ETV Bharat / state

দম আটকে গিয়েছিল ! মহাকুম্ভের বিপর্যয়ে জখম শিলিগুড়ির দীনেশ, উদ্বেগে পরিবার - MAHAKUMBH STAMPEDE

মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার মুখে পড়ে আহত হয়েছেন শিলিগুড়ির পুণার্থী দীনেশ পণ্ডিত ৷ তাঁর জন্য উদ্বেগে রয়েছে পরিবার ৷

ETV BHARAT
ইনসেটে শিলিগুড়ির দীনেশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2025, 7:06 PM IST

শিলিগুড়ি, 29 জানুয়ারি: প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় মহাকুম্ভ মেলায় স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনার মুখে পড়লেন শিলিগুড়ির এক পুণ্যার্থী ৷ তাঁর নাম দীনেশ পণ্ডিত । মহাকুম্ভের বিপর্যয়ের সামনে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ৷ পুণ্যস্নান করতে গিয়ে কোটি কোটি মানুষের ভিড়ে প্রবল ধাক্কাধাক্কির মুখে পড়ে আহত হন দীনেশ ৷ এই খবর জানাজানি হওয়ার পরই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর শিলিগুড়িতে । উদ্বেগে দীনেশের পরিবার ৷

জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ি থেকে ছয় বন্ধু মিলে অমৃতস্নান করতে মহাকুম্ভে গিয়েছিলেন দীনেশ পণ্ডিত ৷ তিনি শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা । গতকাল রাতে পৌঁছনোর কথা থাকলেও তাঁর পৌঁছতে প্রায় ভোর হয়ে যায় বলে জানিয়েছেন তাঁর মা ৷ এরপর কিছুক্ষণ বিশ্রাম করে বুধবার ভোররাতে বন্ধুদের নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে যান দীনেশ । কিন্তু স্নান করতে গিয়ে ব্যাপক ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান তিনি ও তাঁর বন্ধুরা । চারিদিকে তখন হুলস্থুল পরিস্থিতি, চিৎকার ও গোঙানির শব্দ ৷

মহাকুম্ভের বিপর্যয়ে জখম শিলিগুড়ির দীনেশ (নিজস্ব ভিডিয়ো)

যদিও কোনওক্রমে প্রাণে বেঁচে যান দীনেশ । তবে তিনি প্রবল ধাক্কাধাক্কির মুখে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন । হারিয়ে যায় তাঁর বন্ধুরাও ৷ পরে অবশ্য সব বন্ধুকে খুঁজে পান দীনেশ ৷ তিনি ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসা করা হলে তাঁর জ্ঞান ফেরে ৷ তিনি সুস্থ হয়ে ওঠেন । আজ রাতেই তিনি বন্ধুদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন বলে মাকে ফোনে জানিয়েছেন।

ETV BHARAT
বন্ধুদের সঙ্গে মহাকুম্ভে গিয়েছেন দীনেশ (নিজস্ব চিত্র)

দীনেশের আহত হওয়ার খবর পাওয়া থেকে চিন্তার প্রহর গুনছেন তাঁর পরিবারের সদস্যরা । এদিন সকালে সংবাদমাধ্যমে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার খবর পাওয়ার পর থেকেই অস্থির হয়ে পড়েন তাঁরা ৷ প্রথমে যোগাযোগের চেষ্টা করলেও দীনেশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ পরে দীনেশ বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানান ৷ তিনি সুস্থ আছেন ও বাড়ি ফিরছেন জানতে পেরে পরিবারে স্বস্তি ফেরে ।

দীনেশের মা হীরামতি পণ্ডিত বলেন, "সকাল থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলাম । কিন্তু যোগাযোগ হচ্ছিল না । এরপর খবরে দুর্ঘটনার খবর পাই । তাতে আরও ভয় পেয়ে যাই । পরে ফোনে যোগাযোগ হয় । জানায় ওর নাকি দম আটকে গিয়েছিল । লোকজন চোখেমুখে জল দিয়ে হাসপাতালে পাঠায় । কিন্তু বন্ধুরা নাকি ছাড়াছাড়ি হয়ে যায় । আমি বলি, ওষুধ খেয়ে সুস্থ হয়ে সবার সঙ্গে যোগাযোগ করার জন্য । তারপর যোগাযোগ করে সবাই আজই ফিরছে ।"

