুব্রত ভকত বলেন, "রেলময়দান দুর্গামন্দির তৈরিতে অনুব্রত মণ্ডলের অনেক অবদান ছিল । তিনি ফিরে আসুক এটাই চাই ৷" সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের প্রিয় নেতা ৷ তিনি ফিরে আসুক এটাই সবাই চান ৷ যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমরা অংশ নিয়েছি আমন্ত্রণ পেয়ে । দেখছেন তো মানুষ কতটা উৎসাহিত ।"

আরও পড়ুন:

  1. অনুব্রতর শুভকামনায় যজ্ঞের আয়োজন বোলপুরে, শহরজুড়ে পড়ল বড় বড় হোর্ডিং
  2. জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই
  3. তিহাড়ে বন্দি অনুব্রতর ছবি দিয়ে কোর কমিটির গেট বীরভূমজুড়ে, বাড়ছে কেষ্টর মুক্তির জল্পনা

অনুব্রতর মুক্তি কামনায় 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ পুড়িয়ে যজ্ঞ বোলপুরে

বোলপুর, 10 ফেব্রুয়ারি: 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ সহযোগে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ হল শনিবার । বীরভূমের বোলপুর ব্যবসায়ী সমিতি এই বিশাল যজ্ঞের আয়োজন করলেও তৃণমূল নেতা-মন্ত্রীদের ভিড় ছিল সেখানে ৷ তিহাড়ে বন্দি অনুব্রতর মুক্তি কামনায় যজ্ঞের আয়োজন বলে জানান আয়োজকরা ৷ যজ্ঞ উপলক্ষে বোলপুর রেলময়দান দুর্গামন্দিরে ভিড় চোখে পড়ার মতো ছিল ৷

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় এক বছরের বেশি সময় ধরে তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সদ্য বীরভূম জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে কেষ্ট ছাড়া পেলে সম্মানের সঙ্গে পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি ৷ তারপরেই বীরভূমজুড়ে সক্রিয় হন অনুব্রত অনুগামীরা । জেলাজুড়ে অনুব্রতর ছবিতে ছেয়ে যায় ৷

Anubrata Mondal
বোলপুরে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ৷

এ দিন বোলপুর রেলময়দানে অনুব্রত মণ্ডলের শুভকামনায় বিশাল যজ্ঞের আয়োজন করা হয় ৷ 13 জন পুরোহিত যজ্ঞ পরিচালনা করেন ৷ 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ পুড়িয়ে যজ্ঞ হয় ৷ প্রায় আট হাজার লোকজনের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় । দিনভর দুর্গামন্দির প্রাঙ্গণে চলে তিহাড়ে বন্দি অনুব্রতর মুক্তির কামনায় যজ্ঞ ৷

Anubrata Mondal
বোলপুরে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ৷

বোলপুর ব্যবসায়ী সমিতি এই যজ্ঞের আয়োজন করলেও তৃণমূল নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে অনুব্রত অনুগামীদের দূরত্ব তৈরি হয় ৷ তাই কাজল বিরোধী তৃণমূল নেতাদের দেখা যায় যজ্ঞে অংশ নিতে৷ গরহাজির ছিলেন কাজল শেখ ।

Anubrata Mondal
বোলপুরে অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ৷

যজ্ঞের আয়োজকদের মধ্যে সুব্রত ভকত বলেন, "রেলময়দান দুর্গামন্দির তৈরিতে অনুব্রত মণ্ডলের অনেক অবদান ছিল । তিনি ফিরে আসুক এটাই চাই ৷" সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের প্রিয় নেতা ৷ তিনি ফিরে আসুক এটাই সবাই চান ৷ যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমরা অংশ নিয়েছি আমন্ত্রণ পেয়ে । দেখছেন তো মানুষ কতটা উৎসাহিত ।"

আরও পড়ুন:

  1. অনুব্রতর শুভকামনায় যজ্ঞের আয়োজন বোলপুরে, শহরজুড়ে পড়ল বড় বড় হোর্ডিং
  2. জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই
  3. তিহাড়ে বন্দি অনুব্রতর ছবি দিয়ে কোর কমিটির গেট বীরভূমজুড়ে, বাড়ছে কেষ্টর মুক্তির জল্পনা
Last Updated : Feb 10, 2024, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.