কলকাতা, 24 মে: একই সপ্তাহে পরপর দু'দিন অফিস যাওয়ার সময় সিগন্যালিংয়ের সমস্যার জন্য দেরিতে ছাড়ল মেট্রো। ভোগান্তির মধ্যে পড়তে হল নিত্যযাত্রীদের। শ্যামবাজার মেট্রো স্টেশনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেওয়ায় ফলে এই সমস্যার তৈরি হয়েছে বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার একই ঘটনা ঘটেছিল ৷ আজ, শুক্রবারও মেট্রো বিভ্রাটের মুখে পড়লেন নিত্য যাত্রীরা ৷
কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্যামবাজার মেট্রো স্টেশনের আপ লাইনে স্টার্টার সিগন্যালিংয়ের কিছু সমস্যা দেখা দেওয়ায় মেট্রো বিভ্রাট ঘটেছে ৷ বর্তমানে মেট্রোয় ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থা চালানো হচ্ছে ৷ অর্থাৎ একটি মেট্রো স্টেশনে এসে পৌঁছলে পরের স্টেশন মাস্টারের কাছ থেকে অল ক্লিয়ার সিগন্যালিং যতক্ষণ পর্যন্ত না-পাওয়া যাচ্ছে ততক্ষণ ট্রেন ছাড়া যাচ্ছে না ৷ এর ফলে প্রতি স্টেশনেই 10 মিনিট মতো মেট্রো দাঁড়িয়ে থাকছে ৷ যার জেরে পরপর মেট্রো দাঁড়িয়ে পড়ছে ৷
আরও পড়ুন: কিউআর কোড ব্যবহারে লক্ষ্মীলাভ, কলকাতা মেট্রোয় এবার চালু হল ইউপিআই পেমেন্ট
যদিও সমস্যা সৃষ্টি হওয়ার পরেই মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৷ কাজ চলছে ৷ ঠিক কোথায় সমস্যা হয়েছে সেই বিষয়টি খুঁজে বার করার চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররা ৷ তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ডাউন লাইনে ময়দান থেকে নেতাজি ভবন পর্যন্ত মেট্রো কিছুটা ধীরে চালানো হয় ৷ তবে, আপ ও ডাউনের বাকি স্টেশনগুলির ক্ষেত্রে কোনও সমস্যাই হয়নি ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটে নাগাদ হঠাৎ ময়দান মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট ঘটে ৷ সেই কারণেই ময়দান স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয় ৷
সপ্তাহ শেষের আগে সাতসকালে মেট্রো বিভ্রাট হওয়ায় স্বাভাবিকভাবে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে ৷ অফিস বা অন্য গন্তব্যে পৌঁছতে সকাল সকাল বেরিয়েও সমস্যায় পড়ছেন যাত্রীরা ৷ মেট্রো দেরিতে চলায় সময়মতো গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে যাত্রীদের ৷ অধিকাংশ স্টেশনে ভিড় জমছে নিত্যযাত্রীদের ৷ অনেকে আবার মাঝপথে মেট্রো ছেড়ে গাড়ি বা বাসে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷
আরও পড়ুন: জনসংযোগে জোর ! কানহাইয়াকে নিয়ে দিল্লি মেট্রোয় রাহুল, দেদার সেলফি যাত্রীদের