কলকাতা, 13 ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর সকালে অঞ্জলি দেওয়া থেকে হাতে খড়ি । পুরোহিত মশাই হাত ধরে স্লেটের উপর লিখিয়ে দিচ্ছেন অ-আ-ক-খ । সেখান থেকেই শুরু ৷ তারপর বেশ কয়েকবছর ধরে সঙ্গী থাকত সেই স্লেট-পেনসিল বা চক । কাঠের ফ্রেমের স্লেট । সাদা খড়িমাটির চক । কখনও পড়ে গিয়ে ফাটল ধরত । কখনও ভেঙে যেত । হাতেখড়ির পরবর্তী কয়েকবছর বাংলা-ইংরেজি বর্ণ, সংখ্যা লেখার পাশাপাশি শেখা ও রপ্ত করার একমাত্র সঙ্গী ছিল স্লেট পেনসিল । আজ প্রায় লুপ্তপ্রায় । সারা বছর ক্রেতাদের পাত্তা থাকে না । বছরের একটা দিনের জন্য স্লেট পেনসিলের কদর বাড়ে । সরস্বতী পুজোর প্রাক্কালে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই ভাসলেন স্মৃতিচারণায় ভাসলেন ।
শ্যামবাজারের বেশ কয়েকটা বইয়ের দোকানে ঘুরে দেখার পর হাতে গুনে কয়েকটি দোকানে মিলল খোঁজ । সেখানে আছে স্লেট পেনসিল । যার দাম বর্তমানে দাঁড়িয়েছে 80 টাকায় । এক বিক্রেতা জানান, সারাবছর কেউ খোঁজ করে না । কিন্তু সরস্বতী পুজোয় হতেখড়ি দিতে হলে এর বিকল্প কিছু নেই । তাই পুজোর সময় বেশ কিছু বিক্রি হয় । এ বছর এখনও পর্যন্ত গোটা 20 বিক্রি করেছেন ।
এক ক্রেতার কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু আমাদের জীবনের চারপাশ থেকে হারিয়ে যায় । আধুনিকতা গ্রাস করেছে সবকিছু । আমরা বা আমাদের ছেলেমেয়েদের স্লেট পেনসিল শুধু হতে খড়ি নয়, স্কুল পর্বের আগে পর্যন্ত নিয়মিত সঙ্গী ছিল । এমনকি আঁকাও শিখিয়েছি এই স্লেটে । এখন আর খোঁজ করলেও মেলে না । ছোটবেলার একটা স্মৃতি । আজ এই স্লেট পেনসিল প্রায় হারিয়ে যেতে বসেছে । সরস্বতী পুজোর সময় গুটিকতক দোকানে দেখতে পাই । সময়ের সঙ্গে সঙ্গে স্লেটের পরিবর্তে খাতাতেই এখন বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখানো হয় ।"
হাতেখড়ি আছে বলেই স্লেট-পেনসিলও রয়েছে ৷ এই প্রথা যতদিন থাকবে ততদিনই থাকবে এই কালো পাথর ও সাদা খড়ির যুগলবন্দি ৷ এমনটাই মত সকলের ৷
আরও পড়ুন :
- সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
- সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
- কুমোরটুলিতে চাহিদা বাড়ছে বিদ্যাদেবীর, প্রায় 50টি প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে