ETV Bharat / state

অতিমারিতে অসহায় মানুষের ঘরে ফেরানোর গল্প সোনুর মুখে শুনলেন সৌরভ - সৌরভ গঙ্গোপাধ্যায়

Sonu Sood helps People in Covid19: বৃহস্পতিবার বেসরকারি এক সংস্থার 50 বছর পূর্তি উপলক্ষ্যে তিলোত্তমায় পা রাখেন বলিউড অভিনেতা সোনু সুদ ও অভিনেত্রী নেহা ধুপিয়া ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

Etv Bharat
মুখোমুখি আড্ডায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও সোনু সুদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 10:22 AM IST

Updated : Feb 16, 2024, 10:39 AM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: 25 মার্চ, 2020 ৷ করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত আটকাতে কেন্দ্রীয় সরকারের লকডাউনের সিদ্ধান্তে থমকে গিয়েছিল সবকিছু ৷ থমকে গিয়েছিল নিজের রাজ্য থেকে দূরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জীবনও ৷ ঘর ছাড়াদের ঘরে ফেরাতে সরকারের পাশাপাশি অনেকেই উদ্যোগ নিয়েছিলেন ৷ তার মধ্যে নজির তৈরি করেন অভিনেতা সোনু সুদ ৷ ফেলে আসা সেই লড়াইেয়ের স্মৃতি কলকাতায় বসে চারণ করলেন অভিনেতা ৷ মুগ্ধ হয়ে শুনলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

বৃহস্পতিবার কলকাতায় এক বেসরকারি সংস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হন বলিউড অভিনেতা সোনু সুদ ও ভারতের প্রাক্তন অধিনায়র সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহিত্যিক শঙ্কর-সহ শিল্প জগতের বিশিষ্টরা ৷ অনুষ্ঠানে সঞ্চালকের আসনে ছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ৷ এদিনের অনুষ্ঠানেই নানা কথোপকথনের মাঝখানে উঠে আসে সোনুর অতিমারির সময়কার চ্যালেঞ্জের প্রসঙ্গও ৷ সেই সময় অতিথি আসনে বসে মহারাজ ৷ সোনুর সেই জার্নি তখন তিনি শুনছেন মুগ্ধ হয়ে ৷

সোনু সুদ বলেন, "করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যখন অতিমারি অবস্থা তখন সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসি ৷ স্ত্রী ও সন্তানদের মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়া নিয়ে তেমন কোনও ভয় কাজ করছিল না ৷ তবে আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানকার বাসিন্দারা প্রচণ্ড ভয় পেয়েছিলেন ৷ তখন সবাই এটাই মনে করছিলেন, আমি নিশ্চই কোভিড ছড়িয়ে দেব ৷ সকলেই আমার স্ত্রী-কে ফোন করে জানাচ্ছিলেন, যাতে আমাকে আটকায় ৷ একদিন সকলে ঠিক করেন আমাকে এসে বোঝাবেন বা আটকাবেন ৷ সেই জন্য মিটিংও ডাকা হয় ৷"

তিনি আরও বলেন, "সবাই সেখানে এল ঠিক কথা ৷ কিন্তু কারোর মুখে কথা ছিল না ৷ কে বিষয়টা তুলবেন, তা নিয়েই সকলে চুপ ৷ আমি জানতাম কেন এই মিটিং ৷ তখন আমি তাঁদের একটা কথাই বললাম, আমরা সত্যিই ভাগ্যশালী যে আজ আমরা গেটের ভিতরে বিল্ডিংয়ে রয়েছি ৷ ভগবান আমাদের কখন গেটের ওপারে করে দেবে কেউ জানে না ৷ যদি আমাদের সেই সুযোগ থাকে ঘরছাড়াদের ঘরে ফেরানোর, তাহলে সেটা আমাদের করা উচিত ৷ এইভাবেই আমার মিশনে আস্তে আস্তে সকলে জড়িয়ে পড়েন ৷"

অতিমারির সময়ে অসহায় মানুষের দিকে নিঃস্বার্থভাবে হাত বাড়িয়েছিলেন তিনি। প্রায় সাড়ে সাত লক্ষ মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করেছিলেন তিনি। মানুষের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করার যে আনন্দ রয়েছে তা শুধুমাত্র অর্থ উপার্জনে নেই। নিঃস্বার্থ সেবার মধ্য দিয়ে বুঝিয়েছিলেন অভিনেতা সোনু সুদ ৷ তাঁর এই মানবিক কাজের গল্প মুগ্ধ হয়ে শোনেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ পরে দু'জনে আড্ডাও মারেন।

আরও পড়ুন:

1. 'রাজনীতি আমার জন্য নয়'! মমতাকে সাংসদ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জানালেন মিমি

