ETV Bharat / state

'ফল-ডাবের জল' বনাম 'মুড়ি-বাতাসা', হুগলির গরমে কী খাচ্ছেন লকেট-রচনা ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: এপ্রিলের শুরুতেই তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছবে, জানিয়েছে হাওয়া অফিস ৷ তার আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে ৷ আর এই চড়া রোদ মাথায় নিয়েই ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন বিজেপির লকেট এবং তৃণমূলের আনকোরা রচনা ৷ এই গরমে তাঁদের ডায়েটে বিশেষ কোনও বন্দোবস্ত ?

ETV Bharat
গরমেই চলছে লোকসভা নির্বাচনের প্রচার
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 11:21 AM IST

Updated : Mar 30, 2024, 11:36 AM IST

গরমকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলিতে চলছে দুই তারকার প্রার্থীর প্রচার

চুঁচুড়া, 30 মার্চ: একে চৈত্র মাস ৷ তার সঙ্গে চলছে লোকসভা ভোটের প্রচার ৷ ভোট বড় বালাই ৷ তাই সকাল হতেই মাথার উপরে রোদ নিয়ে প্রচারে নামছেন হুগলির দুই তারকা প্রার্থী- রচনা ও লকেট ৷ বিজেপি প্রার্থী লকেটের প্রচারের অভিজ্ঞতা আছে ৷ তবে দিদি নং ওয়ানের রচনা ভোট ময়দানে একেবারে আনকোরা ৷ তাও তিনি ঠাটাপোড়া রোদেই কোথাও দই খেয়ে বাজি মাত করছেন, তো কখনও ঘুগনি খেয়ে আসর জমিয়ে দিচ্ছেন ৷

এই গরমে দুই নায়িকার ডায়েট চাটের রহস্য কী ? স্বভাবতই এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তৃণমূলের রচনা এবং বিজেপির লকেট ৷ এর উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, "ফল, ডাবের জল খাচ্ছি ৷ হালকা-ফুলকা খাবার খাচ্ছি ৷ সিদ্ধ খাবার, জল বেশি খাচ্ছি ৷" তবে সব শেষে তিনি মানুষের ভালোবাসার উপরেই আস্থা রেখেছেন ৷ তিনি আরও বললেন, "দু'মাস অত ভাবলে চলবে না ৷ দু'মাস পরে আবার যত্ন নেব ৷"

শুক্রবার সকালে চড়া রোদে পোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন রচনা । হুড খোলা গাড়িতে মানুষের কাছে রোড শো করেন। অভিনেত্রীকে কাছে পেয়ে কেউ ছবি তুলছেন, কেউ হাত মেলানোর চেষ্টা করছেন ৷ এদিন দোগাছিয়া গ্রামে তৃণমূল কর্মীদের নিজের হাতে ভাত-ডাল-তরকারি পরিবেশন করেন রচনা ৷

অন্য দিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ও প্রতিদিন হুগলির বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছেন ৷ কোথাও কর্মিসভা, কোথাও তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাছেন ৷ এদিন সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে যোগ দেন হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ এরপর কর্মসূচি অনুযায়ী চুঁচুড়া ও চন্দননগরে জনসংযোগে যান ৷ এই গরমে তাঁর বিরোধী রচনা ডাবের জল, ফল, সিদ্ধা খাবারদাবার খাচ্ছেন ৷ তিনি কী করছেন ? লকেটের সাফ জবাব, "ধুর, কোনও মেনটেন ফেনটেন করছি না ৷ ওরা ডাবের জল, ফল, দুধ সব খায় ৷ আমার ভাই পান্তা ভাত, মুড়ি আর বাতাসা ৷"

