ETV Bharat / state

'ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি', শাহজাহান প্রসঙ্গে শোভনদেব - Sandeshkhali

Sandeshkhali Absconding TMC leader: 5 জানুয়ারির পর থেকে এখনও পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্ধান পাওয়া যায়নি ৷ এদিকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর কথা বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গে টেনে বসলেন ৷

ETV Bharat
শেখ শাহজাহানের প্রসঙ্গ টানতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে করিয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 6:50 AM IST

কলকাতা, 31 জানুয়ারি: খুঁজে পাওয়া যাচ্ছে না সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখকে ৷ তাঁকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এদিকে তাঁর সন্ধান না-পাওয়ার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ৷ সব সময়ে যে সব দুষ্কৃতীকে খুঁজে পাওয়া যাবে, এমনটা নয় ৷ ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি ৷ বহু রাজ্যে অনেক দুষ্কৃতী থাকে, সবাইকে খুঁজে পাওয়া যায় না ৷ খুঁজে পায় না পুলিশ ৷ রাজ্যের মন্ত্রীর শেখ শাজাহানকে নিয়ে এহেন মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, "ব্রিটিশ সাম্রাজ্যবাদে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকেই খুঁজে পায়নি ৷ এখনও বহু রাজ্যে অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে ৷ সব সময় যে তাদের খুঁজে পাওয়া যাবে, এমন কোনও মানে নেই ৷ তবে এখন অনেক অত্যাধুনিক প্রযুক্তি বেরিয়েছে ৷ সেগুলির দ্বারা যদি খুঁজে পাওয়া যায় ৷" খোলাখুলি শাজাহান প্রসঙ্গে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের কথা টেনে আনলেও পরমুহূর্তেই তিনি আবার বলেন, "এখন শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে আদালত বিচার করবে ৷ তাঁকে যথাযথ শাস্তি দেবে ৷ সেটাই কাম্য ৷ আমি বা আমার দল কোনওভাবে অপরাধকে প্রশ্রয় দিই না ৷"

এদিন শুধু শোভন দেব চট্টোপাধ্যায় নন, রাজ্যের আরেক মন্ত্রী আবার শাহজাহানকে 'ভদ্রলোক' আখ্যা দিয়েছেন ৷ রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "দলের অস্বস্তির কোনও ব্যাপার নেই ৷ একজন ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এখন আমি যদি তাঁকে না পাই, তাহলে আমাকে অন্য কারও মাধ্যমে তাঁকে খুঁজে পেতে হবে ৷" রাজ্যের মন্ত্রীদের কেউ শাহজাহান শেখকে স্বাধীনতা সংগ্রামী সঙ্গে তুলনা করছেন, কেউ আবার তাঁকে ভদ্রলোক বলছেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শাহজাহানকে 'ভদ্রলোক' বললেন সেচমন্ত্রী
  2. ইডির হাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য নেই, তাই এখনই পদক্ষপ নয়; জানাল আদালত
  3. সন্দেশখালির ঘটনা অনভিপ্রেত, না হলেই ভালো হত: অভিষেক

কলকাতা, 31 জানুয়ারি: খুঁজে পাওয়া যাচ্ছে না সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখকে ৷ তাঁকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এদিকে তাঁর সন্ধান না-পাওয়ার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ৷ সব সময়ে যে সব দুষ্কৃতীকে খুঁজে পাওয়া যাবে, এমনটা নয় ৷ ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি ৷ বহু রাজ্যে অনেক দুষ্কৃতী থাকে, সবাইকে খুঁজে পাওয়া যায় না ৷ খুঁজে পায় না পুলিশ ৷ রাজ্যের মন্ত্রীর শেখ শাজাহানকে নিয়ে এহেন মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, "ব্রিটিশ সাম্রাজ্যবাদে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকেই খুঁজে পায়নি ৷ এখনও বহু রাজ্যে অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে ৷ সব সময় যে তাদের খুঁজে পাওয়া যাবে, এমন কোনও মানে নেই ৷ তবে এখন অনেক অত্যাধুনিক প্রযুক্তি বেরিয়েছে ৷ সেগুলির দ্বারা যদি খুঁজে পাওয়া যায় ৷" খোলাখুলি শাজাহান প্রসঙ্গে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের কথা টেনে আনলেও পরমুহূর্তেই তিনি আবার বলেন, "এখন শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে আদালত বিচার করবে ৷ তাঁকে যথাযথ শাস্তি দেবে ৷ সেটাই কাম্য ৷ আমি বা আমার দল কোনওভাবে অপরাধকে প্রশ্রয় দিই না ৷"

এদিন শুধু শোভন দেব চট্টোপাধ্যায় নন, রাজ্যের আরেক মন্ত্রী আবার শাহজাহানকে 'ভদ্রলোক' আখ্যা দিয়েছেন ৷ রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "দলের অস্বস্তির কোনও ব্যাপার নেই ৷ একজন ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এখন আমি যদি তাঁকে না পাই, তাহলে আমাকে অন্য কারও মাধ্যমে তাঁকে খুঁজে পেতে হবে ৷" রাজ্যের মন্ত্রীদের কেউ শাহজাহান শেখকে স্বাধীনতা সংগ্রামী সঙ্গে তুলনা করছেন, কেউ আবার তাঁকে ভদ্রলোক বলছেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শাহজাহানকে 'ভদ্রলোক' বললেন সেচমন্ত্রী
  2. ইডির হাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য নেই, তাই এখনই পদক্ষপ নয়; জানাল আদালত
  3. সন্দেশখালির ঘটনা অনভিপ্রেত, না হলেই ভালো হত: অভিষেক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.