ETV Bharat / state

দানার প্রভাব কাটতেই ফের উৎসব স্পেশাল ট্রেনের ঘোষণা, জেনে নিন দিনক্ষণ

দানার প্রভাব কাটতেই ফের উৎসব স্পেশালের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল ৷ স্পেশাল ট্রেন কোন রুটে চলবে ও তার দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন ৷

ETV BHARAT
দানার প্রভাব কাটতেই ফের উৎসব স্পেশালের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 10:16 AM IST

কলকাতা, 27 অক্টোবর: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই পোহাতে হয়েছে ঘূর্ণিঝড় দানার দুর্যোগ ৷ আর এবার ফের উৎসবের বাজনা বেজে গিয়েছে রাজ্যে ৷ সামনেই শ্যামা পুজো, ভাইফোঁটা ও তারপর ছট পুজো । যাঁদের পায়ের তলায় সর্ষে, এই কয়েকদিনের ছুটির সময়টায় তাঁদের জন্য সুখবর দিল রেল ৷ দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ফের কয়েকটি উৎসব স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে ৷

ভ্রমণপিপাসু মানুষজন সুযোগ পেলেই এদিক-ওদিক বেরিয়ে পড়েন । অল্প কয়েকদিনের ছুটি হোক বা উৎসবের ছুটি, কাছে হোক বা দূরে, ব্যস্ততার রুটিন থেকে বেরিয়ে মানুষ বেরিয়ে পড়েন একটু অক্সিজেনের খোঁজে ৷ সে কথা মাথায় রেখেই অন্যান্য বছরের মতো এ বছরেও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ অনেক আগে থেকেই চালু করেছে স্পেশাল ট্রেন । দুর্গাপুজোর মতোই এবার কালীপুজোর সময়টাতেও একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল ।

এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য আগাম টিকিট বুকিং করার আবেদন করা হয়েছে । অনলাইনে বা কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা । এই সময় ট্রেনের টিকিটের চাহিদা থাকে আকাশছোঁয়া । অনেক ক্ষেত্রে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে ।

দক্ষিণ-পূর্ব রেলের উৎসব স্পশাল ট্রেনগুলি হল:

02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল আগামী 27 ডিসেম্বর পর্যন্ত চলবে ।

02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল আগামী 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08011 ভাঞ্জপুর-পুরী স্পেশাল আগামী 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08012 পুরী-ভাঞ্জপুর স্পেশাল আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08007 শালিমার-ভাঞ্জপুর স্পেশাল আগামী 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08008 ভাঞ্জপুর-শালিমার স্পেশাল আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
02839 শালিমার-পুরী স্পেশাল আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
02840 পুরী-শালিমার স্পেশাল আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
06055 কোয়েম্বাটোর-বরাউনি ফেস্টিভ্যাল স্পেশাল আগামী 16 নভেম্বর পর্যন্ত চলবে । এই স্পেশাল ট্রেনটি স্পেশাল ট্রেনটির স্টপেজ থাকবে ঝাড়সুগুড়া, রাউরকেলা, নুয়াগাঁও, হাতিয়া, রাঁচি, মুরি এবং বোকারো স্টিল সিটিতে ।

কলকাতা, 27 অক্টোবর: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই পোহাতে হয়েছে ঘূর্ণিঝড় দানার দুর্যোগ ৷ আর এবার ফের উৎসবের বাজনা বেজে গিয়েছে রাজ্যে ৷ সামনেই শ্যামা পুজো, ভাইফোঁটা ও তারপর ছট পুজো । যাঁদের পায়ের তলায় সর্ষে, এই কয়েকদিনের ছুটির সময়টায় তাঁদের জন্য সুখবর দিল রেল ৷ দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ফের কয়েকটি উৎসব স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে ৷

ভ্রমণপিপাসু মানুষজন সুযোগ পেলেই এদিক-ওদিক বেরিয়ে পড়েন । অল্প কয়েকদিনের ছুটি হোক বা উৎসবের ছুটি, কাছে হোক বা দূরে, ব্যস্ততার রুটিন থেকে বেরিয়ে মানুষ বেরিয়ে পড়েন একটু অক্সিজেনের খোঁজে ৷ সে কথা মাথায় রেখেই অন্যান্য বছরের মতো এ বছরেও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ অনেক আগে থেকেই চালু করেছে স্পেশাল ট্রেন । দুর্গাপুজোর মতোই এবার কালীপুজোর সময়টাতেও একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল ।

এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য আগাম টিকিট বুকিং করার আবেদন করা হয়েছে । অনলাইনে বা কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা । এই সময় ট্রেনের টিকিটের চাহিদা থাকে আকাশছোঁয়া । অনেক ক্ষেত্রে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে ।

দক্ষিণ-পূর্ব রেলের উৎসব স্পশাল ট্রেনগুলি হল:

02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল আগামী 27 ডিসেম্বর পর্যন্ত চলবে ।

02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল আগামী 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08011 ভাঞ্জপুর-পুরী স্পেশাল আগামী 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08012 পুরী-ভাঞ্জপুর স্পেশাল আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08007 শালিমার-ভাঞ্জপুর স্পেশাল আগামী 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
08008 ভাঞ্জপুর-শালিমার স্পেশাল আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
02839 শালিমার-পুরী স্পেশাল আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
02840 পুরী-শালিমার স্পেশাল আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
06055 কোয়েম্বাটোর-বরাউনি ফেস্টিভ্যাল স্পেশাল আগামী 16 নভেম্বর পর্যন্ত চলবে । এই স্পেশাল ট্রেনটি স্পেশাল ট্রেনটির স্টপেজ থাকবে ঝাড়সুগুড়া, রাউরকেলা, নুয়াগাঁও, হাতিয়া, রাঁচি, মুরি এবং বোকারো স্টিল সিটিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.