এপ্রিলে রাজ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ ভোট চাইতে এই অস্বস্তিকর আবহাওয়াতেই চষে বেড়াতে হচ্ছে লোকসভা প্রার্থীদের ৷ হুগলির দুই প্রার্থীর রোদ্দুরে ঘোরা কতটা কাজে এল, জানতে অপেক্ষা করতে হবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. প্রচারে মুগ্ধ রচনা! দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী
  2. 'কারখানার ধোঁয়ায় অন্ধকার হয়েছে রাস্তা', রাজ্যে শিল্প নিয়ে দাবি তৃণমূল প্রার্থী রচনার
  3. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের

গরমকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলিতে চলছে দুই তারকার প্রার্থীর প্রচার

চুঁচুড়া, 30 মার্চ: একে চৈত্র মাস ৷ তার সঙ্গে চলছে লোকসভা ভোটের প্রচার ৷ ভোট বড় বালাই ৷ তাই সকাল হতেই মাথার উপরে রোদ নিয়ে প্রচারে নামছেন হুগলির দুই তারকা প্রার্থী- রচনা ও লকেট ৷ বিজেপি প্রার্থী লকেটের প্রচারের অভিজ্ঞতা আছে ৷ তবে দিদি নং ওয়ানের রচনা ভোট ময়দানে একেবারে আনকোরা ৷ তাও তিনি ঠাটাপোড়া রোদেই কোথাও দই খেয়ে বাজি মাত করছেন, তো কখনও ঘুগনি খেয়ে আসর জমিয়ে দিচ্ছেন ৷

এই গরমে দুই নায়িকার ডায়েট চাটের রহস্য কী ? স্বভাবতই এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তৃণমূলের রচনা এবং বিজেপির লকেট ৷ এর উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, "ফল, ডাবের জল খাচ্ছি ৷ হালকা-ফুলকা খাবার খাচ্ছি ৷ সিদ্ধ খাবার, জল বেশি খাচ্ছি ৷" তবে সব শেষে তিনি মানুষের ভালোবাসার উপরেই আস্থা রেখেছেন ৷ তিনি আরও বললেন, "দু'মাস অত ভাবলে চলবে না ৷ দু'মাস পরে আবার যত্ন নেব ৷"

শুক্রবার সকালে চড়া রোদে পোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন রচনা । হুড খোলা গাড়িতে মানুষের কাছে রোড শো করেন। অভিনেত্রীকে কাছে পেয়ে কেউ ছবি তুলছেন, কেউ হাত মেলানোর চেষ্টা করছেন ৷ এদিন দোগাছিয়া গ্রামে তৃণমূল কর্মীদের নিজের হাতে ভাত-ডাল-তরকারি পরিবেশন করেন রচনা ৷

অন্য দিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ও প্রতিদিন হুগলির বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছেন ৷ কোথাও কর্মিসভা, কোথাও তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাছেন ৷ এদিন সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে যোগ দেন হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ এরপর কর্মসূচি অনুযায়ী চুঁচুড়া ও চন্দননগরে জনসংযোগে যান ৷ এই গরমে তাঁর বিরোধী রচনা ডাবের জল, ফল, সিদ্ধা খাবারদাবার খাচ্ছেন ৷ তিনি কী করছেন ? লকেটের সাফ জবাব, "ধুর, কোনও মেনটেন ফেনটেন করছি না ৷ ওরা ডাবের জল, ফল, দুধ সব খায় ৷ আমার ভাই পান্তা ভাত, মুড়ি আর বাতাসা ৷"

এপ্রিলে রাজ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ ভোট চাইতে এই অস্বস্তিকর আবহাওয়াতেই চষে বেড়াতে হচ্ছে লোকসভা প্রার্থীদের ৷ হুগলির দুই প্রার্থীর রোদ্দুরে ঘোরা কতটা কাজে এল, জানতে অপেক্ষা করতে হবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. প্রচারে মুগ্ধ রচনা! দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী
  2. 'কারখানার ধোঁয়ায় অন্ধকার হয়েছে রাস্তা', রাজ্যে শিল্প নিয়ে দাবি তৃণমূল প্রার্থী রচনার
  3. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের
Last Updated : Mar 30, 2024, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.