ETV Bharat / state

বছরভর লুপ্তপ্রায়, সরস্বতী পুজো এলেই কদর বাড়ে স্লেট-পেনসিল জোড়ির

Saraswati Puja: সারা বছর তেমনভাবে দেখা পাওয়া যায় না ৷ কেউ কিনতেও আসেন না ৷ কিন্তু সরস্বতী পুজো এলেই কদর বাড়ে এই জোড়ির ৷ কারণ হাতে খড়ি দেওয়ার জন্য এর বিকল্প যে কিছু নেই ৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন ৷ স্লেট-পেনসিলের কথাই বলছি ৷

Etv Bharat
সরস্বতী পুজোয় কদর বাড়ে স্লেট-পেনসিল জোড়ির
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 10:54 PM IST

সরস্বতী পুজোয় কদর বাড়ে স্লেট-পেনসিল জোড়ির

কলকাতা, 13 ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর সকালে অঞ্জলি দেওয়া থেকে হাতে খড়ি । পুরোহিত মশাই হাত ধরে স্লেটের উপর লিখিয়ে দিচ্ছেন অ-আ-ক-খ । সেখান থেকেই শুরু ৷ তারপর বেশ কয়েকবছর ধরে সঙ্গী থাকত সেই স্লেট-পেনসিল বা চক । কাঠের ফ্রেমের স্লেট । সাদা খড়িমাটির চক । কখনও পড়ে গিয়ে ফাটল ধরত । কখনও ভেঙে যেত । হাতেখড়ির পরবর্তী কয়েকবছর বাংলা-ইংরেজি বর্ণ, সংখ্যা লেখার পাশাপাশি শেখা ও রপ্ত করার একমাত্র সঙ্গী ছিল স্লেট পেনসিল । আজ প্রায় লুপ্তপ্রায় । সারা বছর ক্রেতাদের পাত্তা থাকে না । বছরের একটা দিনের জন্য স্লেট পেনসিলের কদর বাড়ে । সরস্বতী পুজোর প্রাক্কালে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই ভাসলেন স্মৃতিচারণায় ভাসলেন ।

শ্যামবাজারের বেশ কয়েকটা বইয়ের দোকানে ঘুরে দেখার পর হাতে গুনে কয়েকটি দোকানে মিলল খোঁজ । সেখানে আছে স্লেট পেনসিল । যার দাম বর্তমানে দাঁড়িয়েছে 80 টাকায় । এক বিক্রেতা জানান, সারাবছর কেউ খোঁজ করে না । কিন্তু সরস্বতী পুজোয় হতেখড়ি দিতে হলে এর বিকল্প কিছু নেই । তাই পুজোর সময় বেশ কিছু বিক্রি হয় । এ বছর এখনও পর্যন্ত গোটা 20 বিক্রি করেছেন ।

এক ক্রেতার কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু আমাদের জীবনের চারপাশ থেকে হারিয়ে যায় । আধুনিকতা গ্রাস করেছে সবকিছু । আমরা বা আমাদের ছেলেমেয়েদের স্লেট পেনসিল শুধু হতে খড়ি নয়, স্কুল পর্বের আগে পর্যন্ত নিয়মিত সঙ্গী ছিল । এমনকি আঁকাও শিখিয়েছি এই স্লেটে । এখন আর খোঁজ করলেও মেলে না । ছোটবেলার একটা স্মৃতি । আজ এই স্লেট পেনসিল প্রায় হারিয়ে যেতে বসেছে । সরস্বতী পুজোর সময় গুটিকতক দোকানে দেখতে পাই । সময়ের সঙ্গে সঙ্গে স্লেটের পরিবর্তে খাতাতেই এখন বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখানো হয় ।"

হাতেখড়ি আছে বলেই স্লেট-পেনসিলও রয়েছে ৷ এই প্রথা যতদিন থাকবে ততদিনই থাকবে এই কালো পাথর ও সাদা খড়ির যুগলবন্দি ৷ এমনটাই মত সকলের ৷

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  3. কুমোরটুলিতে চাহিদা বাড়ছে বিদ্যাদেবীর, প্রায় 50টি প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে

সরস্বতী পুজোয় কদর বাড়ে স্লেট-পেনসিল জোড়ির

কলকাতা, 13 ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর সকালে অঞ্জলি দেওয়া থেকে হাতে খড়ি । পুরোহিত মশাই হাত ধরে স্লেটের উপর লিখিয়ে দিচ্ছেন অ-আ-ক-খ । সেখান থেকেই শুরু ৷ তারপর বেশ কয়েকবছর ধরে সঙ্গী থাকত সেই স্লেট-পেনসিল বা চক । কাঠের ফ্রেমের স্লেট । সাদা খড়িমাটির চক । কখনও পড়ে গিয়ে ফাটল ধরত । কখনও ভেঙে যেত । হাতেখড়ির পরবর্তী কয়েকবছর বাংলা-ইংরেজি বর্ণ, সংখ্যা লেখার পাশাপাশি শেখা ও রপ্ত করার একমাত্র সঙ্গী ছিল স্লেট পেনসিল । আজ প্রায় লুপ্তপ্রায় । সারা বছর ক্রেতাদের পাত্তা থাকে না । বছরের একটা দিনের জন্য স্লেট পেনসিলের কদর বাড়ে । সরস্বতী পুজোর প্রাক্কালে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই ভাসলেন স্মৃতিচারণায় ভাসলেন ।

শ্যামবাজারের বেশ কয়েকটা বইয়ের দোকানে ঘুরে দেখার পর হাতে গুনে কয়েকটি দোকানে মিলল খোঁজ । সেখানে আছে স্লেট পেনসিল । যার দাম বর্তমানে দাঁড়িয়েছে 80 টাকায় । এক বিক্রেতা জানান, সারাবছর কেউ খোঁজ করে না । কিন্তু সরস্বতী পুজোয় হতেখড়ি দিতে হলে এর বিকল্প কিছু নেই । তাই পুজোর সময় বেশ কিছু বিক্রি হয় । এ বছর এখনও পর্যন্ত গোটা 20 বিক্রি করেছেন ।

এক ক্রেতার কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু আমাদের জীবনের চারপাশ থেকে হারিয়ে যায় । আধুনিকতা গ্রাস করেছে সবকিছু । আমরা বা আমাদের ছেলেমেয়েদের স্লেট পেনসিল শুধু হতে খড়ি নয়, স্কুল পর্বের আগে পর্যন্ত নিয়মিত সঙ্গী ছিল । এমনকি আঁকাও শিখিয়েছি এই স্লেটে । এখন আর খোঁজ করলেও মেলে না । ছোটবেলার একটা স্মৃতি । আজ এই স্লেট পেনসিল প্রায় হারিয়ে যেতে বসেছে । সরস্বতী পুজোর সময় গুটিকতক দোকানে দেখতে পাই । সময়ের সঙ্গে সঙ্গে স্লেটের পরিবর্তে খাতাতেই এখন বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখানো হয় ।"

হাতেখড়ি আছে বলেই স্লেট-পেনসিলও রয়েছে ৷ এই প্রথা যতদিন থাকবে ততদিনই থাকবে এই কালো পাথর ও সাদা খড়ির যুগলবন্দি ৷ এমনটাই মত সকলের ৷

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  3. কুমোরটুলিতে চাহিদা বাড়ছে বিদ্যাদেবীর, প্রায় 50টি প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.