ETV Bharat / state

7 দিনে নিয়োগ না হলে আত্মহত্যা ! সরকারকে হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের

SLST Recruitment: সাংবাদিক সম্মেলনে সরকারকে সাতদিন সময় দিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ তা না হলে আত্মহত্যা করবেন বলে জানালেন তাঁরা ৷

Etv Bharat
সাংবাদিক সম্মেলনে চাকরিপ্রার্থীরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 3:08 PM IST

Updated : Feb 26, 2024, 4:22 PM IST

ছাত্র-যুব অধিকার মঞ্চের সভাপতি মহিদুল ইসলামের বক্তব্য

কলকাতা, 26 ফেব্রুয়ারি: "সাতদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ না করেন তাহলে কলকাতার বুকে একাধিক লাশ পাবেন । এই জীবন রাখব না । আমরা সেই পরিকল্পনা করে ফেলেছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন । কুণাল ঘোষও মিথ্যা কথা বলে আন্দোলন ও ক্ষোভ চাপতে চাইছেন । আর নয় । চুপ ছিলাম এবার বড় পদক্ষেপ করব । আমরা জীবন শেষ করে দেব ।" এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন ।

2016-র এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণি চাকরিপ্রার্থীরা এদিন সাংবাদিক সম্মেলন করেন । চাকরিপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ মণ্ডল, মহিদুল ইসলাম, কৈলাশ লেট, সাথী কর্মকার ও রাজর্ষি দাস । তাঁদের অভিযোগ, "আমরা প্রত্যেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছি । তারপর থেকে এখনও চাকরি পাইনি । আন্দোলন করে চলেছি । 1 হাজার 100 দিন ধরে পথে আন্দোলন করছি । ভোট এলেই শাসকদলের তরফে সমস্যা সমাধানে প্রতিশ্রুতি আসছে । ভোট মিটলে সেই একই অবস্থা । মুখ্যমন্ত্রী 2019 সালে প্রেস ক্লাবের সামনে আন্দোলনে এসে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ নির্বাচন শেষ হলে সমাধান করবেন । তাঁর আশ্বাস মিথ্যা ও ভাঁওতাবাজি ৷ এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে জেলে চলে যান । বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও মিথ্যা প্রতিশ্রুতি দেন । তারপর ফের শাসকদলের নেতা কুণাল ঘোষ । একের পর এক । আমরা মুখ্যমন্ত্রীর কাছে শুনতে চাই তিনি মিথ্যা বলছেন । আমরা আন্দোলন বন্ধ করব ।

এরপর তাঁদের 7 দিন সময় দিলাম । নির্দেশিকা জারি করে আমাদের নিয়োগ দিয়ে হবে । নাহলে মৃত্যুবরণ করব । আন্দোলন হবে চরম পথে ।"

আরও পড়ুন :

  1. চাকরিপ্রার্থীদের নিয়োগে আইনি জট নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে কুণাল ঘোষ
  2. 'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল
  3. নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

ছাত্র-যুব অধিকার মঞ্চের সভাপতি মহিদুল ইসলামের বক্তব্য

কলকাতা, 26 ফেব্রুয়ারি: "সাতদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ না করেন তাহলে কলকাতার বুকে একাধিক লাশ পাবেন । এই জীবন রাখব না । আমরা সেই পরিকল্পনা করে ফেলেছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন । কুণাল ঘোষও মিথ্যা কথা বলে আন্দোলন ও ক্ষোভ চাপতে চাইছেন । আর নয় । চুপ ছিলাম এবার বড় পদক্ষেপ করব । আমরা জীবন শেষ করে দেব ।" এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন ।

2016-র এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণি চাকরিপ্রার্থীরা এদিন সাংবাদিক সম্মেলন করেন । চাকরিপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ মণ্ডল, মহিদুল ইসলাম, কৈলাশ লেট, সাথী কর্মকার ও রাজর্ষি দাস । তাঁদের অভিযোগ, "আমরা প্রত্যেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছি । তারপর থেকে এখনও চাকরি পাইনি । আন্দোলন করে চলেছি । 1 হাজার 100 দিন ধরে পথে আন্দোলন করছি । ভোট এলেই শাসকদলের তরফে সমস্যা সমাধানে প্রতিশ্রুতি আসছে । ভোট মিটলে সেই একই অবস্থা । মুখ্যমন্ত্রী 2019 সালে প্রেস ক্লাবের সামনে আন্দোলনে এসে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ নির্বাচন শেষ হলে সমাধান করবেন । তাঁর আশ্বাস মিথ্যা ও ভাঁওতাবাজি ৷ এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে জেলে চলে যান । বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও মিথ্যা প্রতিশ্রুতি দেন । তারপর ফের শাসকদলের নেতা কুণাল ঘোষ । একের পর এক । আমরা মুখ্যমন্ত্রীর কাছে শুনতে চাই তিনি মিথ্যা বলছেন । আমরা আন্দোলন বন্ধ করব ।

এরপর তাঁদের 7 দিন সময় দিলাম । নির্দেশিকা জারি করে আমাদের নিয়োগ দিয়ে হবে । নাহলে মৃত্যুবরণ করব । আন্দোলন হবে চরম পথে ।"

আরও পড়ুন :

  1. চাকরিপ্রার্থীদের নিয়োগে আইনি জট নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে কুণাল ঘোষ
  2. 'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল
  3. নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
Last Updated : Feb 26, 2024, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.