ETV Bharat / state

ক্যাম্পাসে কিলবিল করছে সাপের ছানা, মালদার স্কুলে আতঙ্ক - SNAKE FEAR AT SCHOOL

Snakes Recover: স্কুলে মধ্যে ক্লাস চলছে ৷ হঠাৎ নিরাপত্তারক্ষীর ঘর থেকে বেরোল একের পর এক সাপ ৷ নিমেষের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত পড়ুয়ারা ৷ শেষমেশ উদ্ধার করা হয় 8টি সাপ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 7:10 PM IST

Snake Recovery
প্রতীকী ছবি (ফাইল ছবি)

মালদা, 8 জুলাই: প্রতিদিনের মতো স্কুলে ক্লাস চলছিল নিয়ম মেনে ৷ হঠাতই হইহই কাণ্ড ৷ স্কুলের নিরাপত্তারক্ষীর ঘর থেকে বেরিয়ে আসছে একের পর এক সাপের বাচ্চা ৷ সেই খবর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় পডুয়াদের কানে ৷ সোমবার মালদা গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের পরিস্থিতি ছিল এমনই ৷ তবে বনদফরের হাতে সরীসৃপগুলোকে তুলে দেওয়ার কিছুটা হলেও আতঙ্ক কাটে পড়ুয়াদের মধ্যে ৷

Snakes Recovered
উদ্ধার হওয়া সাপের বাচ্চাগুলি (নিজস্ব চিত্র)

স্কুলের তরফে জানানো হয়েছে, সাপের খবর ছড়িয়ে পড়েতেই সেগুলিকে ধরার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ একটি সাপ উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া হয় ৷ তাঁরা এসে নিরাপত্তারক্ষীর ঘর থেকে সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় ৷ আটটি সাপের বাচ্চা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বড় সাপ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ঘটনা প্রসঙ্গেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুম্পা মুখোপাধ্যায় বলেন, "বর্ষার সময় সাপ আসবেই ৷ এটাই প্রথমবার নয়, এর আগেও সাপ বেরিয়েছে ৷ প্রতি বছরই স্কুলে সাপ দেখা যায় ৷ স্কুলে তিনজন সাফাইকর্মী রয়েছেন ৷ তাঁরা নিয়মিত স্কুল ক্যাম্পাস পরিষ্কার করেন ৷ তবু সাপ বেরিয়েছে ৷ আমরা বন দফতরকে জানাচ্ছি ৷ স্কুলে প্রায় 1600 ছাত্রী ৷ আমরা বেশিরভাগ ছাত্রীকেই সাপ বেরোনোর খবর জানাইনি ৷ কয়েকজন জানতে পেরেছে ৷ স্কুল চত্বরে আগাছা তেমন নেই ৷ তবে বড় গাছ রয়েছে ৷ আমরা স্কুল ক্যাম্পাস আরও পরিষ্কার রাখার চেষ্টা করব ৷"

আতঙ্কিত অভিভাবিকা সারিকা রায় বলেন, "আজ স্কুলে এসে শুনলাম, সাপ ধরা পড়েছে ৷ প্রথমে 4-5টি সাপের কথা শুনে ছিলাম, পরে জানতে পারি 7-8টি সাপ ধরা হয়েছে ৷ স্কুলের নিরাপত্তারক্ষীদের ঘর থেকেই বাচ্চা সাপগুলিকে উদ্ধার করা হয়েছে ৷ বড় সাপ আছে বলেও মনে হচ্ছে ৷ এ নিয়ে আতঙ্কে রয়েছি ৷ সাপের জন্য স্কুল কামাই করা যায় না ৷ ক্লাস বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি ৷ তাই আমরা চাই, দ্রুত সাপমুক্ত করা হোক স্কুল ৷ নিয়মিত স্কুল সাফাই করা প্রয়োজন ৷"

স্কুলের চত্বরে থাকা নরেশ সাহা এক ব্যক্তি জানান, মালাদার এই স্কুলটি মেয়েদের জন্য অন্যতম প্রতিষ্ঠিত স্কুল ৷ প্রচুর পড়ুয়া আছে ৷ স্কুলের কেয়ারটেকার আশিসের ঘর থেকে একাধিক সাপের বাচ্চা বেরিয়েছে ৷ বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে ৷ এই স্কুলে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, তিনটি বিভাগই রয়েছে ৷ ফলে প্রতিদিন কয়েক হাজার মেয়ে স্কুল ক্যাম্পাসে ঘোরাফেরা করে ৷ কিন্তু স্কুলের ক্যাম্পাস ঠিকমতো পরিষ্কার করা হয় না ৷ গোখরোর বাচ্চা পাওয়া গিয়েছে তাতে যে কোনও সময় বড়সড় ঘটনা ঘটতে পারে ৷ স্কুল কর্তৃপক্ষের বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন ৷

