ETV Bharat / state

অভয়ার সুবিচারের লড়াইতে বাংলার পাশে রয়েছে সারা দেশ: স্মৃতি ইরানি - RG Kar Doctor Rape and Murder

Smriti Irani in Kolkata: কলকাতায় এসে আরজি কর নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ শাসকের দিকে আঙুল তুলে কী বললেন তিনি ?

Smriti Irani
সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 11:06 PM IST

কলকাতা, 16 অগস্ট: আরজি কর নিয়ে মুখ খুললেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি । শুক্রবার কলকাতায় এসে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, আরজি করের নির্যাতিতার সুবিচারের লড়াইতে সারা দেশ বাংলার পাশে রয়েছে । সুবিচার কোনও রাজনৈতিক রং দেখে হয় না । ওই মেয়েটির পরিবার কোন দলকে সমর্থন করতেন বা করতেন না কোন দলকে ভোট দিয়েছেন সেই সব না ভেবে অভয়াকে সুবিচার পাইয়ে দিতে হবে ।"

এদিন তিনি আরও বলেন, "আরজি করে সেদিন যে ঘটনা ঘটেছিল তখন ওই ভবনের কোনও ব্যক্তি ওই চিকিৎসকের চিৎকার শুনতে পাননি ? সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে ওই মেয়েটির শরীরে 150 মিলিলিটার সিমেন পাওয়া গিয়েছে । তাঁর শরীরের ক্ষত দেখে একটা দিনের আলোর মত পরিষ্কার যে এটা কোনও একজন ব্যক্তির কাজ হতে পারে না । যে বা যারা এই কাজ করেছে সে বা তারা এত সাহস কথা থেকে পেল ? কার অঙ্গুলি হেলনে 14 অগস্ট রাতে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সারা আরজি কর হাসপাতাল চত্বর ভাঙচুর করা হল ?"

এদিন বিজেপি নেত্রী এইসব অভিযোগের মধ্যে দিয়ে যে শাসকদলকেই ইঙ্গিত করতে চেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না ৷ আরজি কর ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ যার আঁচ ছড়িয়েছে দেশজুড়ে ৷

কলকাতা, 16 অগস্ট: আরজি কর নিয়ে মুখ খুললেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি । শুক্রবার কলকাতায় এসে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, আরজি করের নির্যাতিতার সুবিচারের লড়াইতে সারা দেশ বাংলার পাশে রয়েছে । সুবিচার কোনও রাজনৈতিক রং দেখে হয় না । ওই মেয়েটির পরিবার কোন দলকে সমর্থন করতেন বা করতেন না কোন দলকে ভোট দিয়েছেন সেই সব না ভেবে অভয়াকে সুবিচার পাইয়ে দিতে হবে ।"

এদিন তিনি আরও বলেন, "আরজি করে সেদিন যে ঘটনা ঘটেছিল তখন ওই ভবনের কোনও ব্যক্তি ওই চিকিৎসকের চিৎকার শুনতে পাননি ? সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে ওই মেয়েটির শরীরে 150 মিলিলিটার সিমেন পাওয়া গিয়েছে । তাঁর শরীরের ক্ষত দেখে একটা দিনের আলোর মত পরিষ্কার যে এটা কোনও একজন ব্যক্তির কাজ হতে পারে না । যে বা যারা এই কাজ করেছে সে বা তারা এত সাহস কথা থেকে পেল ? কার অঙ্গুলি হেলনে 14 অগস্ট রাতে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সারা আরজি কর হাসপাতাল চত্বর ভাঙচুর করা হল ?"

এদিন বিজেপি নেত্রী এইসব অভিযোগের মধ্যে দিয়ে যে শাসকদলকেই ইঙ্গিত করতে চেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না ৷ আরজি কর ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ যার আঁচ ছড়িয়েছে দেশজুড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.