সাগরদিঘি, 31 অগস্ট: শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন জামাই ৷ সেই আগুনেই মৃত্যু হল তাঁর ৷ সেই সঙ্গে ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের এক শিশু-সহ 4 জনের ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সাগরদিঘির বাহালনগর এলাকায় ৷
পুলিশ সূত্রে খবর, মৃতরা কোবরা বিবি (62), তাহেরা বিবি (28), রমজান শেখ (40) এবং তৌসিক শেখ (4)। মৃতদের মধ্যে জামাই রমজান শেখের বাড়ি সাগরদিঘি থানার করাইয়া গ্রামে । বাকিদের বাড়ি বাহালনগরে । জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে করাইয়া গ্রামের রমজান শেখের সঙ্গে বিয়ে হয়েছিল বাহালনগর গ্রামের এক যুবতীর । বছর দুয়েক আগে মৃত্যু হয় রমজানের স্ত্রী-র ।
স্থানীয়দের দাবি, স্ত্রীর মৃত্যুর পর থেকে শ্যালকের স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রমজানের ৷ বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতেই পারিবারিক অশান্তির সৃষ্টি হয় ৷ শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব বাড়ে রমজানের ৷ বেশ কয়েকবার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন তিনি ৷ শুক্রবার সন্ধ্যাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয় ৷ বচসা, হাতাহাতি শুরু হতে না হতেই আচমকা পেট্রোল দিয়ে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন রমজান ৷
সেই আগুনেই অভিযুক্ত রমজান-সহ পরিবারের 6 জন পুড়ে যান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ । জরুরি ভিত্তিতে তাঁদের উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালেই মৃত্যু হয় 4 বছরের তৌসিক শেখের ৷ অবস্থার অবনতি হওয়ায় বাকি 5 জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শুক্রবার রাতে সেখানে আরও তিনজনের মৃত্যু হয় । অভিযুক্ত জামাই রমজান শেখও প্রাণ হারান । বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