2. তাজমহলে মাস্টার-ব্লাস্টার, সস্ত্রীক ঘুরে দেখলেন প্রেমসৌধ

3. শুরু হচ্ছে ছেলে-মেয়েদের বেঙ্গল প্রিমিয়র লিগ, জেনে নিন বিস্তারিত

কলকাতা, 16 ফেব্রুয়ারি: 25 মার্চ, 2020 ৷ করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত আটকাতে কেন্দ্রীয় সরকারের লকডাউনের সিদ্ধান্তে থমকে গিয়েছিল সবকিছু ৷ থমকে গিয়েছিল নিজের রাজ্য থেকে দূরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জীবনও ৷ ঘর ছাড়াদের ঘরে ফেরাতে সরকারের পাশাপাশি অনেকেই উদ্যোগ নিয়েছিলেন ৷ তার মধ্যে নজির তৈরি করেন অভিনেতা সোনু সুদ ৷ ফেলে আসা সেই লড়াইেয়ের স্মৃতি কলকাতায় বসে চারণ করলেন অভিনেতা ৷ মুগ্ধ হয়ে শুনলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

বৃহস্পতিবার কলকাতায় এক বেসরকারি সংস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হন বলিউড অভিনেতা সোনু সুদ ও ভারতের প্রাক্তন অধিনায়র সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহিত্যিক শঙ্কর-সহ শিল্প জগতের বিশিষ্টরা ৷ অনুষ্ঠানে সঞ্চালকের আসনে ছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ৷ এদিনের অনুষ্ঠানেই নানা কথোপকথনের মাঝখানে উঠে আসে সোনুর অতিমারির সময়কার চ্যালেঞ্জের প্রসঙ্গও ৷ সেই সময় অতিথি আসনে বসে মহারাজ ৷ সোনুর সেই জার্নি তখন তিনি শুনছেন মুগ্ধ হয়ে ৷

সোনু সুদ বলেন, "করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যখন অতিমারি অবস্থা তখন সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসি ৷ স্ত্রী ও সন্তানদের মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়া নিয়ে তেমন কোনও ভয় কাজ করছিল না ৷ তবে আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানকার বাসিন্দারা প্রচণ্ড ভয় পেয়েছিলেন ৷ তখন সবাই এটাই মনে করছিলেন, আমি নিশ্চই কোভিড ছড়িয়ে দেব ৷ সকলেই আমার স্ত্রী-কে ফোন করে জানাচ্ছিলেন, যাতে আমাকে আটকায় ৷ একদিন সকলে ঠিক করেন আমাকে এসে বোঝাবেন বা আটকাবেন ৷ সেই জন্য মিটিংও ডাকা হয় ৷"

তিনি আরও বলেন, "সবাই সেখানে এল ঠিক কথা ৷ কিন্তু কারোর মুখে কথা ছিল না ৷ কে বিষয়টা তুলবেন, তা নিয়েই সকলে চুপ ৷ আমি জানতাম কেন এই মিটিং ৷ তখন আমি তাঁদের একটা কথাই বললাম, আমরা সত্যিই ভাগ্যশালী যে আজ আমরা গেটের ভিতরে বিল্ডিংয়ে রয়েছি ৷ ভগবান আমাদের কখন গেটের ওপারে করে দেবে কেউ জানে না ৷ যদি আমাদের সেই সুযোগ থাকে ঘরছাড়াদের ঘরে ফেরানোর, তাহলে সেটা আমাদের করা উচিত ৷ এইভাবেই আমার মিশনে আস্তে আস্তে সকলে জড়িয়ে পড়েন ৷"

অতিমারির সময়ে অসহায় মানুষের দিকে নিঃস্বার্থভাবে হাত বাড়িয়েছিলেন তিনি। প্রায় সাড়ে সাত লক্ষ মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করেছিলেন তিনি। মানুষের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করার যে আনন্দ রয়েছে তা শুধুমাত্র অর্থ উপার্জনে নেই। নিঃস্বার্থ সেবার মধ্য দিয়ে বুঝিয়েছিলেন অভিনেতা সোনু সুদ ৷ তাঁর এই মানবিক কাজের গল্প মুগ্ধ হয়ে শোনেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ পরে দু'জনে আড্ডাও মারেন।

আরও পড়ুন:

1. 'রাজনীতি আমার জন্য নয়'! মমতাকে সাংসদ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জানালেন মিমি

2. তাজমহলে মাস্টার-ব্লাস্টার, সস্ত্রীক ঘুরে দেখলেন প্রেমসৌধ

3. শুরু হচ্ছে ছেলে-মেয়েদের বেঙ্গল প্রিমিয়র লিগ, জেনে নিন বিস্তারিত

Last Updated : Feb 16, 2024, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.