শিলিগুড়ি, 29 জানুয়ারি: প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় মহাকুম্ভ মেলায় স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনার মুখে পড়লেন শিলিগুড়ির এক পুণ্যার্থী ৷ তাঁর নাম দীনেশ পণ্ডিত । মহাকুম্ভের বিপর্যয়ের সামনে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ৷ পুণ্যস্নান করতে গিয়ে কোটি কোটি মানুষের ভিড়ে প্রবল ধাক্কাধাক্কির মুখে পড়ে আহত হন দীনেশ ৷ এই খবর জানাজানি হওয়ার পরই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর শিলিগুড়িতে । উদ্বেগে দীনেশের পরিবার ৷
জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ি থেকে ছয় বন্ধু মিলে অমৃতস্নান করতে মহাকুম্ভে গিয়েছিলেন দীনেশ পণ্ডিত ৷ তিনি শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা । গতকাল রাতে পৌঁছনোর কথা থাকলেও তাঁর পৌঁছতে প্রায় ভোর হয়ে যায় বলে জানিয়েছেন তাঁর মা ৷ এরপর কিছুক্ষণ বিশ্রাম করে বুধবার ভোররাতে বন্ধুদের নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে যান দীনেশ । কিন্তু স্নান করতে গিয়ে ব্যাপক ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান তিনি ও তাঁর বন্ধুরা । চারিদিকে তখন হুলস্থুল পরিস্থিতি, চিৎকার ও গোঙানির শব্দ ৷
যদিও কোনওক্রমে প্রাণে বেঁচে যান দীনেশ । তবে তিনি প্রবল ধাক্কাধাক্কির মুখে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন । হারিয়ে যায় তাঁর বন্ধুরাও ৷ পরে অবশ্য সব বন্ধুকে খুঁজে পান দীনেশ ৷ তিনি ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসা করা হলে তাঁর জ্ঞান ফেরে ৷ তিনি সুস্থ হয়ে ওঠেন । আজ রাতেই তিনি বন্ধুদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন বলে মাকে ফোনে জানিয়েছেন।
দীনেশের আহত হওয়ার খবর পাওয়া থেকে চিন্তার প্রহর গুনছেন তাঁর পরিবারের সদস্যরা । এদিন সকালে সংবাদমাধ্যমে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার খবর পাওয়ার পর থেকেই অস্থির হয়ে পড়েন তাঁরা ৷ প্রথমে যোগাযোগের চেষ্টা করলেও দীনেশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ পরে দীনেশ বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানান ৷ তিনি সুস্থ আছেন ও বাড়ি ফিরছেন জানতে পেরে পরিবারে স্বস্তি ফেরে ।
দীনেশের মা হীরামতি পণ্ডিত বলেন, "সকাল থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলাম । কিন্তু যোগাযোগ হচ্ছিল না । এরপর খবরে দুর্ঘটনার খবর পাই । তাতে আরও ভয় পেয়ে যাই । পরে ফোনে যোগাযোগ হয় । জানায় ওর নাকি দম আটকে গিয়েছিল । লোকজন চোখেমুখে জল দিয়ে হাসপাতালে পাঠায় । কিন্তু বন্ধুরা নাকি ছাড়াছাড়ি হয়ে যায় । আমি বলি, ওষুধ খেয়ে সুস্থ হয়ে সবার সঙ্গে যোগাযোগ করার জন্য । তারপর যোগাযোগ করে সবাই আজই ফিরছে ।"