শিলিগুড়ি, 29 জানুয়ারি: প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় মহাকুম্ভ মেলায় স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনার মুখে পড়লেন শিলিগুড়ির এক পুণ্যার্থী ৷ তাঁর নাম দীনেশ পণ্ডিত । মহাকুম্ভের বিপর্যয়ের সামনে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ৷ পুণ্যস্নান করতে গিয়ে কোটি কোটি মানুষের ভিড়ে প্রবল ধাক্কাধাক্কির মুখে পড়ে আহত হন দীনেশ ৷ এই খবর জানাজানি হওয়ার পরই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর শিলিগুড়িতে । উদ্বেগে দীনেশের পরিবার ৷

জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ি থেকে ছয় বন্ধু মিলে অমৃতস্নান করতে মহাকুম্ভে গিয়েছিলেন দীনেশ পণ্ডিত ৷ তিনি শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা । গতকাল রাতে পৌঁছনোর কথা থাকলেও তাঁর পৌঁছতে প্রায় ভোর হয়ে যায় বলে জানিয়েছেন তাঁর মা ৷ এরপর কিছুক্ষণ বিশ্রাম করে বুধবার ভোররাতে বন্ধুদের নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে যান দীনেশ । কিন্তু স্নান করতে গিয়ে ব্যাপক ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান তিনি ও তাঁর বন্ধুরা । চারিদিকে তখন হুলস্থুল পরিস্থিতি, চিৎকার ও গোঙানির শব্দ ৷

মহাকুম্ভের বিপর্যয়ে জখম শিলিগুড়ির দীনেশ (নিজস্ব ভিডিয়ো)

যদিও কোনওক্রমে প্রাণে বেঁচে যান দীনেশ । তবে তিনি প্রবল ধাক্কাধাক্কির মুখে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন । হারিয়ে যায় তাঁর বন্ধুরাও ৷ পরে অবশ্য সব বন্ধুকে খুঁজে পান দীনেশ ৷ তিনি ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসা করা হলে তাঁর জ্ঞান ফেরে ৷ তিনি সুস্থ হয়ে ওঠেন । আজ রাতেই তিনি বন্ধুদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন বলে মাকে ফোনে জানিয়েছেন।

ETV BHARAT
বন্ধুদের সঙ্গে মহাকুম্ভে গিয়েছেন দীনেশ (নিজস্ব চিত্র)

দীনেশের আহত হওয়ার খবর পাওয়া থেকে চিন্তার প্রহর গুনছেন তাঁর পরিবারের সদস্যরা । এদিন সকালে সংবাদমাধ্যমে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার খবর পাওয়ার পর থেকেই অস্থির হয়ে পড়েন তাঁরা ৷ প্রথমে যোগাযোগের চেষ্টা করলেও দীনেশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ পরে দীনেশ বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানান ৷ তিনি সুস্থ আছেন ও বাড়ি ফিরছেন জানতে পেরে পরিবারে স্বস্তি ফেরে ।

দীনেশের মা হীরামতি পণ্ডিত বলেন, "সকাল থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলাম । কিন্তু যোগাযোগ হচ্ছিল না । এরপর খবরে দুর্ঘটনার খবর পাই । তাতে আরও ভয় পেয়ে যাই । পরে ফোনে যোগাযোগ হয় । জানায় ওর নাকি দম আটকে গিয়েছিল । লোকজন চোখেমুখে জল দিয়ে হাসপাতালে পাঠায় । কিন্তু বন্ধুরা নাকি ছাড়াছাড়ি হয়ে যায় । আমি বলি, ওষুধ খেয়ে সুস্থ হয়ে সবার সঙ্গে যোগাযোগ করার জন্য । তারপর যোগাযোগ করে সবাই আজই ফিরছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.