ETV Bharat / state

একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের - Durga Puja Special Trains - DURGA PUJA SPECIAL TRAINS

Festival Special Trains: ভ্রমণ পিপাসু বাঙালি সুযোগ পেলেই বেরিয়ে পড়ে দেশ-বিদেশে । আর তা যদি হয় দুর্গাপুজোর লম্বা ছুটি, তাহলে তো আর কোনও কথাই নেই । তাই এই বছর পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেই কেটে ফেলুন টিকিট ৷ পরে নাও মিলতে পারে ৷ টিকিট বুকিংয়ের সুবিধার জন্য অনেক আগেই একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করে ফেলল দক্ষিণ পূর্ব রেল ৷

Festival Special Trains
পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 7:19 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো । শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম ৷ গণেশ পুজো থেকে শুরু হয়ে তা চলবে সরস্বতী পুজো পর্যন্ত । আর এই পুরো সময়টা ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে ৷ তাই এবার সেই কথা মাথায় রেখেই পুজোর অনেক আগে থেকেই বিশেষ ট্রেনের ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ । এই ট্রেনগুলির জন্য আগাম টিকিট বুকিং করার আবেদন করা হয়েছে রেলের তরফে । অনলাইনে বা কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা ।

ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনগুলির তালিকা একনজরে:

  • 02841/02842 শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন

02841 শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনটি 30 সেপ্টেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার শালিমার থেকে সকাল 6টা 30 মিনিটে ছাড়বে ৷ পরের দিন সকাল 11টা 20 মিনিটে এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছবে ৷ আবার ডাউন রুটে 02842 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার স্পেশাল ট্রেনটি আগামী 1 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চেন্নাই সেন্ট্রাল থেকে সকাল 4টে 30 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 11টা 20 মিনিটে শালিমার পৌঁছবে ৷ এই বিশেষ ট্রেনটি সাঁতরাগাছি, খড়গপুর এবং বালেশ্বরে থামবে ।

  • 08047/08048 শালিমার-রাঙ্গাপাড়া উত্তর ফেস্টিভ্যাল স্পেশাল

08047 শালিমার-রাঙ্গাপাড়া উত্তর স্পেশাল ট্রেনটি 4 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল 6টা 30 মিনিটে শালিমার থেকে ছাড়বে ৷ পরের দিন রাত 1টা 40 মিনিটে রাঙ্গাপাড়া উত্তরে পৌঁছবে । ডাউন লাইনে 08048 রাঙ্গাপাড়া উত্তর-শালিমার স্পেশাল 5 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার রাঙ্গাপাড়া উত্তর থেকে সকাল 4টে 30 মিনিটে ছেড়ে পরের দিন রাত 12টা 30 মিনিটে শালিমার পৌঁছবে ৷

  • 08611/08612 সাঁতরাগাছি-আজমেঢ় ফেস্টিভ্যাল স্পেশাল

08611 সাঁতরাগাছি-আজমের স্পেশাল সাঁতরাগাছি থেকে 30 সেপ্টেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার সাঁতরাগাছি থেকে সকাল 10টা 40 মিনিটে ছাড়বে ৷ আজমেঢ়ে পৌঁছবে তৃতীয় দিন রাত 3টের সময় । 08612 আজমের-সাঁতরাগাছি স্পেশাল 3 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার আজমেঢ় থেকে সকাল 11টা 40 মিনিটে ছড়বে ৷ সাঁতরাগাছি তৃতীয় দিন রাত 1টা 20 মিনিটে পৌঁছবে ৷ এই ট্রেনটি খড়গপুর, টাটানগর, চান্ডিল, মুড়ি, রাঁচি এবং লোহারদাগায় থামবে ।

  • 08845/08846 সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ ফেস্টিভ্যাল স্পেশাল

08845 সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল 4 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত সাঁতরাগাছি থেকে প্রতি শুক্রবার রাত 2টো 55 মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল 6টা 40 মিনিটে সেকেন্দ্রাবাদে পৌঁছবে ৷ ডাউন লাইনে 08846 সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি স্পেশাল 5 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত সেকেন্দ্রাবাদ থেকে প্রতি শনিবার সকাল 7টা 50 মিনিটে ছাড়বে ৷ পরের দিন সকাল 11টা 55 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ৷ এই ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি খড়গপুর ও বালেশ্বর এ থামবে ।

