ETV Bharat / state

‘বিহারীবাবু’ শত্রুঘ্নকে আসানসোল ‘বাঙালিবাবু’ করে নিয়েছে, বললেন সোনাক্ষী

বুধবার সোনাক্ষী সিনহা আসানসোলে একটি সোনার দোকানের উদ্বোধন করতে আসেন ৷ সেখানে তিনি আসানসোলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন ৷

Shatrughan Sinha-Sonakshi Sinha
শত্রুঘ্ন সিনহা ও সোনাক্ষী সিনহা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 8:38 PM IST

আসানসোল, 23 অক্টোবর: বাবার ভোট প্রচারে বারবার তাঁর আগমনের কথা শোনা গেলেও কখনোই আসানসোলে আসেননি শত্রুঘ্ন সিনহার কন্যা তথা বিশিষ্ট অভিনেত্রী সোনাক্ষী সিনহা । বুধবার একটি অভিজাত সোনার দোকানের উদ্বোধনে প্রথমবার তিনি বাবার লোকসভা কেন্দ্রে পা রাখলেন । আসানসোলে এসেই সোনাক্ষী বললেন, "আমি কৃতজ্ঞ আসানসোলবাসীর কাছে ৷ কারণ, আপনারা আমাদের বিহারীবাবুকে আপনাদের বাঙালিবাবু করে নিয়েছেন । প্রথমবার বাবার সংসদীয় এলাকায় এসে প্রচণ্ড উচ্ছ্বসিত অনুভব করছি ৷"

বুধবার সন্ধ্যায় আসানসোলে একটি বহুজাতিক সংস্থার সোনার দোকানের উদ্বোধন করতে এসেছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী ৷ তাঁকে দেখার জন্য এ দিন মানুষের ভিড় উপচে পড়ে দোকানের বাইরেই ছোট্ট মঞ্চে তিনি একটি হিন্দি গানের সঙ্গে কিছুক্ষণ নাচও করেন । এরপর মাইক ধরে তিনি বলেন, ‘‘বাবাকে এতো ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ । আমি নিজেও আজকে সেই ভালোবাসা অনুভব করছি ।"

Sonakshi Sinha
আসানসোলে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (নিজস্ব চিত্র)

আসানসোল থেকে দু’বার জিতেছেন শত্রুঘ্ন সিনহা । ভোট প্রচারের সময় দু'বারেই জল্পনা ছড়িয়েছিল হয়তোবা বাবার হয়ে ভোটের প্রচার আসতে পারেন কন্যা সোনাক্ষী সিনহা । কিন্তু কখনোই তিনি আসানসোলে ভোট প্রচারে বাবার হয়ে আসেননি ।

অন্যদিকে সোনাক্ষী বিধর্মে বিয়ে করায় বাবার সঙ্গে মতবিরোধ হয়েছিল বলেও গুজব ছড়িয়ে ছিল । যদিও সেই গুজবে জল ঢেলেছিলেন শত্রুঘ্ন সিনহা নিজেই । মেয়ে সোনাক্ষীর পাশেই তিনি দাঁড়িয়েছিলেন । বুধবার তাই আসানসোলে সোনাক্ষী সিনহা আসছে শুনে অনেকের মনেই এই উৎসাহ ছিল যে বাবাকে নিয়ে কি আদৌ সোনাক্ষী মুখ খুলবেন ? কিন্তু সোনাক্ষী মঞ্চে উঠেই সবাইকে চমকে দিয়ে বলেন, "আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ ৷ কারণ আপনারা আমাদের বিহারীবাবুকে বাঙালিবাবু করে নিয়েছেন ।"

Sonakshi Sinha
আসানসোলে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (নিজস্ব চিত্র)

