আসানসোল, 14 ডিসেম্বর: ইউপিএসসির আইএসএস পরীক্ষায় বাংলার জয়জয়কার ৷ তালিকার শীর্ষে আসানসোলের কৃতী ছাত্র সিঞ্চনস্নিগ্ধ অধিকারী ৷ তাঁর মোট প্রাপ্ত নম্বর 738 ৷ বৃহস্পতিবার ইউপিএসসি-র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে ৷ তাতে প্রথম হয়েছেন বছর সাতাশের সিঞ্চনস্নিগ্ধ ।
আসানসোলের ইসমাইলের বাসিন্দা তিনি । আসানসোল রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র ছিলেন সিঞ্চন । একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে সিঞ্চনের এই সাফল্য । তাঁর সাফল্যে খুশি পরিবার, প্রতিবেশী থেকে শুরু করে আসানসোল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ও সমগ্র আসানসোল শহর । অদম্য অধ্যাবসায় থেকেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সিঞ্চন ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আসানসোল শহরের ইসমাইলে মাদার টেরেজা সরণিতে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা সিঞ্চনের । তাঁর বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী । বহুবছর মাইন্স বোর্ড অফ হেলথের অবস্থাও ভালো নয় । সেই কারণে খুব সচ্ছল পরিবারে বড় হননি সিঞ্চন । মা সুজাতা অধিকারী গৃহবধূ । ছোট থেকে আসানসোল রামকৃষ্ণ মিশনেই পড়াশুনো করেছেন সিঞ্চন স্নিগ্ধ অধিকারী । পরবর্তীকালে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সের উপর মাস্টার্স করেন তিনি ।
মেডিক্যালে 168 র্যাংক করেছিলেন সিঞ্চন । ইঞ্জিনিয়ারিংয়েও র্যাংক করেছিলেন সপ্তম । কিন্তু সিঞ্চনের ইচ্ছে ছিল স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার । তাই প্রথমে বি স্ট্যাট ও পরে এম স্ট্যাট করেছেন এই কৃতী ছাত্র । ইচ্ছে ছিল আইএএস হওয়া । প্রথম ইউপিএসসি-তে সফলতা আসেনি । আর তার পরেই পাখির চোখ করে কঠিন অধ্যাবসায় শুরু করেন সিঞ্চনস্নিগ্ধ অধিকারী । এবার তাক লাগানো রেজাল্ট তাঁর । গোটা দেশকে চমকে দিয়ে প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী ।
সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান বাবা-মাকে । বাবা প্রদীপ অধিকারীর কথায়, "ইউপিএসসি-তে পাশ করা সিঞ্চনের স্বপ্ন ছিল । কিন্তু এভাবে দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে, তা ভাবিনি । খুব ভালো লাগছে । শুধু পরীক্ষায় প্রথম নয়, প্রশাসক হিসাবেও যেন এক নম্বর হয়, এটাই চাইব ।" মা সুজাতা অধিকারী বলেন, "ছেলের সাফল্যে আমরা সবাই গর্বিত । খুব ভালো লাগছে ওঁর পরিশ্রম সার্থক হল ।"
অবসর সময়ে রবীন্দ্রনাথের গান শোনেন সিঞ্চন। হ্যারি পটারের বই পড়তে ভালোবাসেন । এছাড়া সিনেমা দেখতেও ভালোবাসে সিঞ্চন । তবে মাত্র 4 বছর আগে ফেসবুকে এলেও সোশাল মিডিয়ায় অতটা উৎসাহী নয় বলেই জানিয়েছেন সিঞ্চন । ইউপিএসসিতে প্রথম হয়ে সিঞ্চনস্নিগ্ধ অধিকারীর স্বপ্ন এখন দেশের এক নম্বর প্রশাসক হওয়া ।