  • 06095/06096 তাম্বারাম-সাঁতরাগাছি ফেস্টিভ্যাল স্পেশাল

06095 তাম্বারাম-সাঁতরাগাছি স্পেশাল 5 সেপ্টেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাত 1টার সময় তাম্বারাম থেকে ছাড়বে এবং পরের দিন রাত 8টা 50 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ৷ ডাউন রুটে 06096 সাঁতরাগাছি-তাম্বরম স্পেশাল 6 সেপ্টেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত সাঁতরাগাছি থেকে প্রতি শুক্রবার রাত 11টা 50 মিনিটে ছাড়বে এবং যাত্রার তৃতীয় দিন সকাল 9টা 45 মিনিটে তাম্বারাম পৌঁছবে ৷ এই বিশেষ ট্রেনটি বালেশ্বর ও খড়গপুরে থামবে ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো । শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম ৷ গণেশ পুজো থেকে শুরু হয়ে তা চলবে সরস্বতী পুজো পর্যন্ত । আর এই পুরো সময়টা ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে ৷ তাই এবার সেই কথা মাথায় রেখেই পুজোর অনেক আগে থেকেই বিশেষ ট্রেনের ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ । এই ট্রেনগুলির জন্য আগাম টিকিট বুকিং করার আবেদন করা হয়েছে রেলের তরফে । অনলাইনে বা কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা ।

ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনগুলির তালিকা একনজরে:

  • 02841/02842 শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন

02841 শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনটি 30 সেপ্টেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার শালিমার থেকে সকাল 6টা 30 মিনিটে ছাড়বে ৷ পরের দিন সকাল 11টা 20 মিনিটে এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছবে ৷ আবার ডাউন রুটে 02842 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার স্পেশাল ট্রেনটি আগামী 1 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চেন্নাই সেন্ট্রাল থেকে সকাল 4টে 30 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 11টা 20 মিনিটে শালিমার পৌঁছবে ৷ এই বিশেষ ট্রেনটি সাঁতরাগাছি, খড়গপুর এবং বালেশ্বরে থামবে ।

  • 08047/08048 শালিমার-রাঙ্গাপাড়া উত্তর ফেস্টিভ্যাল স্পেশাল

08047 শালিমার-রাঙ্গাপাড়া উত্তর স্পেশাল ট্রেনটি 4 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল 6টা 30 মিনিটে শালিমার থেকে ছাড়বে ৷ পরের দিন রাত 1টা 40 মিনিটে রাঙ্গাপাড়া উত্তরে পৌঁছবে । ডাউন লাইনে 08048 রাঙ্গাপাড়া উত্তর-শালিমার স্পেশাল 5 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার রাঙ্গাপাড়া উত্তর থেকে সকাল 4টে 30 মিনিটে ছেড়ে পরের দিন রাত 12টা 30 মিনিটে শালিমার পৌঁছবে ৷

  • 08611/08612 সাঁতরাগাছি-আজমেঢ় ফেস্টিভ্যাল স্পেশাল

08611 সাঁতরাগাছি-আজমের স্পেশাল সাঁতরাগাছি থেকে 30 সেপ্টেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার সাঁতরাগাছি থেকে সকাল 10টা 40 মিনিটে ছাড়বে ৷ আজমেঢ়ে পৌঁছবে তৃতীয় দিন রাত 3টের সময় । 08612 আজমের-সাঁতরাগাছি স্পেশাল 3 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার আজমেঢ় থেকে সকাল 11টা 40 মিনিটে ছড়বে ৷ সাঁতরাগাছি তৃতীয় দিন রাত 1টা 20 মিনিটে পৌঁছবে ৷ এই ট্রেনটি খড়গপুর, টাটানগর, চান্ডিল, মুড়ি, রাঁচি এবং লোহারদাগায় থামবে ।

  • 08845/08846 সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ ফেস্টিভ্যাল স্পেশাল

08845 সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল 4 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত সাঁতরাগাছি থেকে প্রতি শুক্রবার রাত 2টো 55 মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল 6টা 40 মিনিটে সেকেন্দ্রাবাদে পৌঁছবে ৷ ডাউন লাইনে 08846 সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি স্পেশাল 5 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত সেকেন্দ্রাবাদ থেকে প্রতি শনিবার সকাল 7টা 50 মিনিটে ছাড়বে ৷ পরের দিন সকাল 11টা 55 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ৷ এই ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি খড়গপুর ও বালেশ্বর এ থামবে ।

  • 06095/06096 তাম্বারাম-সাঁতরাগাছি ফেস্টিভ্যাল স্পেশাল

06095 তাম্বারাম-সাঁতরাগাছি স্পেশাল 5 সেপ্টেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাত 1টার সময় তাম্বারাম থেকে ছাড়বে এবং পরের দিন রাত 8টা 50 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ৷ ডাউন রুটে 06096 সাঁতরাগাছি-তাম্বরম স্পেশাল 6 সেপ্টেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত সাঁতরাগাছি থেকে প্রতি শুক্রবার রাত 11টা 50 মিনিটে ছাড়বে এবং যাত্রার তৃতীয় দিন সকাল 9টা 45 মিনিটে তাম্বারাম পৌঁছবে ৷ এই বিশেষ ট্রেনটি বালেশ্বর ও খড়গপুরে থামবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.