ETV Bharat / state

নিরাপদ জায়গা খোঁজা থেকে রাতে পাহারা; শাহাজাহানকে বাঁচাতে তৎপর ছিল বিশেষ কোর কমিটি - Core Committee for Sheikh Shahjahan

Sandeshkhali Investigation Update: সিবিআই জেরায় সন্দেশখালিকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত দিদার বক্স মোল্লাকে জেরা করে এক কোর কমিটির কথা জানতে পেরেছে সিবিআই ৷ সেই কমিটিই শাহজাহানকে আত্মগোপন করে থাকতে সাহায্য করত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 4:02 PM IST

Updated : Mar 12, 2024, 4:36 PM IST

কলকাতা, 12 মার্চ: শাহজাহানের গা ঢাকা দেওয়ায় সাহায্য করতে তৈরি 10 থেকে 12 জনের কোর কমিটি ৷ তাঁরাই পলাতক শাহজাহানকে সাহায্য করে এসেছে প্রথম থেকে । এই বিশেষ কোর কমিটি ব্যবস্থা করত কোন জায়গায় শাহজাহানের থাকার জন্য নিরাপদ হবে ৷ আর সেখানেই দিনের পর দিন আত্মগোপন করেছিল 'সন্দেশখালির ত্রাস' ৷ সোমবার রাতে শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত দিদার বক্স মোল্লাকে জেরা করে এই তথ্য পেয়েছে সিবিআই । আজ মঙ্গলবারও সকাল থেকেই দিদারকে জেরা শুরু করেন তদন্তকারীরা । আদালতে পেশ করার কথা রয়েছে আজ ।

টানা 56 দিন শেখ শাহজাহান সন্দেশখালির আনাচে-কানাচে যেখানে গা ঢাকা দিয়েছিল সেই সমস্ত জায়গার চারপাশে পাহারায় থাকত তার অতি বিশ্বস্ত 10 থেকে 12 জনের একটি টিম । তারাই শেখ শাহজাহানকে সন্দেশখালির নিরাপদ জায়গা দেখে সেখানে আত্মগোপন করে থাকতে সাহায্য করত । এমনকি পুলিশ এবং মিডিয়ার গতিবিধির উপরও বিশেষভাবে নজরদারি চালিয়ে শাহাজাহানকে আগাম জানিয়ে দেওয়ার কাজও করত ওই কোর কমিটি । জানা গিয়েছে, রাতে গ্রাম পাহারার কাজও করত তারা । তবে বর্তমানে এই কোর কমিটির সদস্যরা কোথায় রয়েছে তার খোঁজ এখনও পায়নি সিবিআই ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই 56 দিনে শেখ শাহজাহানকে লুকিয়ে থাকতে কোর কমিটির যে সকল সদস্যরা সাহায্য করেছিল তাদের নাম পরিচয়ে ও ইতিমধ্যেই জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । শীঘ্রই তাদের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।

শেখ শাহজাহানের নামে স্থাপিত বাজারের হিসেব-সহ শাহজাহানের একাধিক ব্যবস্থা দেখাশোনার দায়িত্বে ছিল দিদার বক্স মোল্লা । 5 জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার যারা ব্লু প্রিন্ট সাজিয়েছিলেন তারা প্রত্যেকেই বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে । তার মধ্যে অন্যতম হল শেখ শাহজাহান । পাশাপাশি তার ডান এবং বাঁ হাত বলে পরিচিত জিয়াউল মোল্লা এবং দিদার বক্স মোল্লা । এর পাশাপাশি সোমবারই গ্রেফতার হয়েছে ফারুক আখুঞ্জি । বর্তমানে প্রত্যকেই হেফাজতে রয়েছে ।

আরও পড়ুন :

  1. সিবিআই আধিকারিকদের সামনেই নোটিশ ছিঁড়লেন সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তের স্ত্রী
  2. ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি সিবিআইয়ের, হেফাজতে 3 শাহজাহান ঘনিষ্ঠ

কলকাতা, 12 মার্চ: শাহজাহানের গা ঢাকা দেওয়ায় সাহায্য করতে তৈরি 10 থেকে 12 জনের কোর কমিটি ৷ তাঁরাই পলাতক শাহজাহানকে সাহায্য করে এসেছে প্রথম থেকে । এই বিশেষ কোর কমিটি ব্যবস্থা করত কোন জায়গায় শাহজাহানের থাকার জন্য নিরাপদ হবে ৷ আর সেখানেই দিনের পর দিন আত্মগোপন করেছিল 'সন্দেশখালির ত্রাস' ৷ সোমবার রাতে শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত দিদার বক্স মোল্লাকে জেরা করে এই তথ্য পেয়েছে সিবিআই । আজ মঙ্গলবারও সকাল থেকেই দিদারকে জেরা শুরু করেন তদন্তকারীরা । আদালতে পেশ করার কথা রয়েছে আজ ।

টানা 56 দিন শেখ শাহজাহান সন্দেশখালির আনাচে-কানাচে যেখানে গা ঢাকা দিয়েছিল সেই সমস্ত জায়গার চারপাশে পাহারায় থাকত তার অতি বিশ্বস্ত 10 থেকে 12 জনের একটি টিম । তারাই শেখ শাহজাহানকে সন্দেশখালির নিরাপদ জায়গা দেখে সেখানে আত্মগোপন করে থাকতে সাহায্য করত । এমনকি পুলিশ এবং মিডিয়ার গতিবিধির উপরও বিশেষভাবে নজরদারি চালিয়ে শাহাজাহানকে আগাম জানিয়ে দেওয়ার কাজও করত ওই কোর কমিটি । জানা গিয়েছে, রাতে গ্রাম পাহারার কাজও করত তারা । তবে বর্তমানে এই কোর কমিটির সদস্যরা কোথায় রয়েছে তার খোঁজ এখনও পায়নি সিবিআই ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই 56 দিনে শেখ শাহজাহানকে লুকিয়ে থাকতে কোর কমিটির যে সকল সদস্যরা সাহায্য করেছিল তাদের নাম পরিচয়ে ও ইতিমধ্যেই জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । শীঘ্রই তাদের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।

শেখ শাহজাহানের নামে স্থাপিত বাজারের হিসেব-সহ শাহজাহানের একাধিক ব্যবস্থা দেখাশোনার দায়িত্বে ছিল দিদার বক্স মোল্লা । 5 জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার যারা ব্লু প্রিন্ট সাজিয়েছিলেন তারা প্রত্যেকেই বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে । তার মধ্যে অন্যতম হল শেখ শাহজাহান । পাশাপাশি তার ডান এবং বাঁ হাত বলে পরিচিত জিয়াউল মোল্লা এবং দিদার বক্স মোল্লা । এর পাশাপাশি সোমবারই গ্রেফতার হয়েছে ফারুক আখুঞ্জি । বর্তমানে প্রত্যকেই হেফাজতে রয়েছে ।

আরও পড়ুন :

  1. সিবিআই আধিকারিকদের সামনেই নোটিশ ছিঁড়লেন সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তের স্ত্রী
  2. ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি সিবিআইয়ের, হেফাজতে 3 শাহজাহান ঘনিষ্ঠ
Last Updated : Mar 12, 2024, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.