বংশীহারি, 10 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছে শাসক থেকে শুরু করে বিরোধী শিবিরের ৷ বংশীহারি ব্লকে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল ৷ সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে সেই জনসভায় দলীয় সমর্থদের একাংশকেই প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ স্বভাবতই ক্ষুব্ধ গেরুয়া শিবিরের একাংশ।
সভায় ঢুকতে না পেরে ক্ষোভের কথা জানান অনেকেই ৷ এক মহিলা বলেন, "পুলিশ-প্রশাসন আমাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না । আমরা খুব অসুবিধার মধ্যে ছিলাম ।" তপন থেকে আসা আরও এক কর্মীর কথায়, "পুলিশ-প্রশাসন আমাদের কর্মীদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। প্রচুর মহিলারা গেটের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। আমরা চেয়েছিলাম সকলকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক। শেষমেশ সেটা হয়নি।"
উল্লেখ্য, বংশীহারি ব্লকের এই জনসভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে ব্যস্ততার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও সভা ঘিরে প্রচুর উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপি সূত্রে খবর, প্রায় 5 হাজার লোকের উপস্থিতিতে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এতটাই বেশি ছিল, যে বাধ্য হয়েই অনেককে আকটকে দিতে হয় ৷ ফলে যাঁরা সভার ভিতরে প্রবেশ করতে পারেননি তাঁরা ক্ষোভ প্রকাশ করেন ৷ তবে পুলিশের তরফে এই বিষয়ে কিছু জানা যায়নি ৷ উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে বিজেপির পক্ষ থেকে এলাকায় প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করা হয়েছে ৷ সেই প্রচারের সুফল ইভিএমে মেলে কি না সেটা সময় বলবে ৷
আরও পড়ুন
1. এনআইএ নিয়ে তৃণমূলের 'সুপ্রিম' হুঁশিয়ারিতে শুভেন্দুর কটাক্ষ
2. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে
3. দিলীপের প্রচারে সরকারি গাড়ি! নির্বাচন কমিশনে যাওয়ার হুমকি তৃণমূলের