ETV Bharat / state

সিকিমে ধস চামলিংয়ের, অনেক এগিয়ে প্রেম সিং তামাং; পরাজিত বাইচুং - Sikkim Assembly Poll Results 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 11:14 AM IST

Updated : Jun 3, 2024, 7:11 AM IST

Sikkim Assembly Poll Results 2024: সিকিমে ক্ষমতা পুনরুদ্ধার করতে ব্যর্থ হচ্ছেন পবন কুমার চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ! প্রাথমিক ট্রেন্ডে এমনই ইঙ্গিত মিলেছে ৷ 32টি আসনের মধ্যে 29টিতেই এগিয়ে প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) ৷

ETV BHARAT
সিকিমে অনেক এগিয়ে প্রেম সিং তামাং (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 2 জুন: সিকিমে প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)-র ফের ক্ষমতায় আসার সম্ভাবনা জোরালো ৷ এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এ বার প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ছোট্ট পাহাড়ি রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধারে ব্যর্থ হবেন বলেই মনে করা হচ্ছে ৷ মোট 32টি বিধানসভার মধ্যে 29টিতেই এগিয়ে রয়েছে এসকেএম ৷ পরাজিত হয়েছেন চামলিং শিবিরের তারকা প্রার্থী বাইচুং ভুটিয়া ৷

সিকিমে এসকেএম সমর্থকদের বিজয়োল্লাস (নিজস্ব ভিডিয়ো)

চামলিং শিবিরে যোগ দেওয়া বাইচুং ভুটিয়া নামচির বারফুং আসনে লড়েন ৷ তিনি রিকশেল দর্জি ভুটিয়ার কাছে পরাজিত হয়েছেন ৷ পরাজিত হয়েছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংও ৷ নামচির পোকলোক কামরাং আসনে তাঁকে পরাজিত করেন ভোজরাজ রাই । নামচিবুং আসনেও লড়েছিলেন চামলিং । সেখানেও তিনি পরাজয়ের পথে ৷

অপরদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে সোরেঙ্গ চাকুঙ্গ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন । এছাড়া রেহনক আসনেও লড়েছিলেন তিনি । সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রেম সিং গোলে । নামচি সিঙ্গিথান আসনে লড়ছেন প্রেম সিং গোলের স্ত্রী কৃষ্ণা কুমারি রাই । তিনিও ওই আসনে অনেকটাই এগিয়ে রয়েছেন । মোটের উপর 32টি আসনের মধ্যে 29টি আসনেই এগিয়ে রয়েছে প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা ৷

আজ সকালে ভোটগণনা শুরুর পর থেকেই যত সময় এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ছবিটা ৷ সিকিমের কুর্সিতে আবারও এনডিএ জোট শরিক এসকেএম-এর ক্ষমতায় ফেরার ইঙ্গিত স্পষ্ট হওয়ায় মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলের বাড়ির সামনে বিজয়োৎসবের মেতেছেন তাঁর দলের কর্মী-সমর্থকরা । গ্যাংটকেও একই মেজাজ ধরা পড়েছে এসকেএম কর্মী-সমর্থকদের মধ্যে ।

নির্বাচনের আরও খবর জানতে চোখ রাখুন

চামলিং সিকিমের তিনবারের মুখ্যমন্ত্রী । আর সেই একচ্ছত্র আধিপত্যের মধ্যেই 2019 সালে বাজিমাত করেছিলেন প্রেম সিং তামাং। 32 আসনের এই রাজ্যে 2019 বিধানসভা নির্বাচনে প্রেম সিং তামাংয়ের এসকেএম 17টি আসনে ও চামলিংয়ের এসডিএফ 15টি আসনে জয়ী হয় । এ বার গত 19 এপ্রিল দেশের প্রথম দফার লোকসভা নির্বাচনের সঙ্গেই এই রাজ্যের বিধানসভা ভোটও হয় । ভোটদানের হার ছিল 79.88 শতাংশ।

শিলিগুড়ি, 2 জুন: সিকিমে প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)-র ফের ক্ষমতায় আসার সম্ভাবনা জোরালো ৷ এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এ বার প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ছোট্ট পাহাড়ি রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধারে ব্যর্থ হবেন বলেই মনে করা হচ্ছে ৷ মোট 32টি বিধানসভার মধ্যে 29টিতেই এগিয়ে রয়েছে এসকেএম ৷ পরাজিত হয়েছেন চামলিং শিবিরের তারকা প্রার্থী বাইচুং ভুটিয়া ৷

সিকিমে এসকেএম সমর্থকদের বিজয়োল্লাস (নিজস্ব ভিডিয়ো)

চামলিং শিবিরে যোগ দেওয়া বাইচুং ভুটিয়া নামচির বারফুং আসনে লড়েন ৷ তিনি রিকশেল দর্জি ভুটিয়ার কাছে পরাজিত হয়েছেন ৷ পরাজিত হয়েছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংও ৷ নামচির পোকলোক কামরাং আসনে তাঁকে পরাজিত করেন ভোজরাজ রাই । নামচিবুং আসনেও লড়েছিলেন চামলিং । সেখানেও তিনি পরাজয়ের পথে ৷

অপরদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে সোরেঙ্গ চাকুঙ্গ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন । এছাড়া রেহনক আসনেও লড়েছিলেন তিনি । সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রেম সিং গোলে । নামচি সিঙ্গিথান আসনে লড়ছেন প্রেম সিং গোলের স্ত্রী কৃষ্ণা কুমারি রাই । তিনিও ওই আসনে অনেকটাই এগিয়ে রয়েছেন । মোটের উপর 32টি আসনের মধ্যে 29টি আসনেই এগিয়ে রয়েছে প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা ৷

আজ সকালে ভোটগণনা শুরুর পর থেকেই যত সময় এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ছবিটা ৷ সিকিমের কুর্সিতে আবারও এনডিএ জোট শরিক এসকেএম-এর ক্ষমতায় ফেরার ইঙ্গিত স্পষ্ট হওয়ায় মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলের বাড়ির সামনে বিজয়োৎসবের মেতেছেন তাঁর দলের কর্মী-সমর্থকরা । গ্যাংটকেও একই মেজাজ ধরা পড়েছে এসকেএম কর্মী-সমর্থকদের মধ্যে ।

নির্বাচনের আরও খবর জানতে চোখ রাখুন

চামলিং সিকিমের তিনবারের মুখ্যমন্ত্রী । আর সেই একচ্ছত্র আধিপত্যের মধ্যেই 2019 সালে বাজিমাত করেছিলেন প্রেম সিং তামাং। 32 আসনের এই রাজ্যে 2019 বিধানসভা নির্বাচনে প্রেম সিং তামাংয়ের এসকেএম 17টি আসনে ও চামলিংয়ের এসডিএফ 15টি আসনে জয়ী হয় । এ বার গত 19 এপ্রিল দেশের প্রথম দফার লোকসভা নির্বাচনের সঙ্গেই এই রাজ্যের বিধানসভা ভোটও হয় । ভোটদানের হার ছিল 79.88 শতাংশ।

Last Updated : Jun 3, 2024, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.