ETV Bharat / state

'শুভেন্দুকে শিখদের কাছে ক্ষমা চাইতে হবে', অগ্নিমিত্রার বাড়ির বাইরে বিক্ষোভ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির - Suvendu visits Sandeshkhali

Sikh Community protests against Suvendu Adhikari Khalistani comment: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়ে অগ্নিমিত্রা পলের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল শিখ সম্প্রদায়ের সংগঠন ৷ তারা রাজ্যের বিরোধী দলনেতার ক্ষমা দাবি করেছে ৷ নাহলে পশ্চিমবঙ্গজুড়ে বনধ ডাকার হুঁশিয়ার দিয়েছে ৷

ETV Bharat
আসানসোলে শিখ সংগঠনের প্রতিবাদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 10:38 PM IST

আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বাড়ির সামনে শিখ সম্প্রদায়ের সংগঠনের বিক্ষোভ

আসানসোল, 20 ফেব্রুয়ারি: শিখ পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তার জেরে মঙ্গলবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের আসানসোলের বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ শিখ সম্প্রদায় ৷ অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে আসানসোল ভগত সিং মোড়ে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানান শিখ সম্প্রদায়ের মানুষজন ৷ তাদের দাবি অবিলম্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ৷ এমনকী এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, তিনি ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বনধ ডাকবে শিখ সম্প্রদায়ের সংগঠন ৷

পশ্চিম বর্ধমানের আসানসোলের বিদ্যাসাগর সরণিতে রয়েছে অগ্নিমিত্রা পলের পৈর্তৃক বাড়ি ৷ আসানসোলে এলে তিনি এখানেই থাকেন এবং এখান থেকেই দলীয় কাজকর্ম পরিচালনা করেন ৷ আজ সেই বাড়ির সামনে পতাকা হাতে 'শুভেন্দু অধিকারী হায় হায়' স্লোগানে বিক্ষোভ দেখালেন বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সদস্যরা ৷ এই কমিটির সচিব সুরিন্দর সিং বলেন, "আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ কর্মসূচি নিয়ে সন্দেশখালিতে যান ৷ এদিকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেখানে উপস্থিত পুলিশ প্রশাসন তাঁর হেফাজতের জন্যই উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে এক শিখ পুলিশ আধিকারিক আইপিএস জসপ্রীত সিং শুভেন্দু অধিকারীর পথ আটকালে ওই শিখ পুলিশ আধিকারিককে তিনি বলেন, 'হট, খালিস্তানি' ৷ এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ৷"

সচিব সুরিন্দর সিং হুঁশিয়ারি দেন, "শুভেন্দু অধিকারী সামনে আসুন ৷ তিনি যেভাবে পাগড়িকে নিশানা করে আমাদের 'খালিস্তানি' বলে উল্লেখ করেছেন ৷ আমরা পুরো শিখ সম্প্রদায়ের তরফে এর প্রতিবাদ জানাচ্ছি ৷ শুভেন্দু অধিকারী সবার সামনে পুরো শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চান ৷ আর যদি এটা না করেন, তাহলে কাল পুরো পশ্চিমবঙ্গে বনধ ডাকব ৷ ওঁকে এই অধিকার কে দিয়েছে ?" তিনি জানান, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল যেন এই বার্তা বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেন ৷ তার জন্যই তাঁরা বিধায়কের বাড়ির সামনে এসে স্মারকলিপি জমা দিয়েছেন এবং প্রতীকী বিক্ষোভ দেখিয়েছেন ৷ সন্দেশখালিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শিখ পুলিশ কর্তার চরম বচসা বাধে ৷ তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল ৷

আরও পড়ুন:

  1. পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু
  2. 'চিন্তা নেই, পাশে রয়েছি'; অভিযোগ শুনে সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর
  3. শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির

আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বাড়ির সামনে শিখ সম্প্রদায়ের সংগঠনের বিক্ষোভ

আসানসোল, 20 ফেব্রুয়ারি: শিখ পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তার জেরে মঙ্গলবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের আসানসোলের বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ শিখ সম্প্রদায় ৷ অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে আসানসোল ভগত সিং মোড়ে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানান শিখ সম্প্রদায়ের মানুষজন ৷ তাদের দাবি অবিলম্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ৷ এমনকী এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, তিনি ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বনধ ডাকবে শিখ সম্প্রদায়ের সংগঠন ৷

পশ্চিম বর্ধমানের আসানসোলের বিদ্যাসাগর সরণিতে রয়েছে অগ্নিমিত্রা পলের পৈর্তৃক বাড়ি ৷ আসানসোলে এলে তিনি এখানেই থাকেন এবং এখান থেকেই দলীয় কাজকর্ম পরিচালনা করেন ৷ আজ সেই বাড়ির সামনে পতাকা হাতে 'শুভেন্দু অধিকারী হায় হায়' স্লোগানে বিক্ষোভ দেখালেন বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সদস্যরা ৷ এই কমিটির সচিব সুরিন্দর সিং বলেন, "আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ কর্মসূচি নিয়ে সন্দেশখালিতে যান ৷ এদিকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেখানে উপস্থিত পুলিশ প্রশাসন তাঁর হেফাজতের জন্যই উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে এক শিখ পুলিশ আধিকারিক আইপিএস জসপ্রীত সিং শুভেন্দু অধিকারীর পথ আটকালে ওই শিখ পুলিশ আধিকারিককে তিনি বলেন, 'হট, খালিস্তানি' ৷ এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ৷"

সচিব সুরিন্দর সিং হুঁশিয়ারি দেন, "শুভেন্দু অধিকারী সামনে আসুন ৷ তিনি যেভাবে পাগড়িকে নিশানা করে আমাদের 'খালিস্তানি' বলে উল্লেখ করেছেন ৷ আমরা পুরো শিখ সম্প্রদায়ের তরফে এর প্রতিবাদ জানাচ্ছি ৷ শুভেন্দু অধিকারী সবার সামনে পুরো শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চান ৷ আর যদি এটা না করেন, তাহলে কাল পুরো পশ্চিমবঙ্গে বনধ ডাকব ৷ ওঁকে এই অধিকার কে দিয়েছে ?" তিনি জানান, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল যেন এই বার্তা বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেন ৷ তার জন্যই তাঁরা বিধায়কের বাড়ির সামনে এসে স্মারকলিপি জমা দিয়েছেন এবং প্রতীকী বিক্ষোভ দেখিয়েছেন ৷ সন্দেশখালিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শিখ পুলিশ কর্তার চরম বচসা বাধে ৷ তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল ৷

আরও পড়ুন:

  1. পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু
  2. 'চিন্তা নেই, পাশে রয়েছি'; অভিযোগ শুনে সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর
  3. শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.