মালদা, 8 জুলাই: প্রতিদিনের মতো স্কুলে ক্লাস চলছিল নিয়ম মেনে ৷ হঠাতই হইহই কাণ্ড ৷ স্কুলের নিরাপত্তারক্ষীর ঘর থেকে বেরিয়ে আসছে একের পর এক সাপের বাচ্চা ৷ সেই খবর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় পডুয়াদের কানে ৷ সোমবার মালদা গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের পরিস্থিতি ছিল এমনই ৷ তবে বনদফরের হাতে সরীসৃপগুলোকে তুলে দেওয়ার কিছুটা হলেও আতঙ্ক কাটে পড়ুয়াদের মধ্যে ৷

Snakes Recovered
উদ্ধার হওয়া সাপের বাচ্চাগুলি (নিজস্ব চিত্র)

স্কুলের তরফে জানানো হয়েছে, সাপের খবর ছড়িয়ে পড়েতেই সেগুলিকে ধরার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ একটি সাপ উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া হয় ৷ তাঁরা এসে নিরাপত্তারক্ষীর ঘর থেকে সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় ৷ আটটি সাপের বাচ্চা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বড় সাপ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ঘটনা প্রসঙ্গেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুম্পা মুখোপাধ্যায় বলেন, "বর্ষার সময় সাপ আসবেই ৷ এটাই প্রথমবার নয়, এর আগেও সাপ বেরিয়েছে ৷ প্রতি বছরই স্কুলে সাপ দেখা যায় ৷ স্কুলে তিনজন সাফাইকর্মী রয়েছেন ৷ তাঁরা নিয়মিত স্কুল ক্যাম্পাস পরিষ্কার করেন ৷ তবু সাপ বেরিয়েছে ৷ আমরা বন দফতরকে জানাচ্ছি ৷ স্কুলে প্রায় 1600 ছাত্রী ৷ আমরা বেশিরভাগ ছাত্রীকেই সাপ বেরোনোর খবর জানাইনি ৷ কয়েকজন জানতে পেরেছে ৷ স্কুল চত্বরে আগাছা তেমন নেই ৷ তবে বড় গাছ রয়েছে ৷ আমরা স্কুল ক্যাম্পাস আরও পরিষ্কার রাখার চেষ্টা করব ৷"

আতঙ্কিত অভিভাবিকা সারিকা রায় বলেন, "আজ স্কুলে এসে শুনলাম, সাপ ধরা পড়েছে ৷ প্রথমে 4-5টি সাপের কথা শুনে ছিলাম, পরে জানতে পারি 7-8টি সাপ ধরা হয়েছে ৷ স্কুলের নিরাপত্তারক্ষীদের ঘর থেকেই বাচ্চা সাপগুলিকে উদ্ধার করা হয়েছে ৷ বড় সাপ আছে বলেও মনে হচ্ছে ৷ এ নিয়ে আতঙ্কে রয়েছি ৷ সাপের জন্য স্কুল কামাই করা যায় না ৷ ক্লাস বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি ৷ তাই আমরা চাই, দ্রুত সাপমুক্ত করা হোক স্কুল ৷ নিয়মিত স্কুল সাফাই করা প্রয়োজন ৷"

স্কুলের চত্বরে থাকা নরেশ সাহা এক ব্যক্তি জানান, মালাদার এই স্কুলটি মেয়েদের জন্য অন্যতম প্রতিষ্ঠিত স্কুল ৷ প্রচুর পড়ুয়া আছে ৷ স্কুলের কেয়ারটেকার আশিসের ঘর থেকে একাধিক সাপের বাচ্চা বেরিয়েছে ৷ বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে ৷ এই স্কুলে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, তিনটি বিভাগই রয়েছে ৷ ফলে প্রতিদিন কয়েক হাজার মেয়ে স্কুল ক্যাম্পাসে ঘোরাফেরা করে ৷ কিন্তু স্কুলের ক্যাম্পাস ঠিকমতো পরিষ্কার করা হয় না ৷ গোখরোর বাচ্চা পাওয়া গিয়েছে তাতে যে কোনও সময় বড়সড় ঘটনা ঘটতে পারে ৷ স্কুল কর্তৃপক্ষের বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.