সোনা দোকানের উদ্বোধনের শেষে সারিবদ্ধ সাংবাদিকদের মাঝে ইটিভির ভারতের লোগো দেখে এগিয়ে আসেন সোনাক্ষী সিনহা । ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, "আসানসোলে খুব ভালো লাগছে এবং যে ভালোবাসা আসানসোলের মানুষ আমার বাবাকে দিয়েছে, আমি সেই ভালোবাসা অনুভব করছি ।"

আসানসোল, 23 অক্টোবর: বাবার ভোট প্রচারে বারবার তাঁর আগমনের কথা শোনা গেলেও কখনোই আসানসোলে আসেননি শত্রুঘ্ন সিনহার কন্যা তথা বিশিষ্ট অভিনেত্রী সোনাক্ষী সিনহা । বুধবার একটি অভিজাত সোনার দোকানের উদ্বোধনে প্রথমবার তিনি বাবার লোকসভা কেন্দ্রে পা রাখলেন । আসানসোলে এসেই সোনাক্ষী বললেন, "আমি কৃতজ্ঞ আসানসোলবাসীর কাছে ৷ কারণ, আপনারা আমাদের বিহারীবাবুকে আপনাদের বাঙালিবাবু করে নিয়েছেন । প্রথমবার বাবার সংসদীয় এলাকায় এসে প্রচণ্ড উচ্ছ্বসিত অনুভব করছি ৷"

বুধবার সন্ধ্যায় আসানসোলে একটি বহুজাতিক সংস্থার সোনার দোকানের উদ্বোধন করতে এসেছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী ৷ তাঁকে দেখার জন্য এ দিন মানুষের ভিড় উপচে পড়ে দোকানের বাইরেই ছোট্ট মঞ্চে তিনি একটি হিন্দি গানের সঙ্গে কিছুক্ষণ নাচও করেন । এরপর মাইক ধরে তিনি বলেন, ‘‘বাবাকে এতো ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ । আমি নিজেও আজকে সেই ভালোবাসা অনুভব করছি ।"

Sonakshi Sinha
আসানসোলে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (নিজস্ব চিত্র)

আসানসোল থেকে দু’বার জিতেছেন শত্রুঘ্ন সিনহা । ভোট প্রচারের সময় দু'বারেই জল্পনা ছড়িয়েছিল হয়তোবা বাবার হয়ে ভোটের প্রচার আসতে পারেন কন্যা সোনাক্ষী সিনহা । কিন্তু কখনোই তিনি আসানসোলে ভোট প্রচারে বাবার হয়ে আসেননি ।

অন্যদিকে সোনাক্ষী বিধর্মে বিয়ে করায় বাবার সঙ্গে মতবিরোধ হয়েছিল বলেও গুজব ছড়িয়ে ছিল । যদিও সেই গুজবে জল ঢেলেছিলেন শত্রুঘ্ন সিনহা নিজেই । মেয়ে সোনাক্ষীর পাশেই তিনি দাঁড়িয়েছিলেন । বুধবার তাই আসানসোলে সোনাক্ষী সিনহা আসছে শুনে অনেকের মনেই এই উৎসাহ ছিল যে বাবাকে নিয়ে কি আদৌ সোনাক্ষী মুখ খুলবেন ? কিন্তু সোনাক্ষী মঞ্চে উঠেই সবাইকে চমকে দিয়ে বলেন, "আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ ৷ কারণ আপনারা আমাদের বিহারীবাবুকে বাঙালিবাবু করে নিয়েছেন ।"

Sonakshi Sinha
আসানসোলে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (নিজস্ব চিত্র)

সোনা দোকানের উদ্বোধনের শেষে সারিবদ্ধ সাংবাদিকদের মাঝে ইটিভির ভারতের লোগো দেখে এগিয়ে আসেন সোনাক্ষী সিনহা । ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, "আসানসোলে খুব ভালো লাগছে এবং যে ভালোবাসা আসানসোলের মানুষ আমার বাবাকে দিয়েছে, আমি সেই ভালোবাসা অনুভব করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.