ETV Bharat / state

রামপুরহাটে ট্রেনের চাকায় ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা - Smoke from Trains Wheels - SMOKE FROM TRAINS WHEELS

Panic at Bangalore Guwahati Express Train: চাকা থেকে বেরোচ্ছিল ধোঁয়া ৷ আর তা দেখতে পেয়েই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ রামপুরহাট স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে 12509 আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ৷

Rampurhat News
রামপুরহাটে ট্রেন থেকে বেরোচ্ছে ধোঁয়া (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 9:21 PM IST

রামপুরহাট, 4 অগস্ট: দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের কামরার চাকা থেকে ধোঁয়া ৷ আগুন আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে । রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ও স্বাধীনপুর রেল স্টেশনের মাঝে কাবিলপুর রেল গেটের কাছে ।

আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের চাকা থেকে ধোঁয়া (ইটিভি ভারত)

এদিন বিকেলে 12509 আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি বিকেলে 5টা 10 মিনিটে রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল । সেই সময় এস টু কামরার চাকা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা । তারা বিষয়টি টিটিকে জানালে কাবিলপুর রেলগেটের কাছে ট্রেনটি দাঁড় করানো হয় । আগুন আতঙ্কে ট্রেন থেকে রেললাইনে নেমে পড়েন যাত্রীরা । পরে ট্রেনে থাকা অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে রেলপুলিশ । পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখতে পান এস টু কামরার চাকা থেকে ধোঁয়া বের হওয়ায় এই অবস্থা হয়েছে । তবে সব ঠিকঠাক করে 15 মিনিট পর ট্রেনটি গন্তব্যস্থলের দিকে ফের রওনা দেয় ।

দুর্ঘটনা ছাড়াও এই রকম ঘটনায় বহুবার প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল ৷ এদিনই সকাল 10টা নাগাদ হঠাৎ কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটে । ঘটনাটি ঘটে বিশাখাপত্তনম রেল স্টেশনে ৷ চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কোচে আগুন লেগে যায় । ট্রেনের জানলা দিয়ে দাউ দাউ করে বেরতে থাকে আগুনের লেলিহান শিখা ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন ও স্টেশনে থাকা যাত্রীরা ৷ যদিও দুর্ঘটনায় এখনও কোনও আহত বা হতাহতের খবর নেই ৷ তারপর এদিন আবার রামপুরহাট রেল স্টেশনের কাছে কাবিলপুরে এই ঘটনা ৷ রেলের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্নের মুখে সরকার ।

রামপুরহাট, 4 অগস্ট: দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের কামরার চাকা থেকে ধোঁয়া ৷ আগুন আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে । রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ও স্বাধীনপুর রেল স্টেশনের মাঝে কাবিলপুর রেল গেটের কাছে ।

আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের চাকা থেকে ধোঁয়া (ইটিভি ভারত)

এদিন বিকেলে 12509 আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি বিকেলে 5টা 10 মিনিটে রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল । সেই সময় এস টু কামরার চাকা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা । তারা বিষয়টি টিটিকে জানালে কাবিলপুর রেলগেটের কাছে ট্রেনটি দাঁড় করানো হয় । আগুন আতঙ্কে ট্রেন থেকে রেললাইনে নেমে পড়েন যাত্রীরা । পরে ট্রেনে থাকা অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে রেলপুলিশ । পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখতে পান এস টু কামরার চাকা থেকে ধোঁয়া বের হওয়ায় এই অবস্থা হয়েছে । তবে সব ঠিকঠাক করে 15 মিনিট পর ট্রেনটি গন্তব্যস্থলের দিকে ফের রওনা দেয় ।

দুর্ঘটনা ছাড়াও এই রকম ঘটনায় বহুবার প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল ৷ এদিনই সকাল 10টা নাগাদ হঠাৎ কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটে । ঘটনাটি ঘটে বিশাখাপত্তনম রেল স্টেশনে ৷ চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কোচে আগুন লেগে যায় । ট্রেনের জানলা দিয়ে দাউ দাউ করে বেরতে থাকে আগুনের লেলিহান শিখা ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন ও স্টেশনে থাকা যাত্রীরা ৷ যদিও দুর্ঘটনায় এখনও কোনও আহত বা হতাহতের খবর নেই ৷ তারপর এদিন আবার রামপুরহাট রেল স্টেশনের কাছে কাবিলপুরে এই ঘটনা ৷ রেলের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্নের মুখে সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.