কলকাতা, 4 জুলাই: এ যুগের বই বিমুখ বাঙালিদের নিয়ে আগেই রঙ্গ-রসিকতা করে গিয়েছেন লেখক সৈয়দ মুস্তাফা আলী । তাঁর কথায়, "বই কিনে কেউ দেউলিয়া হয় না ৷" বই পড়া নিয়ে কবীর হুমায়ুনও লিখেছেন, "মানুষের সভ্যতা প্রযুক্তি-জ্ঞান যত, বইয়ের মাঝে থাকে স্থির সাগরের মতো । জীবনের সফলতা অর্জন চাও যদি, বই পড়ো মনোযোগে নির্জনে নিরবধি । মিটাইতে চাহো যদি সাধ, জ্ঞান-তৃষ্ণার, বইয়ের সাথে তবে একাত্ম দরকার । ভ্রমণেতে বাসে ট্রেনে দুপুরের আলস্যে, জীবনের প্রয়োজনে বই পড়ো শুয়ে-বসে ।"
স্মার্টফোন ও সোশাল মিডিয়ার দাপটে এখন বই বিমুখ মানুষের সংখ্যা বেড়েছে ৷ তাই আট থেকে আশি সবাইকেই বইমুখী করতে অভিনব উদ্যোগ নিল শহরের এক বইয়ের দোকান । স্মার্টফোনের মাপের 'রিড বেঙ্গলি বুকস্টোরে' মিলছে বই ৷ বর্তমানে মোবাইল ফোনের জনপ্রিয়তা ও ব্যাপকতার কথা মাথায় রেখে মুঠোফোনে ঘাড়গুজে থাকা প্রজন্মের জন্য এই দোকানের সেলফে রাখা হয়েছে স্মার্টফোনের মাপের ছাপা বইগুলি । তফাত শুধু এই যে, বোতাম টিপলে সোশাল মিডিয়ার পেজ খুলে যায় ৷ এখানে স্মার্টফোনের মাপের বইয়ের পাতা উলটোলে খুলে যাবে জ্ঞান বিজ্ঞানের অজানা দিগন্ত ৷
এখন স্মার্টফোন বা আই প্যাডেও বই ডাউনলোড করে নিয়ে পড়ছেন পাঠক । তাই প্রযুক্তির প্রলোভনে বই এখন ব্রাত্য । একটি বই হাতে নিয়ে তা পড়ার যে আনন্দ তার থেকে অনেক সময়ই বঞ্চিত থাকছেন নতুন প্রজন্মের পাঠকরা । তাই সব বিষয়গুলি ভেবেই এই ধরনের বই প্রকাশের কথা ভেবেছেন দোকানের কর্ণধার প্রীতম সেনগুপ্ত । মাপের ছোট এই বইগুলি স্মার্টফোনের মতো পকেটে পুরে নিলেই হল । এরপর রাস্তা ঘাটে বা কাজের মাঝে পড়ে নেওয়া যায় ।
প্রীতম সেনগুপ্ত বলেন, "বর্তমানে মানুষের হাতে সময় খুব কম । তাই একটা বড় বই হয়তো ইচ্ছে থাকলেও পড়ার অবকাশ মেলে না । সেই ভাবনাচিন্তা থেকে স্মার্টফোন ফোনের মাপের বইটি তৈরি করা হয়েছে, যাতে পাঠকরা বই পড়তে উৎসাহী হয় । আর এই ছোট বই পড়তেও তেমন সময় লাগবে না । ছোট বইটি পড়ে সেই বিষয়ে পাঠকের আরও জানবার কৌতুহল বাড়বে ৷ তিনি তখন নিশ্চয়ই বড় বইটি কিনে পড়বেন । মূলত, পুরোনো বাংলা ক্লাসিক-ধর্মী পকেট ফ্রেন্ডলি বই মিলছে এখানে ।"
তিনি জানান, নতুন প্রজন্মের পাঠকরাই এই ধরনের বইয়ের ক্রেতা । তাঁদের মাথায় রেখেই ও তাঁদের কৌতুহল বাড়বে এবং ভালো লাগবে, সেই ধরনের বিষয় নিয়ে বইগুলি ছাপা হয়েছে । তবে মোটের উপর এই বইগুলি নিয়ে বাজার বেশ ভালো সাড়া মিলছে । শুধুমাত্র আকার নয়, বেশ পকেট ফ্রেন্ডলিও বটে এই বইগুলি । বইগুলির মূল্য 89 টাকা । লেক মার্কেটের কাছে রিড বেঙ্গলি বুকস্টোরে মিলছে এই ধরনের অনেক বই । এছাড়াও, এখানে পাওয়া যাচ্ছে ভিন্ন স্বাদের দেশ বিদেশের আরও অনেক বইয়ের সমাহার ।
তবে শুধু পকেট সাইজ বা স্মার্টফোন সাইজের বই করলেই যে হবে না সেটা বুঝেছিলেন প্রীতম সেনগুপ্ত । বিষয়ও থাকতে হবে চমক । এমন সব বিষয়ে বই প্রকাশ করতে হবে যেগুলি পরে পাঠক অনেক নতুন তথ্য পাবেন এবং সেই বিষয় আরও জানতে আগ্রহী হবেন । কারণ, মুঠোফোনে অনেক জানা-অজানা জগত এক ক্লিকের মাধ্যমেই আমাদের চোখের সামনে খুলে যায়। তাই স্মার্টফোনকে টক্কর দিতে এমনকিছু বিষয় চাই যেগুলি বহুল চর্চিত নয়।
এই ' চটজলতি সিরিজে ' তাঁর প্রকাশনা সংস্থা ' ভাষা' র এমন কিছু বই ছাপিয়েছেন যেগুলি পথিকদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে । পাঠক একবার পড়লে ছাড়তে পারবে না । অন্যান্য বইয়ের পাশাপাশি এই ধরনের বিষয়গুলি নিয়ে ছোট মাপের বই পথ চলা শুরু হয় ২০২৩ সালে। নিজস্ব গবেষণার টিম রয়েছে, যাঁরা বিভিন্ন শিক্ষাবিদ ইতিহাসবিদ এবং কন্টেন্ট এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে নিজেদের মতো রিসার্চ করে বিষয়বস্তু ঠিক করেন । এখনও পর্যন্ত এই ধরনের সাতটি বিষয় বই প্রকাশ করেছেন ।