ETV Bharat / state

সরকারি বিনোদনের অনুষ্ঠানস্থলের সামনে আরজি কর নিয়ে প্রতিবাদ, আটক 6 - RG Kar Doctor Rape and Murder

RG Kar Protest in Jalpaiguri: আরজি কর নিয়ে প্রতিবাদ ৷ তাতেই 6 জনকে আটক করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ৷

Jalpaiguri NEWS
আরজি কর নিয়ে প্রতিবাদের জেরে আটক 6 (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 11:07 PM IST

জলপাইগুড়ি, 17 অগস্ট: "বিনোদন নয়, বিচার চাই । জলসা নয় বিচার চাই ৷" সরকারি অনুষ্ঠানস্থলের সামনে আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে শুক্রবার আটক হলেন ছয় প্রতিবাদী । রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে 'শ্রদ্ধাঞ্জলি' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । হাকিমপাড়ার কলাকেন্দ্রের মূলগেটের সামনে বেশ কয়েকজন আরজি করের চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ করলে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ কয়েকজন প্রতিবাদীকে আটক করে নিয়ে যায় । তার মধ্যে রয়েছে সৌভিক কুন্ডা, জয়দেব মুখোপাধ্যায়, সুপর্ণা দাসগুপ্ত, শুভাশিস চৌধুরী ও সুবীর সরকার-সহ 6 জন ৷

জলপাইগুড়িতে আটক 6 প্রতিবাদী (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বাম সমর্থক হলেও তাঁরা কোনও পতাকা নিয়ে প্রতিবাদ করছিলেন না । হাতে সাদা কাগজে প্রতিবাদের ভাষা লিখে তারা গেটের সামনে দাঁড়িয়েছিলেন । পুলিশ তাদের গেটের সামনে থেকে সরে রাস্তার বিপরীতে প্রতিবাদ কর্মসূচি করতে অনুরোধ করলে তারা তা করেননি ৷ এরপরেই পুলিশ তাদের ভ্যানে তুলে নিয়ে যান । এর ফলে উত্তেজনা ছড়ায় এলাকায় ।

এদিন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রবাদপ্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মনের স্মরণে 17 ও 18 অগস্ট শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজনের করা হয় । তাতে জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন, আফরিন রানা, রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায় ও জোজো-সহ একাধিক শিল্পীরা জলপাইগুড়িতে অনুষ্ঠান করবেন বলে জানা গিয়েছে ।

এই ঘটনায় আটক এক প্রতিবাদী সৌভিক কুন্ডা অভিযোগ করে বলেন, "আমরা হাতে লেখা পোস্টারে বলতে চেয়েছিলাম বিনোদন নয়, বিচার চাই । জলসা নয় বিচার চাই ৷ আমাদের পুলিশ বলল এখানে ওসব করা যাবে না রাস্তার ওপাশে চলে যান ৷ আমরা যেতে না চাওয়ায় আমাদের আটক করা হল ।" রাজ্যজুড়ে আরজি কর নিয়ে প্রতিবাদে এদিন জলপাইগুড়িতে 6 জনকে আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷

জলপাইগুড়ি, 17 অগস্ট: "বিনোদন নয়, বিচার চাই । জলসা নয় বিচার চাই ৷" সরকারি অনুষ্ঠানস্থলের সামনে আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে শুক্রবার আটক হলেন ছয় প্রতিবাদী । রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে 'শ্রদ্ধাঞ্জলি' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । হাকিমপাড়ার কলাকেন্দ্রের মূলগেটের সামনে বেশ কয়েকজন আরজি করের চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ করলে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ কয়েকজন প্রতিবাদীকে আটক করে নিয়ে যায় । তার মধ্যে রয়েছে সৌভিক কুন্ডা, জয়দেব মুখোপাধ্যায়, সুপর্ণা দাসগুপ্ত, শুভাশিস চৌধুরী ও সুবীর সরকার-সহ 6 জন ৷

জলপাইগুড়িতে আটক 6 প্রতিবাদী (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বাম সমর্থক হলেও তাঁরা কোনও পতাকা নিয়ে প্রতিবাদ করছিলেন না । হাতে সাদা কাগজে প্রতিবাদের ভাষা লিখে তারা গেটের সামনে দাঁড়িয়েছিলেন । পুলিশ তাদের গেটের সামনে থেকে সরে রাস্তার বিপরীতে প্রতিবাদ কর্মসূচি করতে অনুরোধ করলে তারা তা করেননি ৷ এরপরেই পুলিশ তাদের ভ্যানে তুলে নিয়ে যান । এর ফলে উত্তেজনা ছড়ায় এলাকায় ।

এদিন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রবাদপ্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মনের স্মরণে 17 ও 18 অগস্ট শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজনের করা হয় । তাতে জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন, আফরিন রানা, রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায় ও জোজো-সহ একাধিক শিল্পীরা জলপাইগুড়িতে অনুষ্ঠান করবেন বলে জানা গিয়েছে ।

এই ঘটনায় আটক এক প্রতিবাদী সৌভিক কুন্ডা অভিযোগ করে বলেন, "আমরা হাতে লেখা পোস্টারে বলতে চেয়েছিলাম বিনোদন নয়, বিচার চাই । জলসা নয় বিচার চাই ৷ আমাদের পুলিশ বলল এখানে ওসব করা যাবে না রাস্তার ওপাশে চলে যান ৷ আমরা যেতে না চাওয়ায় আমাদের আটক করা হল ।" রাজ্যজুড়ে আরজি কর নিয়ে প্রতিবাদে এদিন জলপাইগুড়িতে 6 জনকে আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.